প্রিয় কমিউনিটির ইনকামের টাকায় প্রিয়জনদের ঈদ উপহার

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি এই ঈদের আমেজ গুলো সবাই ভালো মতো উদযাপন করছেন। সবার ঈদের আনন্দ মূহূর্তগুলো ভালো কাটুক আমি আমার অন্তর থেকে এই দোয়াই করি। আমি যদিও ঈদ তেমন ভালো মত উপভোগ করতে পারিনি, তবুও আপনাদের সবার দোয়ায় ভালোই আছি আলহামদুল্লিল্লাহ্ । আজ আবার আপনাদের সবার মাঝে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আমরা এই প্লাটফর্মে সবাই মিলে একটি পরিবার হয়ে মিলেমিশে কাজ করছি। সবাই সবার আনন্দ সুখ-দুঃখ এবং প্রতিভাগুলো এখানে প্রতিনিয়ত শেয়ার করছি। আর তার পাশাপাশি আমরা এখান থেকে ইনকামও করছি। আসলে অনলাইন থেকে ইনকাম। আর সেই ইনকামের টাকাটা নিজের হাতে পাওয়ার সেই মূহূর্তটার একটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম।

image.png

প্রিয় কমিউনিটির ইনকামের টাকায়
প্রিয়জনদের ঈদ উপহার

image.png

এখানে কাজ করবো সবাই সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে নিব এটাই স্বাভাবিক। এখানে কাজ করে আপনাদের সহযোগিতা পাবো এবং সেই সহযোগিতার ফলে যে ইনকাম করবো সেটাই স্বাভাবিক। কিন্তু কথা হলো এখান থেকে যেই ইনকাম করবো আর তার আনন্দের সময়টুকু আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয়? আমি মাহ্ফুজা নীলা আমার ইউজার আইডি নাম @mahfuzanila । আমি এখানে আপনাদের মাঝে কাজ করতে এসেছি দীর্ঘ প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে। আর আমি যে এখানে কাজ করতে আসছি বা করছি তার পুরো কৃতিত্ব হলো আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয় ও ভালোবাসার @rme দাদার। এই দাদা না থাকলে আমরা কখনও কেউ আমার বাংলা ব্লগ এর সন্ধান পেতাম না। আর এর জন্য আমি সবার আগে কৃতজ্ঞতা জানাবো আমার শ্রদ্ধেয় দাদাকে। দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে।

image.png

এবার আমার প্রিয় পরিবারের সকল মডারেটর,এডমিন মেম্মবার সদস্য আপনাদের সবাইকেও জানাই আমর অন্তর থেকে উজার করা সবটুকু দোয়া ভালোবাসা ও ধন্যবাদ। আজ আপনারা সবাই আমাকে সহযোগিতা না করলে আমি @mahfuzanila এখানে আসতে পারতাম না। দাদা থেকে শুরু করে আপনারা সবাই আমার পাশে ছিলেন ও আমাকে সহযোগিতা করেছেন। আজ আপনাদের এত ভালোবাসার জনই আমি এই জায়গা হতে প্রথম ইনকামের টাকা তুলে নিজ হাতে খরচ করেছি । আসলে সব সময় দেখতাম বা শুনতাম যে সবাই অনলাইন থেকে ইনকাম করে। আজ যখন আমি আমার ইনকামের টাকা হাতে পেলাম তখন ঐ মূহূর্তের কথাটুকু শুধু আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিন্তু অনূভুতিটুকু আপনাদের বোঝাতে পারবো না।আসলে আমি সবসময় একটি কথা বলি যে সবকিছুর আনন্দের কথা কারও সাথে শেয়ার করা যায় কিন্তু অনুভূতিটাকু বুঝানো যায় না। আমি এই ঈদে আমার একাউন্ট থেকে কিছু টাকা তুলেছি। আর সেই টাকাটা হাতে পেয়ে আমিতো আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমার প্রথম অনলাইন থেকে ইনকাম কি করবো বা কি বলবো দিশা পাচ্ছিলামনা। যদিও অসুস্থ্য ছিলাম। তারপরও মনে একটা অন্যরকম ভালোলাগা আর তৃপ্তি অনুভব করেছি। তখনি আপনাদের সবার কথা আমার অনেক মনে পরেছে আপনাদের এত এত সহযোগিতা আর উৎসাহে আজ আমি এই টাকাটা হাতে পেয়েছি।

