ভিডিওগ্রাফি- যশোরের চাঁপাতলা স্কুলে ভ্রমনের ভিডিওগ্রাফি

in hive-129948 •  3 days ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সকল সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুল্লিাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা অনেক ভালো কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি ভিডিওগ্রাফি নিয়ে হাজির হলাম।আজ আমি একটি চমৎকার ভিডিওগ্রাফি নিয়ে আপনাদের সবার মাঝে চলে এলাম। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার করা ভিডিওগ্রাফিটি দেখে আসি কেমন হয়েছে।

1000030891.png

Banner credit --@mahfuzanila
Canva দিয়ে তৈরি

আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন আমি কিছুদিন আগে নানুর বাড়ি যশোর বেড়াতে গিয়েছিলাম যদিও যশোর আমাদের খুবই কম যাওয়া হয় কারণ নানা নানি বেঁচে নেই তাই তাই আমাদের এত চাওয়া হয় না গেলেও দু-তিন বছর পর পর যাওয়া হয়। আর আমরা গেলে খালাদের বাসায় বেশি উঠি। এবার যখন বড় খালাদের বাসা থেকে ছোট খালাদের বাসায় গেলাম তখন আমার খালাতো ভাইয়ের ছেলে যশোর ঝিকরগাছার বামন আলী চাপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস ওয়ান এ পড়ে ও আমাদের ছেড়ে কিছুতেই স্কুলে যাবে না কারণ ও ভেবেছে ও যদি স্কুলে চলে যায় তাহলে আমরা হয়তো ওদের বাসা থেকে চলে আসব তাই ও আমাদের রেখে কিছুতেই স্কুলে যাবে না তাই আমরা ভাবলাম আমরা ওর সাথে স্কুলে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো আর সেই ভাবনা থেকে ওকে সাথে করে স্কুলে নিয়ে গেলাম।

1000030284.jpg

1000030287.jpg

ওর স্কুলে গিয়ে আমি পুরোটাই অবাক হয়ে গেছি ওর স্কুলের হেড মাস্টার অধ্যক্ষ মাহবুব স্যার স্কুলটির দায়িত্ব অনেক সুন্দর করে পালন করে পুরো স্কুলটা শুধু স্টুডেন্ট নয়। সে নিজেও স্টুডেন্টদের সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে। প্রধান শিক্ষকে আমি প্রথম দেখলাম যে নিজের স্কুলকে নিজে দায়িত্বের সাথে নিজ হাতে ঝাড়ু তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন নয় তার ব্যবহারও অমায়িক যা পর পর এক এক করে আপনাদের সাথে আমি শেয়ার করব আজ শুধু স্কুলটি ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা রাখি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে

যশোরের চাপাতলা স্কুলে ভ্রমনের
আমার করা ভিডিওগ্রাফির লিংক

পোস্টের বিবরন
পোস্টের ধরনভিডিওগ্রাফি পোস্ট
ডিভাইসVIVO
মডেলVIVO-Y22S
ভিডিওগ্রাফার@mahfuzanila
স্থানযশোর।

পরিশেষে আশা করবো আমার সোনারগাঁও পিরামিড থেকে ধারন করা ভিডিওগ্রাফি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের মন্তব্য পেলে খুশি হবো।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার।আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে,ছবি আঁকতে,বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে,ফটোগ্রাফি করতে,ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

image.png