কোন এক বিকেলে হাতিরঝিলে কিছুটা সময়

in hive-129948 •  2 months ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে ভালো আছি। আর ভালো আছি বলেই আজও আপনাদের অনুপ্রেরণায় আমার আরও একটি পোস্ট নিয়ে চলে এলাম। আমরা এই পৃথিবীতে চলার পথে প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে চলেছি। আর এই যুদ্ধ করতে করতে আমরা যেন হাপিয়ে ও ক্লান্ত হয়ে পড়েছি। আর এই হাপিয়ে পড়ার মধ্যে সবচেয়ে বেশী প্রভাব পড়ে মনের উপর।আর তাই মাঝে মাঝে মনে হয় মনটাকে যদি একটু প্রশান্তি দিতে পারতাম। আর এই মনকে প্রশান্তি ও সুস্থ রাখতে হলে চাই প্রকৃতির কিছু আনন্দের মাঝে নিজেকে নিয়ে কিছুটা সময় কাটাতে। আমি আবার ভ্রমণ বিলাসী। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে আমার আবার অনেক ভালো লাগে। আর তাইতো মাঝে মাঝে হারিয়ে যেতে মনে চায় কোন অপূর্ব মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে। তাই এবারও ভ্রমণ করতে গেলাম কোন এক মন ছুঁয়ে যাওয়া রিসোর্টে ভ্রমন করতে।

image.png

হ্যাঁ আমার প্রিয় সহযাত্রী এপার ওপার বাংলার সকল বন্ধুগন আবারও আপনাদরে মাঝে চলে এলাম আমার আরও একটি ভ্রমণ পোস্ট নিয়ে। আসলে ঘুরতে আমি খুবই পছন্দ করি। ইচ্ছে হয় প্রতিদিন ঘুরে বেড়াই। কিন্তু আমি প্রতিদিন ঘুরে বেড়াতে চাইলেতো আর হবে না।পরিবার পরিজন সংসার কাজকাম সুস্থতা সময় সবকিছুর একটা ব্যাপার আছে। হ্যাঁ আমি যদি পাখি হতাম তাহলে পৃথিবীর সকল পছন্দের জায়গাগুলো উড়ে উড়ে ঘুরে দেখতে পারতাম। ‍পাখি হলে কোন কিছুর বাধা ছিল না। তবে পাখি হলেতো আবার আপনাদের সাথে এই ঘুরে বেড়ানোর অনুভূতিগুলো শেয়ার করতে পারতাম না। তাই শুকরিয়া মহান আল্লাহ আমাকে যেইভাবে বানিয়েছে। হ্যাঁ চাইলেইতো আর প্রতিদিন ঘোরা যায় না। তবে যখনি সময় পাই। মাঝে মাঝে বিভিন্ন সুন্দর জায়গুলোতে ঘুরে আসি। তবে বেশীর ভাগ বেড়ানো হয় ঈদের ছুটি গুলোতে বা শুক্রবারে। আসলে ঈদের সময় অনেক মানুষ ঘুরতে যায় আর তখন কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম লাগে।

এবার চলুন দেখে আসি কোথায় যাওয়ার ভ্রমণ পোস্ট নিয়ে এলাম। আমি আজ আপনাদের জন্য সুর্বণগ্রাম ঘুরতে যাওয়ার আরও একটি ভ্রমণ পোস্ট নিয়ে এসেছি। আজও চলে আসলাম আপনাদের জন্য একটি ভ্রমন পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের ভ্রমন পোস্টও আপনাদের কাছে ভালো লাগবে।

কোন এক বিকেলে হাতিরঝিলে কিছুটা সময়

বেশ কিছুদিন হলো @maksudakawsar আপু বেশ ব্যাস্ত। তার বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত ১১-১২ বেজে যায়। তাই নতুন কোথাও আর ঘুরতে যাওয়া হয়ে উঠে না। অবশ্য দূরে কোথাও বেড়াতে গেলে আমি আবার আপুর সাথেই যাই। সেই জন্যই যাওয়া হয়ে উঠছে না। জানিনা কবে আপুর এই ব্যাস্ততা শেষ হবে। দোয়া করি খুব তাড়াতাড়ি আপু এমন ব্যাস্ত জীবন থেকে ফিরে আসুক। কিন্তু মন তো আর বসে থাকে না। মন চায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। তাই তো গত শুক্রবারে একটু কাছে ধারেই ঘুরতে গিয়েছিলাম আমার অন্য আপুদের সাথে।মানে বাসার বেশ কাছেই হাতির ঝিল একটু ঘুরে আসলাম।

