অলরেডি পেয়াজের দাম বাড়াইয়া দিয়েছেন ভদ্রবেশী ব্যবসায়ীগণ। এদিকে কোন কোন আমদানিকারকরা বয়কট ইন্ডিয়ার কবলে পড়ে পেয়াজ না আনার সিদ্ধান্ত নিয়েছে।
কাচামরিচ আছে বিপদে, দেশীয় উৎপাদন মৌসুমের শেষের দিকে হওয়ায় মরিচ অনেকটা নাই বললেই চলে। এরপর এই রেমেলের
প্রভাবে কাচামরিচ কোন লেভেলে গিয়ে আটকায়, আল্লাহ আল্লাহ করেন। মানুষতো রসুন, আদা খাওয়া বাদই দিছে এখন।
মাসখানেকের মধ্যে ঈদ উল আজহা, মসলার দাম কোথায় ঠেকাবে বীর বাংগালী??
সবজির এক খারাপ ক্রাইসিসে পড়বে বাংলাদেশ আগামি মাস তিনেক। শুধু খারাপ না, দেশের ইতিহাসে রেকর্ড করবে কোন কোন সবজির দাম।
আমাদের দেশের ব্যবসায়ীরা হচ্ছেন সুবিধাবাদী। সুযোগ পেলেই দ্রব্যমূল্যের বাড়িয়ে দেন ঊর্ধ্ব গতি। চলছে রেমালের প্রকোপ। ব্যবসায়ীরাও খুঁজছেন এরকমই একটি চান্স। কিছুদিন পরেই শুরু হয়ে যাবে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম। আশা করছি সবকিছু যেন সুষ্ঠু পরিবেশে অবস্থান করে এটাই স্রষ্টার কাছে কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit