বিয়েতে আমার কাটানো কিছু মুহূর্ত||১০% বেনিফিশিয়ারি shy-fox 🦊 এর জন্য

in hive-129948 •  3 years ago 
"আজ বুধবার- ২৩ শে চৈত্র-১৪২৮ বঙ্গাব্দ, ০৬ শে-এপ্রিল-২০২২ সাল"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-04-06_04-48-13-554.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি ছোট্ট পরিসরে একটি বিয়ের গল্প কাহিনী তুলে ধরার চেষ্টা করব। এইতো সেদিন আমার একজন ভাগিনার বিয়ের আয়োজন করেছিলাম। ঠিক বিয়ের আয়োজন বললে ভুল হবে,কেননা বিকেলেই বিয়ের আলাপ উঠতেই রাতের মধ্যেই বিয়ে সম্প্রদান করা হয়। যার কারণে আয়োজন করার মত তেমন সময় ও সুযোগ হয়নি। খুবই অল্প ও ছোট্ট পরিসরে বিয়েটি পার করতে হয়। আমার ভাগিনা ফায়ার সার্ভিসের একজন ফায়ারম্যান হিসেবে জলঢাকা স্টেশনে কর্মরত আছেন। সে ছুটিতে আসলে তারই মামাতো বোনের সাথে বিয়ের আলাপ আলোচনা উঠলেই, পরিবারের সকলে মিলে রাতেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর সেই বিয়ের মূল কর্তৃত্ব এসে পরে আমার ওপরে। অন্যান্য বিয়ে যেরকম জমকালো জাঁকজমক অনুষ্ঠান হয়ে থাকে, আমরা সেদিন তার কিছুই করে উঠতে পারিনি। কারণ সময় স্বল্পতার কারণে তা করা সম্ভব হয়নি। তবে হ্যাঁ বৌভাতের জন্য বিশাল আকার আয়োজন অপেক্ষা করছে সামনে। আর সেই ছোট্ট পরিসরে বিয়ের কিছু আনন্দঘন মুহূর্ত আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।

IMG_20220406_045735.jpg

IMG_20220406_045420.jpg

আমি নিজে দায়িত্ব নিয়ে যাদের বিয়ে দিলাম তারা হচ্ছেন একজন আমার ভাগিনা আর একজন হচ্ছে আমার ভাতিজি। অর্থাৎ বোনের ছেলে এবং ভাইয়ের মেয়ের সাথে দুজনের হাত একত্রে বেঁধে দেওয়ার দায়িত্ব পালন করলাম। আর এই দায়িত্ব পালন করতে পেরে নিজের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আত্মীয়ের মধ্যে বিয়ে হওয়াতে হয়তোবা আনন্দের মাত্রা টা একটু কম থেকে গেল। কিন্তু ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আমরা পরিবারের সকলে মিলে ওদের দুজনের হাত মিলিয়ে দিলাম। বড় কনে দুজন দুজনের পরিচিত বলে খুবই হাস্যজ্জল মুখ নিয়ে বিয়ের পর্ব টা সেরে ফেললাম।

IMG_20220406_045636.jpg

IMG_20220406_045654.jpg

আমরা সেদিন অনেক তাড়াহুড়া করে বিয়েটা সম্প্রদান করেছিলাম। কেননা বিকেলের কথাতে রাতেই বিয়ে এরকম তাড়াহুড়োর বিয়ে আমি এর আগে কখনো দেখিনি আর সেখানে কখনো যোগদান করিনি। সকল ব্যস্ততার মাঝে বর ও কনে কে নিয়ে আমি ও আমার অর্ধাঙ্গিনী দুই একটি ছবি তুলে নিলাম। যাতে করে পুরনো স্মৃতির অ্যালবামে এই সুন্দর আনন্দঘন মুহূর্ত টুকু বন্দি হয়ে থাকে।

IMG_20220406_045514.jpg

IMG_20220406_045201.jpg

ছোট্ট পরিসরে বিয়ের আয়োজন টি সেদিন আমরা ভালোই উপভোগ করেছিলাম। হয়তো বা অন্যান্য বিয়ে যে রকম জাঁকজমকপূর্ণভাবে হয় আমরা হয়তো সেরকম কিছু করার সময় সুযোগ পাইনি। কিন্তু পরিবারের সবাই সহ একত্র হয়ে হাসিখুশি মুখে বর ও কণে কে নিয়ে আনন্দে মেতে ছিলাম। আর সেই আনন্দ টুকু স্মৃতির অ্যালবামে ধরে রাখার জন্য আমরা সবাই এক এক করে বর ও কনের সাথে ছবি তুলে নিলাম। আর সেই ছবিগুলো আজ আপনাদের মাঝে উপস্থাপন করছি। আমার আনন্দের অংশীদার হিসেবে আপনারাও আমার সাথে থাকবেন।