image.png

image.png

আমরা বাসা হতে বের হয়ে সেখানে যেতে যেতে প্রায় বিকেল। সেখানেই যেই আমরা অনেক জায়গায় হাটলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে লেকের মাঝে ছোট ছোট বোড গুলো চালানো দেখলাম। কি সুন্দর করে বোড গুলো মানুষ কে পারা পার করছে। উপর থেকে দেখে মনে হচ্ছিলো যেন এটি কোন বিদেশী দেশের লেক। আমাদেরে ইচ্ছে থাকলেও আমরা আর সেদিন বোডে উঠিনি। কারন আমাদের সময় ছিল বেশ সীমিত। আমরা ভেবেছিলাম একটু ঘুরাঘুরি করে প্রকৃতি দেখে বাসায় ফিরে আসবো। সেই জন্যই প্রকৃতির মাঝে বসে কিছু টা সময়ও্ কাটিয়েছিলাম।

image.png

image.png

হঠাৎ ভাবলাম পাশেই বেশ ভালো একটি খাবারের দোকান আছে। দোকানটির চারপাশে সবুজের সমারোহ। এমন সবুজ প্রকৃতিতে বসে খাওয়া দাওয়া করলে কিন্তু বেশ ভালোই লাগে। তাই আমরা চলে গেলাম সেখানে কিছু খাওয়ার জন্য। সেখানে যেয়ে দেখি যে সেখানে তেমন কোন মানুষ নেই। আমার আবার বেশী মানুষ ভালো লাগে না। তাই নিরিবিলিতে কিছু খাওয়ার জন্যই গিয়েছিলাম সেই প্রকৃতি ঘেরা দোকানে। সবুজ প্রকৃতি দেখবো আর খাবো । কতই না মজা।

image.png

image.png

কিন্তু আশা গড়ে বালি। যা খেতে গেলাম সেটা আর পেলাম না। যাও পেলাম দাম বেশ। এমন দাম চায় যা শুনে খাওয়া দাওয়ার ইচ্ছেই নষ্ট হয়ে গেল। কিন্তু কি করবো। না খেয়ে তো আর আশা যায় না। তাই আর কি করার কোন রকম অর্ডার করে তিনজনের জন্য আইসক্রিম নিয়ে নিলাম। তাও আমার ৪৫০ টাকার। খেলাম আফসোস করলাম। কেন এমন দাম। যাই হোক খাওয়া শেষে চলে আসলাম আমরা আমাদের বাসায়।

image.png

পোস্টের বিবরন
পোস্টের ধরনভ্রমন
ডিভাইসVIVO
মডেলVIVO-Y22S
স্থানঢাকা বাংলাদেশ

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আপুদের সাথে খুব সুন্দর ঘোরাঘুরি করেছেন। হাতিরঝিল জায়গাটা বেশ সুন্দর। আপনারা নিশ্চয়ই সেখানে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। আপনার কাটানো মুহূর্তগুলো দেখে বেশ ভালো লাগলো। আইসক্রিমের দাম ৪৫০ টাকা। কিছু কিছু খাবারের দাম এমনিতেই একটু বেশি থাকে। আরে এসব ঘুরাঘুরি জায়গায় দাম আর একটু বেশি নেয় তারা। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

এই জায়গাটা আমার খুবই প্রিয় একটি জায়গা।আমি বেশ কয়েকবার গিয়েছিলাম।আপনি বড় বোনের সাথে হাতির ঝিলে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছেন।আবার খাওয়া দাওয়া করেছেন জেনে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

ভ্রমণ করতে সত্যিই অনেক ভালো লাগে। আর যদি এরকম সুন্দর কোন জায়গায় ভ্রমন করা হয় তাহলে আনন্দ আরও অনেক ভালো হয়। সবার সাথে দারুন সময় কাটিয়েছেন আপু। ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আসলে আপু যখন হাতিরঝিল তৈরি হয় তখন এই জায়গাটাতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো ঘুরতে। এই জায়গাটা আমারও খুব পছন্দের একটি জায়গা বিশেষ করে বিকেলের দিকে খুবই ভালো লাগে। তবে বর্তমানে রাত্রিবেলায় ঘোরাফেরা এখানে একটু রিক্স হয়ে গিয়েছে। যাইহোক আপু মাকসুদা কাওসার আপু ব্যতীত অন্যান্য আপুদের নিয়ে হাতিরঝিলে সুন্দর একটি সময় কাটিয়ে তার অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।