লাইফ স্টাইল- শীতের কবোল হতে বাচাঁর জন্য নিউ মার্কেট থেকে জেকেট কেনার অনুভূতি

in hive-129948 •  3 days ago  (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার লাইফ স্টাইল পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

image.png

বন্ধুরা আজ আবার চলে এলাম লাইফ স্টাইল পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের জন্য শেয়ার করব আমার এ বছরে শীতের পোশাক কেনা নিয়ে। আসলে শীতের আগমনকে কেন্দ্র করে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে শীতের পোশাক কেনার প্রস্তুতি। আর বাজারে প্রতিবছর নতুন নতুন সব ডিজাইনের ছোট বড় সবার জন্য নতুন শীতকালীন পোশাক সামগ্রী বের হয়। এই শীত থেকে বাঁচার জন্য সবাই যে যার পছন্দের পোশাক কিনতে চলে যায় বিভিন্ন মার্কেটগুলোতে।

IMG_20241226_125919.jpg

IMG_20241226_134048.jpg

আমিও চলে গেলাম শীতের পোশাক কেনার জন্য মার্কেটে।হ্যাঁ বন্ধুরা প্রতি বছর নতুন নতুন শীতের পোশাক বের হয় অনেককে দেখি নতুন শীতের পোষাক থাকতেও আবার নতুন শীতের পোশাক কেনার জন্য প্রতি বছর মার্কেটে চলে যায়। আমিও এবার চলে গেলাম আমার শীতের পোশাক কিনতে মার্কেটে। আমার যদিও শীতের পোশাক ছিল। তারপরও আবার নতুন করে এবার আরেকটি কিনে নিয়ে আসলাম ।আসলে শুনতে পেলাম এবার জানুয়ারি মাসে নাকি ইতিহাসকে উপেক্ষা করে শীত আসছে। জানিনা কতটুকু শীতের তাপ পড়বে জানুয়ারিতে।

IMG_20241226_135129.jpg

আজ আমি শীতের পোশাক কেনার জন্য ঢাকা নিউমার্কেটে চলে গেলাম। সেখানে কম দামে অনেক ভালো ও নতুন নতুন সুন্দর ডিজাইনের শীতের পোশাক পাওয়া যায়। তাই আমিও চলে গেলাম ঢাকা নিউমার্কেটে। অবশ্য এর আগেও আমি ওখান থেকে শীতের পোশাক কিনেছি। আসলে শীতের পোশাক থাকতেও আমরা আবার চলে যাই নতুন করে নতুন বছরে শীতের পোশাক কেনার জন্য। কারণ প্রতিবছর শীতের পোশাক যে হারে মার্কেটগুলোতে উঠায় সেগুলো দেখে নতুন শীতের পোশাক কিনতে ইচ্ছে করে।

IMG_20241226_131941.jpg

শীতের পোশাক গুলোর মধ্যে বিভিন্ন ডিজাইনের সোয়েটার সাল জ্যাকেট ব্লেজার আরও নানা জিনিস ও ফ্যাশনেবল বিভিন্ন কালারের শীতের পোশাক গুলো মার্কেটে উঠে থাকে। আর এর মধ্যে একেকজনের পছন্দ একেক রকম। কেউ পছন্দ করে সোয়েটার পড়তে, কেউবা সাল, আবার কেউ পছন্দ করে বিভিন্ন ধরনের জ্যাকেট আর ব্লেজার। আমিও তার মধ্যে সব সময় পড়তে পছন্দ করি জিন্সের জ্যাকেটগুলো বা ব্লেজার। তাই আমি আমার পছন্দের জিন্সের জ্যাকেট এবারও একটি কিনে নিয়ে আসলাম। অবশ্য আগের ব্লেজার আর জ্যাকেট ছিল।আর ব্লেজার সব সময় পড়া যায় না। আর শীতও বেশি দিন থাকে না। গত বছর কিনা হয়নি আমার আগের জ্যাকেট আর ব্লেজার ছিল। তাই এ বছর ভাবলাম একটি নতুন জ্যাকেট কিনবো।

IMG_20241226_132312.jpg

আর চলে গেলাম ঢাকা নিউ মার্কেটে। সেখানে গিয়ে আমার পছন্দের জ্যাকেট খোঁজ করলাম। সেরকম পছন্দ হচ্ছিল না। হয়তো পোশাক পছন্দ হলে দামে পছন্দ হচ্ছিল না। আমরা মার্কেটে কোন কিছু কিনতে গেলে এমনই হয়। হয়তো জিনিস ভালো হয় কিন্তু দামে মিলে না। আবার নয়তো দামে হয় কিন্তু জিনিসটা সেরকম ভাবে পছন্দ হয় না। আর দোকান দাররাও শীতের পোশাক গুলোর অনেক দাম চেয়ে বসে থাকে।আর এই শীতের পোশাক থেকে তাদের একটি ভালো আয় হয়। আর আমিও কয়েকটি দোকান ঘুরতে ঘুরতে পছন্দ না হলেও একটি জিন্সের জ্যাকেট কিনে নিয়ে চলে আসলাম। অবশ্য পাশের মার্কেটে নাকি ভালো ভালো জ্যাকেট পাওয়া যায় শুনেছি। আর আমরা কয়েকটি কাজে গিয়েছিলাম ।আর রোজা ছিলাম তাই আর ঘুরতে ইচ্ছে করল না।

IMG_20241226_134116.jpg

IMG_20241226_133814.jpg

এর আগে নিউ মার্কেট থেকে কিনে ছিলাম মনে ছিলোনা। আর আমি যেইটা খোঁজ করছিলাম পাইনি। তাই কি আর করার এই জ্যাকেট নিয়ে চলে আসলাম। আর আপনাদের মাঝে পোস্টের মাধ্যমে শেয়ার করতে চলে আসলাম। এবার আপনারাই বলুন আমার জ্যাকেটটি কেমন হয়েছে?

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

আপনার মত আমিও শুনেছি আপু এবার জানুয়ারি মাসে নাকি অনেক শীত পড়বে। যদিও এই শীতে কেনাকাটা হয়ে গেছে তার পরে ইচ্ছা হচ্ছে আরো কিছু শীতের কেনাকাটা করার জন্য। সত্যি আমাদের পোশাক থাকা সত্ত্বেও আবার আমরা কিনতে চাই। আর মার্কেটে নতুন নতুন জিনিস আসলে আমার তো ভীষণ ইচ্ছে করে কখন কিনব। আপনার পছন্দের জেকেট না পাওয়ায় অন্য একটি কিনেছেন তবে এটাও বেশ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

হ্যাঁ আপু আমার বাসার সবাইও জ্যাকেটটি অনেক পছন্দ করেছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

নিউমার্কেটে অনেক রকমের অনেক ডিজাইন এর শীতের কাপড় বের হয়েছে,আমি সে দিন গিয়েছিলাম আমার বাচ্চা গুলোর জন্য কিনতে তবে দাম বেড়ে গিয়েছে গরম কাপড় চোপড়ের।

হ্যাঁ আপু ঠিক বলেছেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।