মাস্কিং টেপ ও গুনা দিয়ে টবসহ চমৎকার পাতা বাহার গাছের ডাই তৈরি

in hive-129948 •  5 months ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। কারন শরীরে আজ কয়েকটাদিন জ্বর জ্বর ভাব। আজ আবারও আমার আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো ডাই । আসলে বিভিন্ন ধরনের ডাই অরিগ্যামি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই ধরনের কাজগুলো নিজের হাতে করতে যেমন আনন্দ লাগে। ঠিক সেই ভাবে এই কমিউনিটিতে সবার পোস্টগুলো দেখতেও অনেক ভালো লাগে।এখন দেখি সবাই কি সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস দিয়ে ডাই তৈরী করে। যা আমি দেখলে মুগ্ধ হয়ে যাই। আমারও খুব ইচ্ছে করে সবার মত ভালো ভালো পোস্ট শেয়ার করতে। আর এখানে সবার মত কোন দক্ষতাই আমার নেই। তবুও চেষ্টা করলাম নিজের কিছু দক্ষতায় আজকের ডাই পোস্টটি তৈরী করতে।

00000000.jpg

p23.jpg

p20.jpg

0000000000000.jpg

0000000.jpg

হ্যাঁ বন্ধুরা আজও আবার আমার আরও নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।আজ কয়েকদিন যাবৎ মনে হচ্ছিল যে পাতাবাহার গাছ বানাবো।পাতাবাহার গাছ গুলো আমার অনেক পছন্দের। বিভিন্ন জাতির বিভিন্ন পাতাবাহার আমার কাছে অনেক ভালো লাগে।মন চায় যদি সবগুলো পাতাবাহার গাছগুলো এনে আমি ঘর সাজিয়ে রাখতে পারতাম তাহলে ভালো হতো। আমার যখন বারান্দায় ফুলের গাছ ছিল তখন বিভিন্ন ধরনের পাতাবাহার ছিল। আবার মনে মনে ভাবলাম যে ছোট মিনি পাতাবাহার ডাই গাছগুলো বানালে কেমন হয় ? এতে করে আমার ঘরও সাজানো হবে। আবার নিজের দক্ষতাও বাড়বে। আর পাশাপাশি আপদের মাঝেও পোস্ট শেয়ার করতে পারবো। এই ভাবনা থেকেই বসে গেলাম আমার আজকের পাতা বাহারের চমৎকার ডিজাইনের একটি ডাই প্রোজেক্ট বানাতে। যদিও শরীরটা বেশী ভালো ছিল না ।তারপরেও বসে গেলাম। যদিও দেরী হয়েছিল বানাতে। তারপরও বানানোর পর অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আার কথা না বাড়িয়ে আমার মূল পোস্টে চলে যাই।আজ আপনাদের জন্য আমার পাতাবাহার ডাইটি কিভাবে বানালাম দেখে আসি।

00000.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহ

মাস্কিং টেপ০১ টি
গ্লু আঠা৪ -পিস
গুনা৫-৬ টা
ফ্রেবিক্স কালারপরিমান মত
তুলিপরিমান মত
বোর্ডপরিমান মত
টিস্যু হোল্ডারপরিমান মত
কাচিপরিমান মত
ক্লেপরিমান মত

মাস্কিং টেপ ও গুনা দিয়ে টবসহ চমৎকার
পাতা বাহার গাছের ডাই তৈরি

প্রস্তুত প্রণালী

ধাপ-১

p1.jpg

প্রথমে গুনা কাঁচি দিয়ে ছোট ছোট করে কয়েক পিস কেটে নিলাম।

ধাপ-২

p2.jpg

p3.jpg

এবার মাস্কিং টেপ দিয়ে গুনাগুলোকে ডালের মত করে পেচিয়ে নিলাম।

ধাপ-৩

p4.jpg

এবার আবার সেই ডালটিকে মাস্কিং টেপ দিয়ে দুভাজে পেচিয়ে নিলাম এবং সেগুলোকে পাতার মত সেপ করে কেটে নিলাম।

ধাপ-৪

p5.jpg

এবার সেই পাতাগুলোকে তুলি ও রং এর সাহার্য্যে সুন্দর করে কালার করে নিলাম।

ধাপ-৫

p6.jpg

p8.jpg

এবার একটি টিস্যু হোল্ডকে টপ বানানোর জন্য পরিমান করে কেটে নিলাম এবং কার্ডবোর্ড দিয়ে টবের নিচের জন্য গোল করে কেটে আঠা দিয়ে সেটা টবের মধ্যে লাগিয়ে নিলাম।

ধাপ-৬

p11.jpg

এবার সেই টবটিকে কয়েক কালার রং দিয়ে মনের মত ডিজাইন করে নিলাম।

ধাপ-৭

p12.jpg

এবার আবারও অনেকগুলে গুনা একই রকমভাবে কেটে নিলাম। সাথে মাস্কিং টেপ ছোট করে কেটে নিলাম।

ধাপ-৮

p13.jpg

এবার মাস্কিং টেপগুলো সবগুলো গুনার মধ্যে ছোট ছোট কলির মত করে লাগিয়ে নিলাম এবং সেগুলোকে হলুদ রং দিয়ে কালার করে নিলাম।

