দ্বিতীয় ধরলা সেতু ভ্রমণ || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

in hive-129948 •  2 years ago  (edited)
"আজ সোমবার - ০৩রা শ্রাবণ - ১৪২৯ বঙ্গাব্দ, ১৮,জুলাই - ২০২২ খ্রিস্টাব্দ"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-07-17_04-47-47-475.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি কুড়িগ্রাম জেলার দ্বিতীয় ধরলা সেতু নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করব। এই ধরলা নদী আসলে উপনদী। এই ধরলা উপনদী ভারতের জলপাইগুড়ি জেলা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে দুইটি জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এই ধরলা উপনদীটি। দৈর্ঘ্যে প্রায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) ভারতের জলপাইগুড়ি জেলা থেকে বাংলাদেশের লালমনিরহাট জেলা ও কুড়িগ্রাম জেলা পর্যন্ত। এই নদীটির মোহনা, ব্রহ্মপুত্র নদ।

আমাদের কুড়িগ্রাম জেলায় যে ধরলা সেতুটি আছে সেটিই হচ্ছে প্রথম সেতু। যা আমার বাড়ি থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। আর লালমনিরহাট জেলার দ্বিতীয় ধরলা সেতুটি আমার বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বিতীয় ধরলা সেতুটির নির্মাণ কার্যক্রম ২০১৪ সালে শুরু হয়েছিল। আর ২০১৮ সালে এই দ্বিতীয় ধরলা সেতুটি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।`

IMG_20220717_040433.jpg

আমাদের বাড়ি থেকে সাতাশ (২৭) কিলোমিটার পর্যন্ত যেতেই আমরা পেয়ে গেলাম, লালমনিরহাট জেলার কুলেঘাট ইউনিয়ন। আর এই ইউনিয়নে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই একটি বাজার চোখে পরল। আর এই বাজারটি হচ্ছে কুলেঘাট বাজার। এখান থেকে আমাদের দ্বিতীয় ধরলা সেতুটি প্রায় তিন কিলোমিটার দূরে। পথিমধ্যে কুলেঘাট বাজারটি পরলো বিধায় আমি ফটোগ্রাফি করে নেই।

IMG_20220717_040759.jpg

IMG_20220717_040848.jpg

আমার ফটোগ্রাফিতে এখন যে ইস্পাতের ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রিটিশ সরকারের নির্মিত একটি সুদৃশ্য ব্রিজ। এই ব্রিজটি কুলেঘাট বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। যদিও বা ব্রিজটি পুরাতন হয়েছে তবুও ব্রিজটি সৌন্দর্য যেন কোন অংশেই কম নয়। ব্রিজটি দেখতে আমার কাছে ভীষণ রকম ভালো লেগে গেল। আর তাই ভালো লাগার ব্রীজটির ফটোগ্রাফি করে নেই আমার মোবাইল ফোনে।

IMG_20220717_041324.jpg

IMG_20220717_041353.jpg

চলতে চলতে আমরা এবার চলে আসলাম আমাদের সেই দ্বিতীয় ধরলা সেতুটিতে। দূর থেকে থেকে ধরলা দ্বিতীয় সেতুটি কে দেখতে অত্যন্ত চমৎকার দেখাচ্ছিল। আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে নিচে ধরলা দ্বিতীয় সেতু আর তার নিচে নদীর পানি। সব মিলিয়ে খুবই সুন্দর একটি পরিবেশ বিরাজ করছিল। যদিও বা রোদের প্রখর উত্তাপ আমাদেরকে অত্যন্ত যন্ত্রণা দিচ্ছিল তবুও এই সেতুটিতে এসে আমাদের বেশ ভালই লাগছিল।

IMG_20220717_041510.jpg

IMG_20220717_041627.jpg

প্রচন্ড গরমে সেতুর ওপরে কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছিল না। মনে হচ্ছে মাথার উপরে সূর্যমামা এই বুঝি আমাদের গিলে খাবে। গরমের যন্ত্রণায় গা বেয়ে ঘাম দরদর করে ঝরছিল। তবুও মনে হচ্ছিল বেড়াতে যখন এসেছি তখন এই সুন্দর দ্বিতীয় ধরলা সেতুতে ছবি না উঠলেই নয়। আর তাই স্মৃতি হিসেবে আমি আমার ছেলে ও আমার অর্ধাঙ্গিনী মিলে মোবাইল ফোনে হিসেবে ছবি তুলে নিলাম।

IMG_20220717_041655.jpg

এই বাঁধ টি লালমনির হাট জেলাকে সুরক্ষা করে ভারতের দিকে এগিয়ে গেছে।

IMG_20220717_041806.jpg

আর এই বাঁধ টি কুড়িগ্রাম জেলা দিয়ে মোহনা পর্যন্ত বিস্তৃত।

IMG_20220717_043213.jpg

IMG_20220717_042938.jpg

এই তো কিছুদিন আগে নদীটি নাকি অথৈ পানিতে তলিয়ে ছিল। সেখানকার এক চাচার কাছ থেকেই জানতে পারলাম। তবে আমরা যখন গিয়েছিলাম তখন পানি শুকিয়ে নদীতে কিছুদূর চর জেগে উঠেছে আমি সেতুটির উপর দাঁড়িয়ে নিচের পানির দিকের ছবি তুলে নিলাম।

IMG_20220717_043350.jpg

এই দ্বিতীয় ধরলা সেতুটিতে ১৯ টি স্পেন রয়েছে। এই দ্বিতীয় ধরলা সেতুটি ৯৫০ মিটার দৈর্ঘ্য আর ৯.৮০ মিটার প্রস্থ। কুড়িগ্রামের প্রথম ধরলা সেতুটি ৬৪৮ মিটার। কুড়িগ্রামের প্রথম ধরলা সেতুটির চাইতে লালমনিরহাট জেলার দ্বিতীয় ধরলা সেতুটি তুলনামূলক অনেক বড়।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPP2LBwZ8P5cAH9bTvYmTA3F8KMYooQZeRmk8HnWhD1yc6eY3zLxg5fNQHdD4FYYi1AtUf92J6z.png

Photographermahbubul Islam
DeviceOppo A16
Ram4 GB
Rom64 GB

W3w Location

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9GV78pPsPPMTWCCQoCf6bgnGyA54cC4bTk7cnYNcfQRvMoDkiUaAdnV8dA5DCb4MPAADReeCn.png

আশা করি আমার দ্বিতীয় ধরলা সেতু ভ্রমণ এর পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

Logo.png

" ধন্যবাদ সবাইকে "

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

ধরলা সেতু ভ্রমণ করে খুব সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে সুন্দর আলোচনা করেছেন সেতু সম্পর্কে খুবই ভালো লাগলো বিশেষ করে ফটোগ্রাফি গুলা সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে

ভাইয়া আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

চারিপাশে যখন পদ্মা সেতুর নিয়ে মাতামাতি চলছে তখন ধরলা সেতু দেখে বেড়াচ্ছেন ভাই।এটা কিন্তু মোটেও ভালো কথা নয়। চাইলে পদ্মা সেতুতে এসে কিছু ফটোগ্রাফি করে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। মনটা যেমন প্রফুল্ল হবে, অন্যদের মন ভালো হবে আপনার ফটোগ্রাফি দেখে। চাইলে পদ্মা সেতুতে একটি রেকর্ড গড়তে পারেন।

ভাই মোটরবাইকে করে পদ্মা সেতু ভ্রমণের জন্য পরিকল্পনা করছি। খুব শীঘ্রই যাওয়া হবে। আর সেখানে গিয়ে অবশ্যই পোস্ট উপস্থাপন করব।

সেতু ভ্রমণের খুব চমৎকার মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে। এত অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

অনেক অনেক ধন্যবাদ ভাই আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।