দারাজ থেকে কিছু কেনাকাটা

in hive-129948 •  9 days ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার লাইফ স্টাইল পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

হ্যাঁ বন্ধুরা আজ আবার চলে এলাম আমার একটি লাইফস্টাইল পোস্ট নিয়ে। বেশ কিছু দিন হল দারাজ থেকে আবার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম। তাই ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিন্তু মনে ছিল না। হঠাৎ মোবাইলে দেখছিলাম কিছু পাওয়া যায় কিনা পোস্ট দেয়ার জন্য। তখন চোখে পড়ল দারাজ থেকে দু তিন মাস আগে কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছিলাম। তার কিছু ছবি তুলে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তাই ছবিগুলো দেখে সাথে সাথে পোস্ট করার জন্য পোস্ট রেডি করতে বসলাম। তাহলে চলুন আজ আমি দারাজ থেকে কি কি প্রয়োজনীয় জিনিস কিনেছি এক নজরে দেখে আসি।

আমি দারাজ অ্যাপে মাঝে মাঝে বসি। এখানে অনেক রকমের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। এগুলো দেখি আর যেটা ভালো লাগে সেটা অর্ডার করি। অন্ততপক্ষে না কিনলেও দেখে রাখি সেখানে কি কি পাওয়া যায়। আর কোন্টার প্রাইজ কত একটু মাঝে মাঝে আইডিয়া নেই। অবশ্য এখানে তো যা কিনতে চাইবেন সবই পাবেন। ১০০ টাকা থেকে শুরু করে বেশি দামেও অনেক কিছু পাওয়া যায় এখানে। আপনারা চাইলে এখানে১০০ টাকার জিনিস অর্ডার করতে পারবেন। আর এখানে অনেক সুবিধা দেখা যায় মার্কেটে অনেক সময় অনেক কিছু চোখে পড়ে না। বা মনের মত অনেক কিছু কিনতেও পারি না। কিন্তু এখানে আপনি যা চাইবেন আপনার পছন্দ বা প্রয়োজনীয় জিনিসগুলো সার্চ করে এখানে পেয়ে যাবেন।

IMG_20240911_143024.jpg

IMG_20240911_143024.jpg

তাই এখানে আমার প্রয়োজনীয় কিছু সার্চ করলাম। আর একটার সাথে প্রয়োজনীয় অনেক কিছু এসে পড়েছে। সেগুলো দেখতেই চোখে পড়ল মোমবাতি ক্যান্ডেল। এই মোম ক্যান্ডেলগুলো আমার কাছে অনেক ভালো লাগে ।কতদিন ধরে ভাবছিলাম কিনব কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তাই দাঁরাজে দেখা মাত্রই অর্ডার দিয়ে দিলাম মোম ক্যান্ডেল। এখানে একটার দাম ছিল কোথাও ৭২ বা কোথাও ৬২ আবার কোথাও আরো বেশি দামেও ছিল। আবার কোথাও দেখলাম ৬ পিস নিলে অফারে পাওয়া যাবে আরো কম দামে। অবশ্য একটা এখানে নেওয়া যায় না নিলে ৬টি নিতে হবে একসাথে। তাই কি আর করার আর পছন্দের এ জিনিসটা দারাজ ছাড়া আর কোথাও আমি দেখিনি। অনেক খুঁজেছি কোথাও পাইনি। অবশ্য এখানে এক কালারও ছয়টা ছিল কিন্তু আমি মাল্টি কালার ৬টি অর্ডার দিয়েছিলাম। আর মাল্টি কালার গুলো দেখতে আমার কাছে বেশি ভালো লাগছিল।

IMG_20240911_143544.jpg

আর অনেক সময় বিভিন্ন কালারগুলো অনেক কাজে ব্যবহার করা যাবে। তাই ভেবে ৬টা মোম ক্যান্ডেল অর্ডার করে দিয়েছি। দাম কত নিয়েছিল মনে পড়ছে না তবে মনে হয় ২৯০ টাকা নিয়েছিল ৬টি। আর সাথে আরো কিছু অর্ডার করেছিলাম। এরপর চোখে পড়লো একলিক রং। ভাবছিলাম অনেকদিন ধরে রং দিয়ে খেলা করা হয় না। খেলা বলবো না কি বলবো বলেন? যদিও এই কাজগুলো আমি তেমন একটা পারি না। আর সময় নিয়ে করাও হয় না। তারপর কেন যেন এ জিনিসগুলোর প্রতি আমার অনেক আকর্ষণ। তাই দেখলেই কিনতে ইচ্ছে করে। রং তুলি দিয়ে বাচ্চাদের মত আঁকা আঁকি করতে আমার ভালো লাগে। অনেকদিন ধরে ভাবছিলাম এই কালার গুলো কিনব। অবশ্য বড় বক্স কিনার অনেক ইচ্ছে ছিল। কিন্তু বললে তো আর বড় বক্সগুলো কিনা যায় না। বড় গুলো অনেক দাম বেশি।

