শুভ জন্মদিন || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 
"আজ শনিবার - ২৮শে জ্যৈষ্ঠ - ১৪২৯ বঙ্গাব্দ, ১১ জুন - ২০২২ খ্রিস্টাব্দ"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-06-11_18-59-51-116.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির বর্ষপূর্তি উপলক্ষ নিয়ে এবং সেইসাথে আমার মেয়ের জন্মদিন নিয়ে কিছু কথা উপস্থাপন করতে চলেছি। আমার মেয়ের জন্মদিন গতকাল ১০ তারিখ আর আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন ১১ তারিখ। আর তাই ঠিক করলাম আমার মেয়ের জন্মদিন এবং আমার বাংলা ব্লগের জন্মদিন আমি একই সময়ে উদযাপন করব। আর তাই ১০ তারিখের বিদায় মুহূর্ত এবং ১১ তারিখের শুরুর মুহূর্ত ঠিক ১২ টায় আমার মেয়েকে দিয়ে আমার বাংলা ব্লগ ও অদিলার শুভ জন্মদিন একই সাথে কেক কেটে উদযাপন করি।

আমার মেয়ের কাছে তার জন্মদিনটা যেমন আনন্দময় ঠিক তেমনি আমার কাছেও আমার বাংলা ব্লগ পরিবারের জন্মদিন ঠিক তেমনটাই আনন্দময়।আর দুই আনন্দ মিলে আমার কাছে দিনটিকে অনেক অনেক আনন্দ মুখরিত দিন মনে হচ্ছিল। মনে হচ্ছিল এই আনন্দে আমার মন দিশেহারা হয়ে যাচ্ছে। মনের ভিতর কেন জানি প্রচুর ভালোলাগা সৃষ্টি হয়ে যাচ্ছে। এতটাই আনন্দ অনুভব করছি যার কারণে কোনো কাজই সস্থিরভাবে করতে পারছিনা। আমার মনে হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির যত সদস্য রয়েছে সকলের মনের ভিতরে একই রকম আনন্দের জোয়ার বয়ে চলেছে।

গতকাল সারা দিন আমার মেয়ের জন্মদিনের কেক না কেটে আমার বাংলা ব্লগের জন্মদিনের জন্য রাত বারোটার অপেক্ষা করছিলাম আমরা পরিবারের সকলে মিলে। এই কেক কাটার জন্য আমার বাবা-মাও আমাদের মাঝে শামিল হয়েছিল। যখন ১০ তারিখের বিদায় মুহূর্ত এবং ১১ তারিখের শুরুর মুহূর্তটি ঠিক ১২ টায় পড়ে গেল তখনই আমরা প্রচুর আনন্দ করে কেকটি কেটে দুটো জন্মদিন একইসাথে পালন করলাম। আজ আমার বাংলা ব্লগের জন্মদিনের কেক কাটার সুযোগ পেলাম শুধুমাত্র আমাদের প্রিয় @rme দাদা এবং প্রিয় @blacks দাদার অক্লান্ত পরিশ্রমের কারণে। আজ আমাদের প্রিয় দুই দাদার কারণে আমার বাংলা ব্লগ বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। শুধুই প্রতিষ্ঠিত নয় ভবিষ্যতে আরও উন্নতির স্বর্ণশিখরে গিয়ে পৌঁছবে বলে আশা করছি। আজ আমরা তাদের সান্নিধ্য লাভ করে গর্বিত বোধ করছি। তাদের স্নেহের হাত যেন সর্বদায় আমাদের মাথার উপরে ছায়ার মত থাকে এই প্রত্যাশা করছি।

আমরা পরিবারের সকলে মিলে রাত বারোটার জন্য অপেক্ষা করছিলাম আর সেই মুহূর্তে আমরা অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করে নেই আমার মুঠোফোনে।

IMG_20220611_184638.jpg

এখানে আমি ও আমার অর্ধাঙ্গিনী এর সাথে আমাদের ছোট ছোট দুটি সোনামণি। একটি আমার মেয়ে আর একটি আমার ছেলে।

IMG_20220611_184826.jpg

এখানে আমার বড় বোন ও দুলাভাইয়ের সাথে আমার মেয়ের একটি ছবি তুলে দিলাম। আমার এই বড় বোন দুলাভাই হচ্ছে @mahir4221 এর বাবা মা।

IMG_20220611_184928.jpg

এখানে আমার ছেলে ও মেয়ের সাথে তাদের খালাতো ও ফুফাতো ভাই একসাথে বসে ছবি তুলে দিলাম। এই ফুফাতো ভাই টি হচ্ছে আমার ভাগ্নে যার রেফারে আমি বাংলা ব্লগ এ কাজ করার সুযোগ পেয়েছি। সে হচ্ছে @mahir4221

IMG_20220611_185254.jpg

এখানে আমার মেয়ে ও ছেলের সাথে আমার অর্ধাঙ্গিনীর একটি ছবি তুলে দিলাম স্মৃতি হিসেবে থেকে যাবে আমার মুঠোফোনে।

IMG_20220611_185451.jpg

এখানে আমার ছেলে ও মেয়ের একটি ছবি তুলে দিলাম। স্মৃতি হিসেবে ধরে রাখবো আমার মুঠোফোনে।

IMG_20220611_185550.jpg

IMG_20220611_184542.jpg

IMG_20220611_184448.jpg

ঠিক রাত বারোটা বাজার অপেক্ষায় আমার বাবা-মা সহ পরিবারের সকলেই অধীর আগ্রহ নিয়ে বসে রইলাম। যখন আমার বাংলা ব্লগের শুভ জন্মদিনের পাতা উন্মোচিত হলো ঠিক বারোটায় তখনই আমার বাবা মা ও আমার মেয়ে মিলে দারুন সুন্দর কেকটি কেটে ফেলল।

IMG_20220611_184216.jpg

IMG_20220611_184306.jpg

IMG_20220611_184358.jpg

দুটো জন্মদিন একসাথে পালন করতে পেরে সত্যিই সকলের মনে ভালোলাগার অন্যরকম অনুভূতি বুঝতে পেরেছিলাম তাই আনন্দের মাত্রা দ্বিগুণ হয়েছিল। কেকটি কাটার পরে আমার মেয়ে আমাকে এক টুকরো কেক খাইয়ে দিলো এবং সেইসাথে আমার মাকেও কেকটি খাইয়ে জন্মদিন উদযাপিত করলাম।

যেহেতু আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটির এক বছর পূর্তি অনুষ্ঠান পালন করতে পেরেছি সেহেতু আমরা ভবিষ্যতে আরও অনেক অনেক দূর যাত্রা করতে পারি এই প্রত্যাশা করছি। আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটির যত মেম্বার আছে সকলেই একাত্ম হয়ে এই কমিউনিটিকে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করার ক্ষেত্রে সকল প্রকার প্রচেষ্টা চালিয়ে যাব।

আশা করি আমার বাংলা ব্লগ ও আমার মেয়ে অদিলার জন্মদিনের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

PicsArt_03-21-01.30.10.png

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

standard_Discord_Zip.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

Logo.png

" ধন্যবাদ সবাইকে "

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
special.jpg

বাহ। ভালোবাসার প্রকাশ একেই বলে। ভালোবাসার কমিউনিটির প্রতি আপনি আপনার ফ্যামিলির সাথে কেক কেটে উদযাপন করেছেন দেখে ভাল লাগলো ভাই। সেই সাথে আমার আপু ও ভাগ্নে ও ভাগনীকে দেখতে পেলাম। তাদের সবার সবার আমার মনের অন্তস্থল থেকে অনেক অনেক ভালবাসা ও শুভ কামনা থাকবে।

ভাই আমার মেয়ের জন্মদিনে প্রতিবছরই কেক কেটে এসেছি কিন্তু এবার আমার বাংলা ব্লগ কমিউনিটির ও আমার মেয়ের একই সাথে কে কাটাতে আনন্দটাই অন্যরকম ছিল। যা হয়তো ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনার পক্ষ থেকে আমার পুরো পরিবারকে আপনার ভালোবাসা ও শুভকামনা জানিয়ে দিয়েছি। ভালো থাকবেন।

ভাইয়া আপনি একসাথে দুই কাজ করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো। একদিকে আপনার মেয়ের জন্মদিন অন্যদিকে আমার বাংলা ব্লগের প্রথম বর্ষপূর্তি দুটি কাজের একসাথে নিয়ে খুব সুন্দর একটি আয়োজন করেছে। আপনার পরিবারের সবাই একসাথে মিলে আপনার মেয়ের জন্মদিন ও আমার বাংলা ব্লগের বর্ষপূর্তির কেক কেটেছেন দেখে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার। জন্য আপনার জন্য শুভকামনা রইল।

আমার বাংলা ব্লগের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এবং আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি যে আয়োজন করেছি তা সত্যিই আমার মনের ভেতর থেকে এবং আমার বাংলা ব্লগের প্রতি ভালোবাসা থেকে করেছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

আসলে আমাদের সবার প্রিয় প্রাণের বাংলা ব্লগ কমিউনিটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন ছিল। সত্যিই এই মুহূর্তটা কখনো ভোলার নয়। আপনি জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। সত্যি দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

ভাই আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন এবং আমার মেয়ের জন্মদিন কখনোই ভোলার মত নয়। আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সত্যি বলতে ভালবাসা কাকে বলে ভালোবাসা কত প্রকার সেটা আপনার এই পোস্ট দেখলেই বোঝা যায়। আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতি সকলের এত এত ভালোবাসা দেখে সত্যিই আমি রীতিমত অবাক হয়ে যাচ্ছি। আপনার ভালোবাসা এবং অনুভূতি দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুভেচ্ছা রইল আপনার প্রতি।

আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতি সকলেরই অনেক অনেক ভালোবাসা রয়েছে ভাইয়া। আর সেই ভালবাসা আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতি সর্বদায় থেকে যাবে। ধন্যবাদ

আপনার জন্য তাহলে দিনটি স্পেশাল ছিল, অনেক আনন্দ ছিল একদিকে মেয়ের জন্মদিন অন্যদিকে প্রিয় প্লাটফর্মের বছর পূর্তি।অনেক ভালো লাগল বিষয়টি। একটি এলব্যাম হয়ে রইল ফ্যামিলির সবাইকে নিয়ে। ভালোবাসা রইল আপনার ফ্যামিলির জন্য।

সত্যিই তাই ভাই, আমার বাংলা ব্লগ কমিউনিটি এবং আমার পুরো বার একই অ্যালবামে গাঁথা রয়ে গেল। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

একটু দেরিতে হলেও প্রথমে ভাতিজিকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ❤️। অনেক বড় হোক এবং ভালো একজন মানুষ হয়েও বেড়ে উঠুক এই আশীর্বাদ রইল। আর ভাইয়া আপনার চিন্তা-ধারা টাও ভীষণ ভালো লেগেছে আমার। আপনার মনটা অনেক ভালো সেটা আপনার আয়োজন টা দেখে যে কেউ বুঝতে পারবে। পুরো পরিবারকে এভাবে একসাথে দেখে ভীষণ ভালো লাগছে। আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারলে আরো বেশি উপভোগ করতাম হয়তো মুহূর্তটা। তবে দূর থেকেও খুব ভালো লাগলো পুরো আয়োজনটা। আশাকরি প্রতিবছরই এভাবে দুটো জন্মদিন একসাথে সেলিব্রেট করতে দেখতে পাবো আমরা সকলে।

ভাইয়া আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে সাথে রেখে যদি আমার বাংলা ব্লগ পরিবারের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা এবং আমার মেয়ের জন্মদিনের কেক কাটা একই সাথে সবার সাথে থাকতে পারতাম তাহলে আনন্দটা সীমা ছাড়িয়ে যেত। হয়তো এই আয়োজনে শামিল হতে পারেননি তবে অনেক সুন্দর মন্তব্য করে পাশে থেকেছেন এজন্য অনেক অনেক কৃতজ্ঞ থাকলাম ভাইয়া। আমিও আশা করি প্রতি বছরই এভাবে দুটো জন্মদিন একসাথে সেলিব্রেট করতে পারব।ধন্যবাদ

প্রথমেই আমি আপনার মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই শুভ জন্মদিন মামনি। আশা করি পরবর্তী সময়গুলো আপনার মেয়ের আজকের মত সুন্দর এবং মধুর কাটবে। আপনার মেয়ের জন্য অসংখ্য শুভকামনা রইল।

ভাই,অনেক সুন্দর মন্তব্য করেছেন এবং সেইসাথে আমার মেয়ের জন্য শুভ কামনা করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।