নিজেকে ভালো রাখতে জানাটাই প্রকৃত সুখ।।

in hive-129948 •  last year  (edited)

আসসালামু আলাইকুম "আমার বাংলা" কমিউনিটির সকল বন্ধুদের। কেমন আছেন সবাই? এই কমিউনিটিতে আমার প্রথম পোস্ট আশাকরি সবার ভালো লাগবে।সবাই একটু সময় নিয়ে পড়ে নিবেন এবং আমার জন্য দোয়া করবেন।

নিজের প্রতি অসন্তুষ্টিতে ভোগা মানুষেরা কতটা নিষ্ঠুর সমাজের জন্য কতটা ক্ষতিকর তা বাহ্যিকভাবে কখনও প্রকাশিত হয় না। সৃষ্টিকর্তাই যেখানে পূর্ণভাবে সৃষ্টি করেছেন সেখানে অপূর্ণতা প্রকাশের তুমি কে? যে নিজেকে নিয়ে সন্তষ্ট নয়,নিজেকে ভালোবাসতে জানে না,সে কিভাবে অন্যের উপকারে আসতে পারে?অন্যকে ভালোবাসতে পারে?

1697087685736-01.jpeg
Picture Source:https://images.app.goo.gl/disATbB7uV74i1iCA
সুখী তো তারাই হতে পারে যারা নিজের অবস্থান এবং প্রাপ্তিতে সন্তষ্ট। মানষিক শান্তি চাও?সেটা তো তোমার কর্মেরই ফল,আফসোস হওয়া উচিৎ নিজের অসৎ কর্মের উপর,আত্নার না।যারা আত্নহত্যার মতো সস্তা আবেগে পৃথিবীর মায়া ত্যাগ করে তারাই প্রকৃত নিকৃষ্ট এবং অভিশপ্ত।তারাই ঘৃণিত যদিও সে বর্তমান সমাজের কাছে সম্মানিত হয়👏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইমেজ সোর্স ইউজ করুন।

ঠিক আছে এখন?