IMG_20220406_045836.jpg

IMG_20220406_045805.jpg

আমরা অতি অল্প সময়ের মধ্যে দিয়ে পার করা এবং খাওয়া-দাওয়ার আয়োজন করা এই দুটো নিয়ে ভীষণ হিমশিম খেয়ে গিয়েছিলাম। তাই আমরা খুবই শর্টকাট রান্না হিসেবে খাসির মাংসের তেহারি ও গরুর গোস্ত ভুনা রেসিপি তৈরি করেছিলাম। যেহেতু আমি আমার বাংলা ব্লগে বিয়ে নিয়ে পোষ্ট উপস্থাপন করব, তা আগে থেকেই ভেবে রেখেছিলাম। আর তাই আমি গরুর গোস্ত আনার আগেই শুধু খাসির তেহারি দিয়ে পরিবেশন অবস্থায় সবার ছবি তুলে নিয়েছে। কারন আমার বাংলা ব্লগে গরুর গোশতের রেসিপি দেয়া নিষেধ আছে। আর তাই আমি গরুর গোশত কোন ভাবেই উপস্থাপন করি নি। সবাই মনের আনন্দ নিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফেললাম।

বিয়ের সকল কার্যক্রম ও সব ধরনের ছবি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি। তবে আগামীতে ওদের যখন বৌভাত অনুষ্ঠান হবে তখন ইনশাল্লাহ অবশ্যই বৌভাতের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কার্যক্রম আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তবে পরিশেষে বলতে চাই আপনাদের সকলের কাছে এই নতুন দম্পতির জন্য দোয়া ও আশীর্বাদ কামনা রইল। আপনারা সকলেই প্রাণভরে নতুন দম্পতিকে দোয়া করবেন আশা করি।

আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

PicsArt_03-21-01.30.10.png

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

standard_Discord_Zip.gif

Logo.png

abbcommunity.png

"ধন্যবাদ সবাইকে"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিয়েতে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন সেটা দেখেই বুঝা যাচ্ছে। প্রথমেই নবদম্পতিকে জানাই শুভ বিবাহ শুভেচ্ছা। আপনি খুব সুন্দর ভাবে বিয়েতে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক খেয়েছেন। এত সুন্দর একটি বিয়ের অনুষ্ঠানের ছবি আমাদের তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নবদম্পতিকে অনেক সুন্দর লাগছে।

জি আপু বিয়ে বাড়িতে আমি অনেক খেয়েছিলাম। সেই সাথে সবাইকে খাইয়ে ছিলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

image.png

বিয়ে বাড়ি মানে মজা মাস্তি হৈ-হুল্লোড় আর অনেক আনন্দ। আপনি অনেক মজা করেছেন বিয়েতে। সেই সঙ্গে অনেক মজাদার খাবার। সব কথার শেষ কথা হলো অনেক ইনজয় করেছেন মনে হচ্ছে আপনি এই বিয়েতে। ধন্যবাদ এত সুন্দর একটি অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

জি ভাই আনন্দ উপভোগ করেছিলাম বিয়ে বলে কথা। আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমি নিজে দায়িত্ব নিয়ে যাদের বিয়ে দিলাম তারা হচ্ছেন একজন আমার ভাগিনা আর একজন হচ্ছে আমার ভাতিজি। অর্থাৎ বোনের ছেলে এবং ভাইয়ের মেয়ের সাথে দুজনের হাত একত্রে বেঁধে দেওয়ার দায়িত্ব পালন করলাম।

বাহ! খুব ভালো লাগলো শুনে ভাইয়া। স্পল্প আয়োজনে বিয়ে সম্পন্ন করাই ভালো। আর আত্নীয় দুজন আপনার ভাতিজা আর ভাগ্নি। ভালোই লাগলো ভাইয়া। উনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ আপনাকে বিয়ের কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমার পোস্টে সে আমাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার ভাগ্নিকে কিন্তু বধু বেশে দারুন লাগছে। খুব সুন্দর ছিল আপনার উপস্থাপনা। আপনার ভাগ্নির এবং ভাগ্নি জামাই এর পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার ভাগিনার দাম্পত্য জীবন সুখী হোক এটাই কামনা করছি । স্বল্প পরিসরে বিয়ের সুন্দর একটি ব্লগ আমাদের উপহার দিয়েছেন । বিয়ে স্বল্প পরিসরে হওয়াটাই ইসলাম সমর্থন করে। সেই সাথে আপনার বাসার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি

স্বল্প পরিসরে বিয়েটা অনুষ্ঠিত হলেও ভাইয়া আমরা মনের দিক থেকে অনেক অনেক টাই শান্তি পেয়েছি। আপনার জন্য শুভকামনা রইল।

প্রথমে বলতে চাই নতুন দম্পতির পরবর্তী দিনগুলো অনেক শুভ হোক। আপনি বিয়ে বাড়িতে অনেক সুন্দর সময় পার করেছেন সেই সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

বিয়ে বাড়ি মানে খুবই আনন্দ মুখর সময় পার করা। আর তাই আমরাও সেদিন খুবই আনন্দ উপভোগ করেছিলাম। আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।