"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা-৩২||কার্ডবোর্ড দিয়ে অত্যাধুনিক দোতলা বাড়ি

in hive-129948 •  2 years ago 
" আজ বুধবার - ২৩শে ফাল্গুন - ১৪২৯ বঙ্গাব্দ, ০৮মার্চ - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-03-08_09-09-22-566.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কার্ডবোর্ড দিয়ে তৈরি একটি DIY - পোস্ট নিয়ে। বরাবরই আমার কাছে DIY পোস্টগুলো ভীষণ ভালো লাগে। তাই আমি সময় ও সুযোগ পেলেই বিভিন্ন ধরনের DIY প্রজেক্ট গুলো তৈরি করতাম। কিন্তু বর্তমান সময়ে ভীষণ ব্যস্ততা থাকার কারণে হয়তোবা আগের মত DIY প্রজেক্ট গুলো তুলে ধরতে পারি না। কেননা প্রতিদিন আমার অর্ধাঙ্গিনীকে তার স্কুলে রেখে আসা, আবার বিকেল হলে তাকে নিয়ে আসা একটা রুটিনের মধ্যে পড়ে গেছে।

কারণ তার স্কুল আমার বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। যার কারণে তাকে আমাকে লিফট দিতে হয়। এদিকে আবার মেয়েকে স্কুল ও কোচিংয়ে রেখে আসতে হয়, আবার নিয়েও আসতে হয়। আবার অন্যদিকে রয়েছে আমার প্রাণের ডিলারশিপের ব্যবসা। তারপরে তো আবার পুরো সংসারটাই আমার উপরে নির্ভর করে। তাই এত কাজের চাপে ইচ্ছে থাকলেও DIY প্রজেক্টগুলো তেমন একটা তৈরি করতে পারছি না।

তবে যখন প্রতিযোগিতার কথা জেনেছি, তখন থেকে ভিন্ন ধরনের ডাই প্রজেক্ট তৈরীর কথা চিন্তা করেছি। যেহেতু আমার হাতে সময় কম, তাই আমি এক লাগাতার কাজ না করে, প্রতিদিন একটু একটু করে কাজ করে কার্ডবোর্ড দিয়ে আমার DIY প্রজেক্ট তৈরি করতে সক্ষম হয়েছি। আমার DIY প্রজেক্টটি তৈরি করতে অনেকটা সময় ও অনেক ধৈর্যের প্রয়োজন হয়েছে। ছোট ছোট কিছু সূক্ষ্ম কাজ আছে, যে কাজ করতে সত্যিই আমার অনেক কষ্ট হয়েছে। তবে আমি শেষ পর্যন্ত আমার লক্ষ্য স্থির রেখে, DIY প্রজেক্ট সম্পন্ন করতে পেরেছি এজন্য মনের ভিতরে আনন্দের জোয়ার বইছে।

আমার কাছে তো কার্ডবোর্ড দিয়ে DIY প্রজেক্টটি ভীষণ ভালো লেগেছে। আর এই DIY প্রজেক্টটি হচ্ছে একটি সুন্দর অত্যাধুনিক দোতলা বাড়ি। আপনারাই দেখে নিন আমার এই অত্যাধুনিক দোতলা বাড়িটি ঠিক কতটা সুন্দর হয়েছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনাদের কাছে ভালো লাগার জন্য। এখন বাকিটুকু আপনাদের ওপরে ছেড়ে দিলাম। তো বন্ধুরা চলুন আমার ডাই প্রজেক্ট একটি অত্যাধুনিক সুন্দর দোতলা বাড়ি তৈরির ধাপগুলো থেকে ঘুরে আসা যাক।

Picsart_22-12-03_07-30-18-268.png

Picsart_23-03-08_02-39-48-405.jpg

ক্রমিক নংউপকরণ
১।কার্টুন
২।রঙিন কাগজ
৩।গ্লু গান
৪।আঠা
৫।এন্টি কাটার
৬।কাঁচি
৭।স্কেল
৮।কলম

Picsart_23-03-08_02-54-25-192.png

" ১ম : ধাপ "

IMG_20230307_171224.jpg

১। প্রথমে ২০×২৪ সেন্টিমিটার মাপের একটি কার্টুনের টুকরো স্কেলের সাহায্যে মেপে এন্টিকাটার দিয়ে কেটে নিতে হবে।

" ২য় : ধাপ "

IMG_20230307_171932.jpg

২। এবার ১৪×৯ সেন্টিমিটার এর (২) দুইটি এবং ১৩×৯ সেন্টিমিটার এর (২) দুইটি কার্টুনের টুকরো স্কেলের সাহায্যে মেপে এন্টিকাটার দিয়ে কেটে নিতে হবে।