ধাপ-৯

p14.jpg

এবার সেগুলোকে দুটি ডাল করে তার মধ্যে আবারও মাস্কিং টেপ পেচিয়ে নিলাম।

ধাপ-১০

p17.jpg

এভাবে সেই ডালের মধ্যে একে একে পাতাগুলো লাগিয়ে দুটি পাতাবাহার গাছ বানিয়ে নিলাম।

ধাপ-১১

p16.jpg

এবার ক্লে দিয়ে একটি টবের পরিপূর্ন করে বানিয়ে নিলাম।

শেষ-ধাপ

p18.jpg

এবার আমার বানানো পাতাবাহার গাছগুলো টবটির মধ্যে সুন্দর করে বসিয়ে দিলাম।

উপস্থাপন

p19.jpg

p21.jpg

আর এভাবে করেই ধীরে ধীরে সম্পূর্ন শেষ করে নিলাম আমার আজকের মাস্কিং টেপ ও গুনা দিয়ে চমৎকার একটি পাতাবাহার গাছ সহ টব। আর আপনাদের মাঝে এর উপস্থাপনাও সুন্দর করে সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের ডাই প্রজেক্টটি। তবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আবারও আমার নতুন আঙ্গিকে নতুন পোস্ট শেয়ার করতে। ইনশাল্লাহ্ আগামীতেও করবো। আজ ডাই ওয়ালমেটটি কেমন হলো জানার অপেক্ষায় থেকে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে ও সবার ভালোবাসা নিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার এমন ইউনিক আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি মাস্কিং টেপ ও গুনা দিয়ে চমৎকার একটি পাতাবাহার গাছ সহ টব তৈরি করেছেন। আপনার এই পাতাবাহার গাছের টব আমার কাছে অনেক ভালো লেগেছে। পাতাবাহার গাছকে দেখতে একদম বাস্তবের গাছের মতোই দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর ও ইউনিক একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু এটা বানাতে অনেক সময় নিয়েছে। তবে বানানো পর আসলে ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

image.png

বেশ ইউনিক একটি পোস্ট তৈরি করেছেন আপনি। আপনার সুন্দর এই পোস্ট দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে আপনার এই পোস্ট তৈরি করা। আপনার পোস্ট দেখার পাশাপাশি আমিও দারুণ একটি ধারণা পেয়ে গেলাম।

আমার পাতাবাহার গাছটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য আপু।

আইডিয়াটি বেশ ভালো লেগেছে আপু। আর সেই সাথে বেশ সুন্দরভাবে বানিয়েছেন পাতা বাহার গাছগুলো। বেশ সুন্দর হয়েছে দেখতে গাছগুলো। ইউনিক আইডিয়া শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

সত্যি বলতে আপু আমি এটা দেখে প্রথমে মনে করেছিলাম, আপনি গাছের ফটোগ্রাফি করেছেন আর আমাদের মাঝে তা শেয়ার করছেন। কিন্তু টাইটেল পড়ে বুঝতে পারলাম আপনি এটা নিজের হাতে তৈরি করেছেন।এটা যদি আপনি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন, তাহলে কিন্তু দেখতে দারুন লাগবে। এখনো পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না, এটা আপনি নিজের হাতে তৈরি করেছেন। সত্যি আপু আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

হ্যাঁ আপু আমি জ্বর নিয়ে বানিয়েছি কিন্তু আপনাদের সবার যে এত ভালো লাগবে যেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু প্রশংসিত মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর হয়েছে আপু আপনার করা গাছটি। আপনি অনেক সুন্দর করে সম্পুর্ন পদ্ধতি টি তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

সুন্দর মতামত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়।

ওরে বাপরে বাপ। ধারুন একটি পোস্ট শেয়ার করেছেন তো। কই পাইলেন এমন বুদ্ধি। আর এই পাতাবাহার ফুল বানালেনই বা কখন। আমি কিন্তু বেশ অবাক না হয়ে পারলাম না আপনার এমন দারুন ক্রেয়েটিভিটি দেখে। বেশ সুন্দর হয়েছে আপনার পোস্টটি। খুব সুন্দর করে আপনি উপস্থাপনাও করেছেন।

আজ সকালে তবে বানাতে আমার পিঠ ব্যাথা হয়ে গেছে। ধন্যবাদ সবসময় সুন্দর করে উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।

আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে তো আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি আপু। আমার কাছে তো প্রথমে মনে হয়েছে এটা হয়তো পাতা বাহার গাছ। কিন্তু দেখি এটা আপনি তৈরি করেছেন। ঠিক পাতাবাহার গাছের মতোই দেখতে হয়েছে। অনেক সুন্দর ভাবে আপনি এটা ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারবেন। ভালো লাগলো আমার কাছে এটা দেখে।

আমার বানানো পাতাবাহার গাছ আপনাদের ভালো লেগেছে এখানেই আমার সার্থকতা ভাইয়া। অসংখ্য ধন্যবাদ।

আপু আপনি আজকে আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন পাতাবাহার গাছের দারুন একটি পোস্ট। আপনি দেখছি মাস্কিং টেপ ও গুনা দিয়ে টবসহ দারুন একটি পাতাবাহার গাছ তৈরি করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। তাছাড়া ধাপগুলো সুন্দরভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর পাতাবাহার শেয়ার করার জন।ধন্যবাদ ভাইয়া।

এক কথায় অসাধারণ একটি ডাই পোস্ট করেছেন দেখে মনে করেছিলাম যে একটি হয়তো ফটোগ্রাফি পোস্ট।কিন্তু আপনার পোস্টের ধাপ গুলো পড়ে দেখলাম যে আপনার দক্ষতার কারণে এত সুন্দর একটি টবসহ পাতা বাহারের ডাই পোস্ট দেখতে পেলাম।

আমার পাতাবারার আপনাদের ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদআপু।