দুবাই এক মিথ্যার শহর। 😞
দুবাই এর এমন ছবি
টিভিতে বা বিজ্ঞাপনে দেখতে সুন্দর দুবাইয়ের বাস্তব জীবন খুব কঠিন।
দুবাই মধ্যেপ্রাচ্যের এক শহর হওয়া সত্বেও আধুনিক এই শহরে আরব সংস্কৃতি চোখে পরে না বল্লেই চলে। দুবাইয়ের সমুদ্র সৈকত আর কিছু পর্যটন এরিয়াতে গেলে বিশ্বাস হয় না যে এটা আরব দেশ। দুবাইয়ে অতিরিক্ত তাপমাত্রায় আর দাবদাহে মে থেকে সেপ্টেম্বর গরমে অতিষ্ঠ থাকে মানুষের জীবন।
এই সময়ে দিনের বেলা রাস্তা ঘাটে বের হওয়া একাবারেই অসম্ভব বললে চলে। এই দুবাইয়ে নেই কোনো মানবিক বা বন্ধুত্বের ছিটে ফোঁটা। এই পুরো শহর টা একটা বাণিজ্যিক শহর ।
এখানে ধনীরা আসে অর্থ উড়াতে আর প্রবাসীরা আসে টাকা রুজি করতে। মাফিয়ারা আসে আশ্রয় নিতে আর বাটপার, চিটাররা আসে তাদের কাজ করতে। এখানে মনুষ্যত্ব ওয়ালা মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। এখানের সবাই তার নিজের স্বার্থের কথা আগে ভাবে।
বিশ্বের সব মাফিয়া আর জালিয়াত গুলোই পুলিশের হাত থেকে বাঁচার জন্য দুবাইয়ে আশ্রয় নেয়..এটাই দুবাইয়ের বাস্তবতা।
দুবাইয়ে অলি গলি যেনো বাংলাদেশের দালাল, বাটপার আর চিটার দের স্বর্গরাজ্য।
একেকটা সাধারণ শ্রমিক কতটা অসহায় দালালদের কাছে। দুবাইয়ের সাধারণ প্রবাসীর চেয়ে দালাল আর বাটপারদের সংখ্যাই যেনো বেশি।