" ৩য় : ধাপ "

IMG_20230307_172649.jpg

৩। এবার ১১×৯ সেন্টিমিটার কার্টুনের (২) দুইটি টুকরো স্কেলের সাহায্যে মেপে এন্টি কাটার দিয়ে কেটে নিতে হবে।

" ৪র্থ : ধাপ "

IMG_20230307_172936.jpg

৪। এবার ১৩×১১ সেন্টিমিটার কার্টুনের (২) দুইটি টুকরো স্কেলের সাহায্যে মেপে এন্টি কাটার দিয়ে কেটে নিতে হবে।

" ৫ম : ধাপ "

IMG_20230307_173120.jpg

৫। এবার কেটে নেয়া ১৩×১১ সেন্টিমিটার কার্টুনের (১) টি টুকরোতে স্কেল এবং কলমের সাহায্যে জানালা দরজা আঁকিয়ে নিতে হবে।

" ৬ষ্ঠ : ধাপ "

IMG_20230307_173342.jpg

৬। এবার আঁকিয়ে নেয়া জানালা দরজা গুলি এন্টি কাটারের সাহায্যে সাবধানে কেটে নিতে হবে।

" ৭ম : ধাপ "

IMG_20230307_173207.jpg

৭। এবার ১১×৯ সেন্টিমিটার কার্টুনের (১) একটি টুকরোতে, উপরে দেয়া চিত্রের মতো করে দুইটি জানালার ছবি স্কেল এবং কলমের সাহায্যে আঁকিয়ে নিতে হবে।

" ৮ম : ধাপ "

IMG_20230307_173427.jpg

৮। এবার আঁকিয়ে নেয়া জানালা গুলো এন্টি কাটারের সাহায্যে সাবধানে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ৯ম : ধাপ "

IMG_20230307_172039.jpg

৯। এবার কেটে নেয়া ১৪×৯ সেন্টিমিটারের (১) একটি টুকরোতে একটি দরজার ছবি এবং ১৩×৯ সেন্টিমিটার এর (১) একটি টুকরোতে একটি জানালা এবং একটি দরজার ছবি স্কেল এবং কলমে সাহায্যে আঁকিয়ে নিতে হবে।

" ১০ম : ধাপ "

IMG_20230307_173033.jpg

১০। এবার আঁকিয়ে নেয়া জানালা দরজা এন্টিকাটারের সাহায্যে সাবধানে কেটে নিতে হবে।

" ১১তম : ধাপ "

IMG_20230307_173535.jpg

IMG_20230307_173618.jpg

১১। এবার গোলাপী রংয়ের রঙিন কাগজ নিয়ে / সেন্টিমিটার চিকন করে, স্কেল এবং কাঁচির সাহায্যে কেটে নিতে হবে।

" ১২তম : ধাপ "

IMG_20230307_173711.jpg

১২। এবার কেটে নেয়া / সেন্টিমিটার রঙিন কাগজ সবগুলো জানালা এবং দরজার চারপাশে আঠার সাহায্য জুড়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ১৩তম : ধাপ "

IMG_20230307_173742.jpg

১৩। এবার ১৪×৯ সেন্টিমিটারের দুই টি এবং ১৩×৯ সেন্টিমিটারের দুইটি মোট চারটি টুকরো গ্লুগানের সাহায্যে জুড়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ১৪তম : ধাপ "

IMG_20230307_173825.jpg

১৪। এবার প্রথমে কেটে নেয়া ২৪×২০ সেন্টিমিটার কার্টুনের টুকরোটির উপর, জুড়ে দেয়া অংশটি গ্লুগানের সাহায্যে জুড়িয়ে দিতে হবে। দিলেই ঘরের আকৃতি আসবে।

" ১৫তম : ধাপ "

IMG_20230307_173902.jpg

১৫। এবার আকৃতি দেয়া ঘরের ছাদের জন্য, ১৫×১৫ সেন্টিমিটারের কার্টুনের টুকর স্কেল এবং এন্টিকাটারের সাহায্যে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ১৬তম : ধাপ "

IMG_20230307_181437.jpg

১৬। এবার বানিয়ে নেয়া ঘরটির উপর, ছাদের জন্য কেটে নেয়া কার্টুনের টুকরোটি গ্লু গানের সাহায্যে জুড়ে দিতে হবে

" ১৭তম : ধাপ "

IMG_20230307_181230.jpg

১৭। এবার ছাদে ওঠা সিঁড়ি বানানোর জন্য ১৪×২ সেন্টিমিটার লম্বা একটি কার্টুনের টুকরো এন্টিকাটারের সাহায্যে কেটে নিতে হবে।

