সিরাজগঞ্জ ভ্রমণ - বন্ধুদের সাথে

in hive-129948 •  last year 

IMG_20230727_235538.jpg

২১/০৯/২০২৩ আমি, বন্ধু ও ছোট ভাইদের সাথে ঘুরতে যাই সিরাজগঞ্জ জেলায়। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করলেও সময় ও সুযোগ এর অভাবে তেমন ভ্রমণ করা সম্ভব হয়না। তাই সুযোগ হলে তা হাত ছাড়া করিনা ভ্রমন করার।

বৃহস্পতিবার রাত ১১ টা ৩০ মিনিটের বাসে আমরা রওনা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। ঢাকা থেকে সিরাজগঞ্জ এর সরাসরি বাস রাত্রিবেলায় খুব কম থাকার কারণে আমরা একতা পরিবহনের ঢাকা টু বগুড়ার বাসে রওনা দেই। রাত সাড়ে তিনটার দিকে ঠিক আমরা সিরাজগঞ্জের ফুড ভিলেজ রেস্টুরেন্টে পৌছে যাই। রেস্টুরেন্টে নাস্তা করতে করতে ফজরের আজান দিয়ে দেই ঠিক সে সময় আমরা নামাজ আদায় করে নেই। তার পর সকাল ছয়টার দিকে থেকে সিরাজগঞ্জ যাওয়ার সিএনজি করে সিরাজগঞ্জ এর উদ্দেশ্যে রওনা দেই। ঠিক সকাল ৭টার দিকে আমরা সিরাজগঞ্জে পৌঁছে যাই। জন্স্ হাউজে উঠে সকালের নাস্তা করে, হালকা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যায় সিরাজগঞ্জের শহর ভ্রমণ এর জন্য।

IMG_20230728_062032.jpg

সিরাজগঞ্জের যেসকল যায়গা আমারা ঘুরেছি:

  • শেখ রাসেল পার্ক
  • চায়না বাধ
  • যমুনা নদীর পার।
  • রবীন্দ্র কাচারি বাড়ি।
  • মিল্কভিটা দুধের কারখানা।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভ্রমণ মানেই আনন্দ। নিজের বন্ধুদের সাথে কোন জায়গায় যাওয়ার আনন্দটাই অন্যরকম। আমরা ইস্কুল জীবনে অনেক জায়গায় ঘুরেছি। জীবনের ওই সময়টা অনেক আনন্দ পেয়েছি। আপনারা বন্ধুরা মিলে সিরাজগঞ্জের অনেক জায়গায় ঘুরেছেন। সব মিলিয়ে বেশ মজা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

জি ভাই 😇 ধন্যবাদ আপনার মূল্যবান কথার জন্য 😊