তাই ছোট একটি কালার বক্স অর্ডার দিয়ে দিলাম। কিন্তু সমস্যা হয়েছে আমি দিয়েছি একটা অর্ডার। কিন্তু পার্সেল আসছে দুইটা। হয়তো আমার অর্ডার দিতে ভুল হয়েছিল। আমি হয়তো এক বক্স দুইবার অর্ডার দিয়ে ফেলেছিলাম। তাই আর কি করবো যখন পার্সেলটা আসলো তখন আর লজ্জায় ফিরিয়ে দিইনি রেখে দিয়েছি। অবশ্য ডেলিভারি ম্যানটা আমার পরিচয় হয়ে গিয়েছিল ফিরিয়ে দিলে দিতে পারতাম। কিন্তু ভাবলাম ছোট ছোট কালার নিমিষে শেষ হয়ে যাবে রেখে দেই কাজে লাগবে।

IMG_20240911_143755.jpg

IMG_20240911_143703.jpg

এই ছিল আমার আজকের দারাজ থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটার পোস্ট। আশা করছি আমার শেয়ার করা এই লাইফস্টাইল পোস্টটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। আবারো অন্য কোন দিন অন্য কোন সময় আবার কোন বিষয় নিয়ে লাইফ স্টাইল ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

image.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারাজ এর কিছু কিছু জিনিস আসলেই খুব সুন্দর লাগে। আর সেগুলো দারাজ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। আপনি খুব সুন্দর কিছু ক্যান্ডেল কিনেছেন। মাল্টি কালারের ক্যান্ডেলগুলো দারুন লাগছে দেখতে। আপনার কেনাকাটা গুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

ধন্য বাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

দারাজ থেকে আমি কখনো সেভাবে কিছু কিনে নি তবে আপনার অর্ডার গুলো দেখছি সব ঠিকঠাক এবং সুন্দর দিয়েছে। মাল্টি কালারের ছয়টি ক্যান্ডি দেখতে ভীষণ ভালো লাগছে। আর অনেক সুন্দর ভাবে কালার বক্স গুলোর মধ্যকার কালার গুলো বেশ সুন্দর। আপনি একটি অর্ডার দিতে গিয়ে হয়তো বা দুইটি দিয়ে দিয়েছেন তবে বেশ ভালোই করেছেন অর্ডার গুলো রেখে। কেননা এই রংগুলো কয়েকটা আর্ট করে শেষ হয়ে যাবে আবার আপনার দরকার হতে পারে রং। বেশ ভালো লাগলো আপু আপনার কেনাকাটা দেখে।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

কিন্তু পার্সেল আসছে দুইটা। হয়তো আমার অর্ডার দিতে ভুল হয়েছিল। আমি হয়তো এক বক্স দুইবার অর্ডার দিয়ে ফেলেছিলাম।

অনলাইন থেকে যেকোনো কিছু অর্ডার দেওয়ার আগে ভালোভাবে চেক করে নিবেন। তাহলে আর কোনো ঝামেলা হবে না। যাইহোক ডাবল যেহেতু এসেছে, ইউজ করে ফেলতে পারবেন। দারাজ থেকে আমিও অনেক কিছু কিনে থাকি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপু আমি দারাজে প্রায় সময় অর্ডার দিয়ে থাকি।নিজের পছন্দের জিনিসগুলো মার্কেটে গিয়ে না আনতে পারলেও অনলাইন থেকে নিয়ে থাকি।আপনি তো চমৎকার ছয়টি মোম অর্ডার করে নিলেন।দারুন লাগছে দেখতে।আর এটা ঠিক বলেছেন আঁকাআঁকির জন্য রঙ খুব জরুরী।ভুলে অর্ডার প্লেস করলেও দুটো রেখে দিয়ে ভালো ই করেছেন। একটা শেষ হলে অন্যটি ইউজ করবেন আর কি।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

হাহা এমনই করেন। বারবার অনলাইন থেকে অর্ডার করবেন। আর সব নিজের ব্যবহার করবেন। আশা করি এমন করে অনলাইন থেকে কেনা জিনিসগুলো দিয়ে আগামীতে আমাদেরকে সুন্দর সুন্দর পোস্ট উপহার দিবেন। ধন্যবাদ আপু আপনাকে

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

অর্ডার করার সময় প্লাস অপশন যদি ডবল হয়ে যায় তাহলে দুইটা হয়ে যাবে। এমনটা আমার এক ভাইয়ের একবার হয়েছিল। আর সে থেকে আমি জানতে পেরেছি অর্ডার করতে হলে অনেক ধারণা থাকা লাগে।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।