" ১৮তম : ধাপ "

IMG_20230307_181349.jpg

১৮। এবার সিঁড়ির জন্য কেটে নেয়া কার্টুনের টুকরোটি এপিঠ ওপিঠ করে ভাঁজ দিতে হবে। যা সিঁড়ির রুপ আসবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ১৯তম : ধাপ "

IMG_20230308_045341.jpg

১৯। এবার বানিয়ে নেওয়া সিঁড়িটি গ্লু গানের সাহায্যে জুড়িয়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ২০তম : ধাপ "

IMG_20230308_045205.jpg

২০। এবার ছাদের উপর আরেকটি ঘর করার জন্য, পূর্বে বানিয়ে নেয়া ১৩×১১ সেন্টিমিটারের দুইটি এবং ১১×৯ সেন্টিমিটারের দুইটি মোট চারটি গ্লু গানের সাহায্যে জুড়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে। জুড়ে দিলেই ঘরের রূপ আসবে।

" ২১তম : ধাপ "

IMG_20230308_045603.jpg

২১। এবার বানিয়ে নেয়া ঘরটি, বানিয়ে নেয়া ঘরের ছাদের উপর গ্লু গান এর সাহায্যে জুড়ে দিতে হবে।

" ২২তম : ধাপ "

IMG_20230308_045716.jpg

২২। এবার বাড়িটির চারপাশে এবং বারান্দার রিলিং দেওয়ার জন্য (৩) তিন সেন্টিমিটার প্রস্থ কার্টুন এন্টিকাটারের সাহায্যে কেটে নিতে হবে। তারপর উপরে দেয়া চিত্রের মত করে কলম এবং স্কেলের সাহায্যে দাগ টেনে নিতে হবে।

" ২৩তম : ধাপ "

IMG_20230308_045744.jpg

২৩। এবার এন্টি কাটারের সাহায্যে চিত্রের মত করে কেটে নিতে হবে।

" ২৪তম : ধাপ "

IMG_20230308_082609.jpg

২৪। এবার দোতলার ছাদের জন্য ১৩×১৩ সেন্টিমিটার মাপের একটি কার্টুন স্কেল এবং এন্টিকাটারের সাহায্যে কেটে নিতে হবে।

" ২৫তম : ধাপ "

IMG_20230308_083203.jpg

২৫। এবার ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কার্টুনের উপরের পাতলা পরদটি তুলে নিয়েছি। এতে ঢেউটিনের রূপ আসবে।

" ২৬তম : ধাপ "

IMG_20230308_044623.jpg

২৬। এবার বাউন্ডারি ওয়াল এবং বারান্দার রেলিংয়ের জন্য বানিয়ে নেয়া ছোট ছোট কার্টুনের অংশগুলো গ্লু গানের সাহায্যে জুড়ে দিতে হবে। এবং ঢেউটিনের মত কার্টুনের অংশটি উপরের ঘরের চালা হিসাবে জুড়ে দিলেই, তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্খিত অত্যাধুনিক দোতলা বাড়িটি।

আশা করি আমার DIY - পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

Logo.png

Picsart_22-12-07_06-14-15-124.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার উপর দেখছি অনেক কাজের দায়িত্ব। স্ত্রীকে স্কুলে দিয়ে, আসা নিয়ে আসা। এমনকি মেয়েকে দিয়ে আসা, নিয়ে আসা। তার ওপর ব্যবসা সবকিছু সামলে আসলেই এই ধরনের কাজগুলো করা ভীষণ কঠিন। কিন্তু একটু একটু করে প্রতিদিন সময় দিয়ে এত সুন্দর একটা বাড়ি তৈরি করলেন দেখে ভালো লাগলো। আসলে আমি তো করেছি এই জন্য বলতে পারব কতটা পরিশ্রমের কাজ। তবে শেষ পর্যন্ত সফল হয়েছেন এটা দেখে ভালো লাগলো। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল।

ঠিক বলেছেন আপু, আমি তো প্রথমে ভাবতেই পারিনি নির্দিষ্ট সময়ের আগে আমি আমার কাজ সম্পন্ন করতে পারব। যাক অবশেষে দোতলা বাড়িটি তৈরি করতে পেরেছি আর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভকামনা। আপনি কার্ডবোর্ড দিয়ে সুন্দর করে দোতালা একটি বাড়ি তৈরি করেছেন। এটি দেখতে খুবই সুন্দর লাগছে। আর প্রত্যেকটা ধাপ আপনি এই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি দোতলা বাড়ি বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু,কার্ডবোর্ড দিয়ে তৈরি অত্যাধুনিক দোতলা বাড়িটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

শুরুতেই আপনাকে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আসলে যত দিন যাচ্ছে মানুষ ততই ব্যস্ত হয়ে পড়ছে, এখন কারো কাছেই বাড়তি সময় নেই বললেই চলে।ভাবির স্কুল অনেক দূরে সেক্ষেত্রে তাকে লিফট তো দিতেই হবে তা না হলে বাড়তি কষ্ট এবং খরচ দুটোই বেশি হবে।মা না থাকলে বাচ্চাদের সামলানো খুবই কষ্টদায়ক হয়ে যায় একজন বাবার জন্য,তারপরও আপনি একা হাতে মেয়ে,সংসার,আবার ব্যবসা সামলিয়ে এতো সুন্দর করে কার্ড বোর্ড দিয়ে তৈরি করা আধুনিক দোতলা বাড়ির ডিজাই টি খুবই সুন্দর হয়েছে। এইরকম বাড়ি গুলো দেখতে খুবই ভালো লাগে।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

আপু, যতদিন বেড়ে যাচ্ছে ততই মনে হয় কাজের ব্যস্ততা বেড়ে যাচ্ছে। এ ব্যস্ততা যেন কোন ভাবেই শেষ হচ্ছে না। যাইহোক আপু,অনেক সুন্দর মন্তব্য করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ।

কাঠ বোর্ড দিয়ে খুব সুন্দর একটি দোতলা বাড়ি বানিয়েছেন। বাড়ির বাহিরে বাউন্ডারি দেয়াল এবং আঙিনায় রাখা গাড়ি দেখতেও সুন্দর লাগছে। আপনি খুব দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন এবং বোঝা যাচ্ছে এতে আপনার অনেক সময়,পরিশ্রম এবং ধৈর্য প্রয়োজন ছিল। আমার খুব ভাল লেগেছে আপনার ডাই এর কাজ। ধন্যবাদ ভাইয়া।

কার্ডবোর্ড দিয়ে অত্যাধুনিক দোতলা বাড়িটি তৈরি করতে আমার বেশ পরিশ্রম হয়েছিল ভাই। সেই সাথে অনেকটা সময়ও লেগেছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার তৈরি করা বাড়িটি অসাধারণ হয়েছে ভাইয়া। এই বাড়িটি দেখে মন চাচ্ছে ব্যাগ পত্র গুছিয়ে চলে যাই থাকার জন্য। সিঁড়িগুলো খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। সব মিলিয়ে দারুন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল এবং প্রতিযোগিতার জন্য অভিনন্দন রইল।

আপু, অত্যাধুনিক দোতলা বাড়িটি এজন্যই তো তৈরি করেছি। মন চাইলে চলে আসতে পারেন। অথবা চাইলে বাড়িটি নিয়েও যেতে পারেন। তখন না হয় আরাম আয়েসে থাকা যাবে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার ক্রিয়েটিভিটি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম ভাই। কার্ডবোর্ড দিয়ে অত্যাধুনিক দোতলা বাড়ি তৈরি করেছেন। দেখে সত্যিই বেশ ভালো লাগলো। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে বাড়িটি তৈরি করেছেন ভাই। এই ধরনের কাজ করতে প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আশা করি বিজয়ী হতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল।

ঠিক বলেছেন ভাই, এই বাড়িটি তৈরি করতে আমার অনেক অনেক সময় ও পরিশ্রম হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

কার্ডবোর্ড দিয়ে প্রস্তুত করা আপনার অত্যাধুনিক দোতলা বাড়িটি এক কথায় অসাধারণ দেখাচ্ছে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।।
সত্যি ভাইয়া আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি অবাক হয়ে গেছি।।
আপনার জন্য অনেক অনেক অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

ভাই আমার তৈরি করা দোতলা বাড়িটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

কার্ডবোর্ড দিয়ে অত্যাধুনিক দোতলা বাড়ি খুবি সুন্দর হয়েছে ভাই।আপনার ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে। সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করলেন দেখে খুবি ভালো লেগেছে।

অনেক অনেক ধন্যবাদ ভাই, সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

যদি বলেন তো, আমার মেস ছেড়ে দিয়ে আপনার বাসাটা ভাড়া নিতে পারি😁।খুবই সুন্দর হয়েছে দেখতে ভাই।
গতবছর একটা বাড়ি আমিও বানিয়েছিলাম কার্ডবোর্ড দিয়ে।তাই এগুলো কতটা ঝামেলার কাজ আমি জানি।আপনার ধৈর্য্য প্রশংসনীয়। শুভ কামনা রইলো।

