একটা চাঁদ ছাড়া রাত আধার কালো

in hive-129948 •  last month 

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আমার খুবই পছন্দের ও প্রিয় একটি গান রিভিউ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। এই গানটা আমার নয় সকলের মনে জায়গা করে নিয়েছে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার গান রিভিউ পোস্টটি দেখে আসি ।

আমি অনেক গান শুনতে পছন্দ করি। তবে আমাদের দেশের রবীন্দ্র সংগীত পল্লীগীতি লালনগীতি ভাটিয়ালি মুর্শিদি ইসলামিক গজল এই গানগুলো আমার ভালো লাগে। আরো ভালো লাগে বিভিন্ন ব্রান্ডের গান গুলো। আর বিশেষ করে যে গানগুলো আমার মনে ধরবে সেই গানগুলো আমি সবসময় শুনে থাকি। কিন্তু নতুন করে আমার কাছে কোন ব্রান্ডের গান তেমন ভালো লাগছে না। আর সেরকম ব্যান্ড এর গান এখন আর মানুষের হৃদয় স্পর্শ করতে পারেনা। সে পুরনো আগের ব্যান্ডের গানগুলো যেমন মধুর ছিল, তেমনি ছিল হৃদয় ছোয়া।

হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আমি আজকে আমার নতুন পোস্টের মাধ্যমে আপনাদের সবার মাঝে সবার প্রিয় একটি গান রিভিউ পোস্ট নিয়ে হাজির হলাম। গান ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না্। ছোট থেকে বড় সবাই আমরা গান শুনতে পছন্দ করি। এমনকি দেশে-বিদেশি সবাই গান শুনতে অনেক পছন্দ করি। আর গান শুনতে কিন্তু আমরা পছন্দ করি সবাই এক এক জন এক একজনের পছন্দের শিল্পীর গান শুনতে। আমি কিন্তু কুমার বিশ্বজিৎ এর গানের একজন বড় ফ্যান। কুমার বিশ্বজিতের কন্ঠ যেমন আমায় মুগ্ধ করে। তেমনি ভালো লাগে কুমার বিশ্বজিৎ এর গানগুলো। আজ আমি কুমার বিশ্বজিৎ এর চমৎকার একটি গান নিয়ে আপনাদের মাঝে রিভিউ করতে চলে এলাম। আর কুমার বিশ্বজিতের মাকে নিয়ে এই গানটি আমি জানি শুধু আমার নয়। বাংলাদেশের সব মানুষের কাছে প্রিয়।

Screenshot_01.png

প্রাপ্তি: YouTube

গানটির কিছু তথ্য

নাম"একটা চাঁদ ছাড়া রাত আধার কালো.....
গানটির কথা:- কবির বকুল
সুর ও শিল্পী:-কুমার বিশ্বজিৎ ।
অ্যালবামস্বপ্নে র আনাগোনা
দৈর্ঘ্য০৪ মিনিট ২৫ সেকেন্ড

গানটি গেয়েছেন

★কুমার বিশ্বজিৎ

গানটি নিয়ে আমার যত কথা

Screenshot_03.png

এই গানটি আমার কাছে কুমার বিশ্বজিতের সবগুলো গানের মধ্যে এটি ও একটি বেস্ট গান। এই গানটি সবসময় শুনতে খুব ইচ্ছে করে অন্যদিকে গানটি শুনলে আবার মনে অনেক কষ্ট পাই। মাকে নিয়ে এই গানটি কুমার বিশ্বজিতের সবার মন কেড়ে নিয়েছে। আসলে মায়ের স্নেহ মমতা আর ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না। সকল বয়সের ছেলে মেয়েদের জন্য মায়ের আদর ভালোবাসা ও মমতা খুবই দরকার। আসলে যার মা নেই সেই একমাত্র মায়ের আদর ভালোবাসা আর মমতা থেকে বঞ্চিত।

Screenshot_05.png

প্রাপ্তি: YouTube

Screenshot_04.png

প্রাপ্তি: YouTube

ব্যক্তিগত মতামত

মা হলো এই পৃথিবীর সবথেকে দামী। যার সঙ্গে কোনও কিছুর তুলনা করা যায় না। মা শুধু মা মায়ের কোন আকার বা আকৃতি নেই। যার মা নেই সেই একমাত্র বোঝে মা হারানোর যন্ত্রণা। মা হলেন এমন একজন, যিনি অন্য সবার স্থান নিতে পারেন। কিন্তু মায়ের স্থান অন্য কেউ পূরণ করতে পারে না। একজন বাবা তার সন্তানের জন্য অনেককিছু করে, কিন্তু একজন মা তার সন্তানের জন্য একমাত্র শ্রেষ্ঠ আর সন্ত্রানের প্রতি মায়ের ভালোবাসা সর্বদাই শ্রেষ্ঠ একজন মায়ের আচলের নিচে প্রতিটি ছেলেমেয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে। মা আমাদের প্রত্যেকের জীবনের প্রথম বন্ধু,ও চিরকালের বন্ধু। আর মাকে নিয়ে এই গানটির কথা ও সুর খুবি সুন্দর করে তুলে ধরেছেন।

ব্যক্তিগত রেটিং

১০/১০

Screenshot_02.png

গানটির ভিডিও লিংক

শেষ কথা

আসলে মা আমাদের সবার ভালোবাসার। মা আমাদের মুখের হাসি আমাদের সকল কাজের শান্তি ও অনুপ্রেরণা। মা আমাদের সকল স্নেহ মমতা মনের সকল আশা ভালোবাসা।মা কখনো হারিয়ে যেতে পারে না।আর এই মাকে নিয়ে এত সুন্দর একটি গান লেখা ও গানটি চমৎকার করে মনের আবেগ ও অনুভূতি দিয়ে আমাদের সুন্দর করে গাওয়ার জন্য কথা কবির বকুল আরি শিল্পী কুমার বিশ্বজিৎকে জানাই অসংখ্য ধন্যবাদ।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000026578.jpg

কুমার বিশ্বজিতের মাকে নিয়ে এই গানটি আজকে আপার কণ্ঠে শুনতে পেয়ে খুবই ভালো লাগলো।গানটি আপনি খুবই সুন্দর ভাবে কাভার করেছেন।এত সুন্দর ভাবে গানটি আমাদেরকে গেয়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।