গ্রীস্মকালীন কিছু সবজির ফটোগ্রাফি-10% Beneficiary To @shy-fox & 5% @ abb-school

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম

সবাই ভালো আছেন নিশ্চয়? আমিও অনেক ভালো আছি।আমি @mahfuzanila। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন একজন সদস্য। আমি চাই আপনাদের সাথে কাজ করার জন্য। যদি আপনারা আমাকে সহায়তা করেন।

image.png

প্রতিদিন আমরা বিভিন্ন রকমের সবজি দিয়ে তরকারি রান্না করে থাকি। কিন্তু বর্তমানে দ্রব্য মূল্যের যে অবস্থা তাতে মনে হচ্ছে কিছুদিন পর আমাদের না খেয়ে থাকতে হবে। এই তো দুদিন আগে আপু সাথে গেলাম আপুর বাসার বাজার করতে। বাজারে যেয়ে তো আমার মাথায় হাত। কারন সবজি সহ বাজারের কোন কিছুতেই তো আর হাত দেওয়া যায় না। তাই হাতটা আমি মাথায় রেখে দিলাম। যাতে কোন কিছুতে হাত না পড়ে। কোন সবজির দামই যেন ৮০ টাকার নীচে নাই। বাজারের এই অবস্থা দেখে ভাবলাম কিছু সবজির ছবি আপনাদের সাথে শেয়ার করি।

image.png

এটা তো আপনারা সবাই চিনেন। এই গরমের একমাত্র অবল্বন। ভিটামিন সি থাকায় গরমের মধ্যে লেবু হচেছ শরীরের জন্য বেশ উপকারী। আর এর দাম তো মানুষের নাগালের বাহিরে।

image.png

এই গরমের আরও একটি প্রিয় সবজি। সবজি বলেন আর সালাদ বলেন সবকিছুতেই এর জুড়ি মেলা ভার।

image.png

এই সবজিটির কি চিচিংগা নাকি? আমার তো মনে হয় তাই। চিংডি মাছ দিয়ে এই সবজি খেতে কিন্তু বেশ লাগে।

image.png

এই সবজির নাম তো মনে হয় জিঙ্গা। এই সবজি দিয়ে নিরামিষ খেতে কিন্তু সে রকম লাগে।

image.png

ইলিশ মাছ বলেন আর চিংড়ি মাছ বলেন এই সবজি দিয়ে রান্না করে খেতে কিন্তু বেশ স্বাদের লাগে। আমার কিন্তু চাল কুমড়া বেশ প্রিয়।

image.png

গরমের মধ্যে শুধু মাত্র এই কাকরোর দিয়ে কিন্তু অনেক গুলো ভাত খাওয়া যায়। যদি সেটা স্বাদের হয়।

image.png

এটা হলো বেগুন। আর এই বেগুন দিয়ে যে কোন মাছ সহজেই রান্না করে খাওয়া যায়।

কেমন লাগলো আপনাদের কাছে? আপনাদের উৎসাহ পেলে সামনে এগিয়ে যেতে পারবো। দোয়া চাই আপনাদের।
ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসOPP-A16
ফটোগ্রাফার@mahfuzanila
ভৌগলিক অবস্থানখিলগাঁও বাংলাদেশ

ধন্যবাদ সকলকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিকই বলেছেন আপু এখন সবজির দাম শুনে আসলেই মাথায় হাত এসে যায়। আর বেগুনও নাকি এখন ৮০ টাকা কেজি। আর আপনি দুটো সবজির নাম উল্টাপাল্টা লিখেছেন যেটার নাম ঝিঙ্গা বলেছেন সেটার নাম চিচিঙ্গা আর যেটার নাম চিচিঙ্গা বলেছেন সেটার নাম ঝিঙ্গা হবে। এই নাম গুলো আমারও উল্টাপাল্টা হয়ে যায় এজন্য আপনারটা দেখে মনে পড়ল।

image.png

বিভিন্ন সময় বিভিন্ন সবজি দেখতে পাওয়া যায় ।যেগুলো উপভোগ করতে সময়ের সাথে সাথে সাধের ভিন্নতা পরিলক্ষিত হয় । আপনার গ্রীষ্মকালীন সবজির ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল।

আপনি একদম ঠিক কথা বলেছেন গরমের দিনে সকলেই প্রায় সালাদ খেতে পছন্দ করে থাকে। আপনার শেয়ার করা এই সবজিগুলোর মধ্য থেকে আমার কাছে সব থেকে বেশি কাঁকরোল খেতে ভালো লাগে।

ওয়াও আপু আপনি দেখছি আজ আমাদের মাঝে গ্রীস্মকালীন কিছু সবজির ফটোগ্রাফি শেয়ার করেছেন এই সবজিগুলো আমি কমবেশি খেয়ে থাকি কিন্তু আজও কাঁকরোল খাওয়া হয়নি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

আসলেই বর্তমান সময়ে দ্রব্যমূল্যের এত বেশি দাম যে এই সময়ে বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়েছে অনেকের ক্ষেত্রে। বাজারে গেলে মনে হয় যেন সবজি বাজারে আগুন লেগে গিয়েছে এরকম অবস্থা। সবজির দাম শুনলে আকাশ থেকে পড়তে হয়। তবুও এভাবেই বেঁচে থাকতে হবে কিছু তো আর করার নেই। ব্যক্তিগতভাবে আমার মনে হয় শহর অঞ্চলের মানুষগুলো অনেক বেশি দুঃখে কষ্টে দিন অতিবাহিত করছে গ্রামের মানুষদের থেকে।

গ্ৰীষ্মকালীন খুব সুন্দর সবজির ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছেও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।