ভাই, আপনার মত ভাড়াটিয়া পেলে, জীবনটা ধন্য হয়ে যাবে। তাই যত দ্রুত পারুন, ব্যাগ পত্র নিয়ে আমার এই ঘরে ভাড়াটিয়া হিসেবে চলে আসুন। অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। এবারে প্রতিযোগিতায় ছিল কার্ডবোর্ড দিয়ে ডাইপ্রজেক্ট তৈরি। আপনি খুবই সুন্দর করে কার্ডবোর্ড দিয়ে দোতালা বাড়ি তৈরি করেছেন। খুব সুন্দর ভাবে মাপের মাধ্যমে আপনি এই বাড়িটি তৈরি করেছেন। তৈরি দোতালা বাড়িটি আমার খুব ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

ভাইয়া প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক শুভেচ্ছা জানাই।আপনি খুব সুন্দর দোতলা বাড়ি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর হয়েছে। অনেক ঝামেলার মধ্যে থেকেও আমরা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এটাই অনেক আনন্দের।আপনি খুব সময় নিয়ে কাজটি করলেন। সুন্দর পরিবেশনা ছিল। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

ঠিক বলেছেন আপু, এত কাজের মাঝেও যে কার্ডবোর্ড দিয়ে আমি বাড়িটি তৈরি করতে পেরেছি এজন্য নিজের কাছেও ভাল লাগে। খুব সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

প্রথমেই এই চমৎকার ডাই প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। ডাই প্রজেক্ট জাষ্ট অসাধারণ হয়েছে 👌
বাস্তব জীবনে এতো ব্যাস্ততার মাঝেও কাজটি উপহার দিয়েছেন দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। বেশ পরিশ্রম করতে হয়েছে ভাই, আর সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ ভালো কিছু হবে 👌

ভাই খুব সুন্দর মন্তব্য করেছেন সেই সাথে দোয়া করেছেন। আপনার দোয়ায় আমি যেন সফল হতে পারি এই কামনা করছি। খুব সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাহ বেশ চমৎকার একটি দোতলা বাড়ি বানিয়েছেন এবং এটি খুব চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আশা করছি ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় ভাই।

অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল প্রিয় ভাই ভালো থাকবেন।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর একটি দোতলা বাড়ি বানিয়েছেন। আপনি অনেক ব্যস্ততার মাঝেও অল্প অল্প করে খুব সুন্দর কয়েকটি বাড়ি বানিয়েছেন। সত্যি আপনার অনেক ধৈর্য আছে। এই প্রতিযোগিতায় আমরা অনেক সুন্দর সুন্দর কিছু পোস্ট দেখতে পাচ্ছি। অনেকগুলো ধাপ দিয়ে আপনি আমাদের মাঝে পোস্টটি উপস্থাপনা করেছেন।

আপু, আমি এই বাড়িটি তৈরি করতে প্রায় ধৈর্য হারিয়েই ফেলেছিলাম। মনে হচ্ছিল কতক্ষণে এই অত্যাধুনিক দোতলা বাড়িটি সম্পন্ন করতে পারব। যাক অবশেষে তৈরি করতে পেরেছি। আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটি দোতলা বাড়ি তৈরি করেছি ‌। দোতলা বাড়ির ডিজাইন দেখতে সুন্দর দেখাচ্ছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে শেয়ার করেছেন। খুব সুন্দর করে ধৈর্য সহকারে এই কাজটি সম্পন্ন করেছেন। এই বাড়িটি ছোট বাচ্চাদের দিলে তারা খুবই খুশি হবে। এত সুন্দর একটা ডাই প্রজেক্ট আমাদের শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপু, আমার তৈরি কার্ডবোর্ডের দোতলা বাড়িটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।খুব সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

প্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখি আমার খুবই ভালো লেগেছে। আর আপনি তো আজকে সুন্দর একটি হাউস তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এত সুন্দর একটি প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। আপনি অনেক সুন্দর ভাবে কাজ শুরু করেছেন এবং শেষ করেছেন।

খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

বাহ্ ভাই একদম সত্যি কারের দোতলা বাড়ীর মতো লাগেছে আপনার তৈরি করা কার্ড বোর্ডের দোতলা বাড়িটি। খুব সুন্দর হয়েছে আপনার প্রজেক্টটি।

কার্ডবোর্ড দিয়ে অত্যাধুনিক দুতলা বাড়িটি আপনার কাছে ভালো লেগেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।