image.png

এবার আমার প্রথম ইনকামের টাকাটা দিয়ে কি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি চলুন। আমার আপু আর ছোট ভাই আমাদের মৃত মা, বাবা আর ভাইয়ের নিয়ত করে ছোট একটি প্রোগ্রাম করেছে। তাই তাদের সাথে শরীক হয়েছি। আর জীবনের প্রথম অনলাইন ইনকামের কিছু অর্থ তাদের হাতে তুলে দিয়েছি এমন একটি প্রোগ্রামে অংশ গ্রহন করার জন্য। তারপর আরও কিছু টাকা দিয়ে ছোট ভাই আর দুলাভাইকে পছন্দ মত দুটো শার্ট কিনে দিলাম। এরপর হাতে আরও কিছু টাকা রয়ে গেল। ভাবলাম এই টাকাগুলো দিয়ে @maksudakawsar আপু কে একটি ঘড়ি গিফট করি। তাই আর চিন্তা না করে আপুর জন্য একটি ঘড়ি কিনে দিলাম। তাদেরকে ঈদে উপহার দিতে পেরে আমার যে কি আনন্দ হয়েছে বুঝাতে পারবো না। বিশ্বাস করেন তখন আপনাদের সবার কথা মনে পরেছে। এরপর ইচ্ছাছিল বাসার সবাইকে কিছু না কিছু প্রথম ইনকামের টাকা দিয়ে কিনে দিব। স্বাদ ছিল কিন্তু সাধ্যটা বাহিরে চলে গিয়েছিল। তারপর ভাবলাম যে যাক আশা রাখি আবার কুরবানি ঈদে কিছু তুলে সবাইকে কিছু কিনে দিব। আর আমার মনের বাকি ইচ্ছাটুকু পূরন করবো।

পরিশেষে আর কি লিখবো এই অনুভূতি লিখে শেষ করা যাবে না। জানিনা আমার অনলাইন থেকে প্রথম ইনকামের টাকার অনুভূতি আর সবাইকে উপহার দেয়ার অনুভূতিটুকু কতটুকু আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। তবে আমি শান্তি পেয়েছে যে আমার এখান থেকে প্রথম ইনকামের টাকাটা দিয়ে আমার বাবা মা ও বড় ভাইয়ের জন্য কিছু করতে পেরেছি। আপনারাও সবাই আমার মা বাবা ও ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে ঘুরতে যেতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এখানে আসার পর থেকে সবাই ভালোভাবে কাজ করতেছে আর টাকা আয় করার চেষ্টা করতেছে। আপনি নিজের টাকাগুলো দিয়ে আপনজনদেরকে কেনাকাটা করে দিয়েছেন শুনে অনেক বেশি ভালো লাগলো। নিজের টাকা দিয়ে প্রিয় মানুষদেরকে কিছু একটা কিনে দিতে পারলে তখন অনেক বেশি ভালো লাগে। কাউকে যদি গিফট দেওয়া হয় তাহলে সে অনেক খুশি হয়। আর গিফট দিতে পারলেও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। মাকসুদা কাউসার আপুকে সুন্দর একটা ঘড়ি দিয়েছেন শুনে ভালো লাগলো।

জি ভাইয়া আপুই তো আমাকে এখানে জয়েন হতে সহায়তা করেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

অনলাইন থেকে ইনকাম করার অনুভূতি বেশ দারুণ। এক প্রকার নিজেকে স্বাবলম্বী মনে হয় আর বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে যথেষ্ট স্বাধীনতা বয়ে আনে। যাই হোক অনলাইনের এই টাকা দিয়ে আজকে আপনি কেনাকাটা করেছেন এবং উপহার দিয়েছেন সব মিলে বেশি ভালো লাগলো জেনে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপনার অনুভূতি গুলো পড়ে আমার অনুভূতির কথা মনে পরে গেলো। আসলে এই অনুভূতি প্রকাশ করা যায় না।যতোটা বলে লিখা যায়।ততোটা বুঝানো সম্ভব নয় সত্যি ই। আপনি আপনার প্রথম ইনকামের টাকা খুব সুন্দর কাজেই খরচ করলেন।আমার খুবই ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপু।এভাবেই এগিয়ে যাবেন এমনটাই আশাকরি। অনেক অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ আপু আপনার সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্যের জন্য।

আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আপু নিজের হাতে ইনকাম করার টাকার তুলনা হয় না। আপনি নিজের টাকা তুলে প্রিয়জনের উপহার দিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান। দোয়াকরি সামনে আরো বেশি গিফট দিতে পারবেন।

ধন্যবাদ আপু এমন সুন্দর করে মন্তব্য করার জন্য।

বড়রাই কিন্তু ছোটদের কে উপহার দেয়। কিন্তু আপনার এমন সুন্দর উদারতা দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে আপনার দেওয়া ঘড়িটি। আরও ভালো লেগেছে বাবা মা আর ভাইয়ের জন্য আমাদের উদ্যোগে সামিল হওয়ার জন্য। ধন্যবাদ প্রাণপ্রিয় আপু।

ধন্যবাদ আপু আপনাকেও এমন করে আমার পাশে থাকার জন্য।

আপু, প্রিয় কমিউনিটির ইনকামের টাকায় কিছু কিনতে পারাটা সত্যি অন্যরকম এক আনন্দ কাজ করে। কেননা আমিও আমার প্রিয় কমিউনিটির টাকা দিয়ে আমার হাতের প্রিয় মোবাইল ফোনটি কিনেছি। তাই সে সম্পর্কে আমার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে। তাই আপনার আনন্দের অনুভূতিটুকু আমি উপলব্ধি করতে পারছি। আর হ্যাঁ আপু শুধু মাকসুদা কাওসার আপুকে গিফট করলে হবে, আমাদেরকেও তো গিফট করতে হবে হাহাহা। যাইহোক আপু, আপনার ইনকামের টাকায় প্রিয়জনদের ঈদ উপহার দেয়ার সুন্দর অনুভূতি টুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

দোয়া করবেন ভাইয়া আামি যেন আপনাদের সকলের জন্য উপহার দিতে পারি। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

প্রিয় কমিউনিটির ইনকামের টাকায় প্রিয়জনদের ঈদ উপহার দিয়েছেন জেনে বেশ ভালই লেগেছে। নিজের টাকায় কাউকে কিছু দিতে পারলে এর থেকে ভালোলাগা আর হতে পারে না। কাউকে কোন উপহার দিলে তো আমার কাছে বেশ ভালই লাগে। আপনার প্রিয়জনদের উপহার দেওয়ার অনুভূতি পড়ে আমার কাছেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

আমাদের প্রিয় কমিউনিটির ইনকামের টাকা দিয়ে সবাইকে কেনাকাটা করে দিলেন। তবে শুনে ভালো লাগলো ভাই এবং দুলাভাইকে শাট গিফট করেছেন। এবং আপনার আপুকে শাড়ি গিফট করলেন। আসলে নিজের ইনকামের টাকা দিয়ে কাউকে কিছু নিয়ে দিতে পারলে নিজের কাছেও ভালো লাগে। সত্যি আপনার পোস্টটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া আপনার সুন্দর মন্তব্য পড়েও আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

প্রিয় কমিউনিটির টাকা দিয়ে ঈদে গিফট করেছেন শুনে খুব ভালো লাগলো। এইবার ঈদে আমি নিজেও আমাদের প্রিয় কমিউনিটির টাকা দিয়ে প্রিয় লোকগুলোকে কেনাকাটা করে দিলাম। আসলে কাউকে গিফট করলে নিজের কাছে ভালো লাগে। মাকসুদা কাওসার আপু নিশ্চয়ই গিফট পেয়ে অনেক খুশি হয়েছে। এবং অন্যান্য আপন লোক গুলোকেও গিফট করলেন নিশ্চয়ই তারাও খুশি হয়েছে। সত্যি আপনার পোস্টটি পড়ে আমার কাছে খুব ভালো লাগলো।

জানি না তো আপু। দেখা যাক খুশি হলে তো আপনাদের সাথেই শেয়ার করবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

এই প্লাটফর্মে আসার পর থেকে অনেকেই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ করছে। আর এখানের টাকা দিয়ে অনেকে নিজেদের স্বপ্ন পূরণ করছে আর অনেক কিছুই করতেছে। আপনি আপনার প্রিয় মানুষদের জন্য কিছু কেনাকাটা করার চেষ্টা করেছেন দেখে খুব ভালো লেগেছে। মাকসুদা কাউছার আপুদের জন্য ও কেনাকাটা করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। ওনাদের জন্য কেনাকাটা গুলো নিশ্চয়ই ওনাদের খুব পছন্দ হয়েছে।

ভাইয়া তো বলল খুব পছন্দ করেছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।