পূর্বদিকে পারস্য উপসাগর থেকে উত্তর-পশ্চিমে ইউরোপের ভিয়েনা এবং উত্তরে ককেশাস পর্বতশ্রেণি থেকে পশ্চিমে মিসর পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সীমান্ত সম্প্রসারিত হয়েছিল। একসময় এ সাম্রাজ্যের আয়তন ২০ লাখ ৮৮ হাজার চার শো বর্গমাইলে পৌঁছে।
এ সাম্রাজ্যের আওতায় ছিল দক্ষিণ-পূর্ব ইউরোপের অধিকাংশ, মধ্য ইউরোপের অংশবিশেষ, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়ার ককেশাস অঞ্চল, উত্তর আফ্রিকা ও আফ্রিকার শৃঙ্গ। যেসব দেশ অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেগুলো হলো তুরস্ক, সাইপ্রাস, মাল্টা, মিসর, গ্রীস, বুলগেরিয়া, রুমানিয়া,মেসিডোনিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, আলবেনিয়া, মোল্দাভিয়া, দক্ষিণ ইউক্রেন, জর্জিয়া, আর্মেনিয়া, হাঙ্গেরী, ইসরাইল, ফিলিস্তিন, জর্দান, লেবানন, সিরিয়া, সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চল, ইরাক, কুয়েত, ওমান, বাহরাইন, পূর্ব ইয়েমেন, উত্তর লিবিয়া, তিউনিসিয়া ও উত্তর আলজেরিয়া।
এসব দেশ অধিকারে আসায় পূর্ব ইউরোপ ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল একজন একক শাসকের অধীনে আসে। কৃষ্ণসাগরে অটোমানদের একচেটিয়া নিয়ন্ত্রণ কায়েম হলে রুশ জাহাজের প্রবেশ বন্ধ হয়ে যায়। এতে সাম্রাজ্যে শান্তি ও
স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়।
অটোমান সাম্রাজ্যের কোটি কোটি মানুষ অন্তত ২০টি ভাষায় কথা বলতো। সপ্তদশ শতাব্দীর শুরুতে অটোমান সাম্রাজ্যে ৩২টি প্রদেশ এবং
বহু আশ্রিত রাজ্য ছিল। পরবর্তীতে কয়েকটি আশ্রিত রাজ্যকে অটোমান সাম্রাজ্যে একীভূত হয় এবং অবশিষ্টগুলোকে স্বায়ত্তশাসন মঞ্জুর করা হয়।
আমি: মো: মাহফুজ উল ইসলাম
পেশা: চাকুরীজীবি
নেশা: লেখালেখি, ভ্রমণ।
Source সহ কপিরাইট ফ্রি ফটো অথবা নিজের ফটো ছাড়া এই কমিউনিটিতে কোন ধরনের ইমেইজ ফাইল শেয়ার করা নিষেধ। সংশোধন করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Done
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit