আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় এপার ওপার বাংলার সকল ভাই বোনেরা? আশা করি সবাই অনেক হাসিখুশি সুস্থ ও নিরাপদ জীবন পার করছেন। সবাই যেন সবসময় ভালো ও সুস্থ্য থাকে সবার জন্য এই কামনাই করি। আমিও আপনাদের সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। আজ ভাবলাম অনেক দিন হয়ে গেল আমার একটি রেসিপি পোস্ট শেয়ার করা হচ্ছে না আপনাদের মাঝে। আসলে দিনগুলো এমন ভাবে চলে যাচ্ছে যে দিন আর সময়ের সাথে পেরে উঠছি না। দিন আর মাসগুলো যেভাবে কেটে যাচ্ছে মনে হয় জীবনের শখ পুরণ রয়ে গেছে।আরও আগে থেকে যদি এই বর্তমানে যেই দিনগুলো কাটাচ্ছি সেগুলো পেতাম তাহলে জীবনটাকে আরও উন্নত ও ভালো করে উপভোগ করতে পারতাম।তবে আমার প্রিয় আমার বাংলা ব্লগে এসে আমার অনেককিছু অর্জন করা হয়েছে। আজ অয়েকদিন ধরে ভাবছি সময়ের জন্য অনেক দিন কোন রেসিপি পোস্ট শেয়ার করা হয় না। তাই ভাবছিলাম আপনাদের জন্য আমার শখের বাগানের পুঁই শাকের পাতার আমার পছন্দের একটি রেসিপি নিয়ে আসবো। জীবনে অনেক শখের মধ্যে বাগান করাও আমার একটি শখ। আর আজ আমার বাগানের পুঁই শাকের পাতা ও শুটকি দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।
হ্যাঁ বন্ধরা চলে এলাম আমার আরও একটি রেসিপি পোস্ট নিয়ে।এর আগে আপনাদের সাথে আমার বাগানের করলা গাছ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম আজ আবারও আমার বাগানের পুঁইশাকের পাতার দারুন একটি রেসিপি পোস্ট নিয়ে এলাম আপনাদের মাঝে। আসলে বিভিন্ন ইউনিক মজাদার রেসিপিগুলো মাঝে মাঝে রান্না করে খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। যেমন ধরেন বিভিন্ন চপ ভর্তা ভাজি এগুলো হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে।আর তার মধ্যে যদি হয় নিজের হাতে লাগানো কোন সবজির রেসিপি। হ্যাঁ কয়েক দিন ধরে বারান্দার বাগানে পুঁইশাকগুলো দেখছিলাম মাশাল্লাহ পাতাগুলো অনেক বড় বড় হয়েছে তাই মনে মনে ভাবলাম যে এগুলো দিয়ে শুটকি দিয়ে মজাদার বড়া বানিয়ে খাব অনেক খেতে ইচ্ছে করছিল। তাই পুঁইশাকের পাতা কেটে নিলাম আর আপনাদের মাঝে শেয়ার করবো তাই রেসিপিটির ফটোগ্রাফি করে রেখেছিলাম। বিশ্বাস করবেন না এত স্বাদ লেখেছে গরম গরম ভাতের সাথে খেতে আপনাদের সেই অনুভূতি বোঝাতে পারবো না। আপনারাও এই হালকা শীতে এই রেসিপিটি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমার বাগানের পুঁইশাকের পাতা ও শুটকি দিয়ে মজাদার চপটি কিভাবে রান্না করলাম দেখে আসি।
পুঁইশাকের পাতা | পরিমান মত |
---|---|
চেপা শুটকি | পরিমান মত |
পেঁয়াজ কুচি | পরিমান মত |
রসুন কুচি | পরিমান মত |
হলুদগুড়া | পরিমান মত |
মরিচগুড়া | পরিমান মত |
লবন | পরিমান মত |
তেল | পরিমান মত |
কাচাঁ মরিচ কুচি | পরিমান মত |
ধনেপাতা কুচি | পরিমান মত |
সুতা | পরিমান মত |
প্রস্তুত প্রণালী
ধাপ-১
প্রথমে চেপা শুটকিগুলো পাটায় পিসে নিলাম।
ধাপ-২
এরপর পুইঁশাকের পাতাগুলো আমার বারান্দার বাগান থেকে কেটে সবগুলো পাতা ধুয়ে নিলাম।
ধাপ-৩
এবার এক এক করে হলুদগুড়া,মরিচগুরা,পেঁয়াজকুচি,রসুনকুচি, কাচাঁমরিচকুচি ধরেপতা কুচি ও লবন গুছিয়ে নিলাম।
ধাপ-৪
এবার শুটকিবাটা হলুদগুড়া,মরিচগুড়া, পেঁয়াজকুচি, কাচাঁমরিচকুচি, ধনেপাতাকুচি, রসুনকুচি ও লবন দিয়ে সবগুলো একসাথে মেখে নিলাম।
ধাপ-৫
এবার একটু একটু করে সেই মাখানো শুটকির উপকরণগুলো একটি করে পাতার মধ্যে দিয়ে পাতাগুলো ভাজ করে সুতা দিয়ে মুড়ে নিলাম।
ধাপ-৬
এবার চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন চপগুলো সুন্দর করে ভেজে নিলাম।
ধাপ-৭
এবার ভাজা শেষে পরিবেশনের জন্য চপগুলো প্লেটে তুলে নিলাম।
শেষ-ধাপ
এবার পরিবেশনের জন্য চপের উপর দিয়ে কয়েকটি কাচাঁ মরিচ দিয়ে নিলাম।
পরিবেশন
আর এভাবেই আম আজকের আমার বাগানের পুঁইশাকের পাতা ও শুটকি দিয়ে মজাদার রেসিপিটির পোস্ট রেডি করে আপনাদের সবার মাঝে শেয়ার করে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার স্বার্থকতা। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। কারন এই মজাদার রেসিপিটি আমার মনে হয় সবাই অনেক পছন্দ করেন। এভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে ঝাল মরিচ দিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের লাগানো পুইশাক দিয়ে চমৎকার সুন্দর করে শুটকি মাছের সংমিশ্রণে লোভনীয় চপ করেছেন। দারুণ হয়েছে আপনার রেসিপিটি। খেতে অনেক মজাদার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে। ধাপে ধাপে চপ রেসিপিটি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ চমৎকার তো । আপনি তো বেশ ভালোই একটি রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপিটি তো মনে হয় দারুন ছিল। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে পুরো রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। ধন্যবাদ এমন দারন একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুঁইশাকের পাতা ও শুটকি দিয়ে লোভনীয় মজাদার চপ রেসিপি খুবই মজাদার মনে হচ্ছে। আপনি খুবই সুস্থসবল রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপিটা আমার কাছে ইউনিট লেগেছে। পরবর্তীতে তৈরি করবেন ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের শুটকি রেসিপি গুলো দেখতে আমার বেশ ভালই লাগে। এত জনাই শুটকি খান নিশ্চয়ই শুটকি খেতে ভালো। আজকের রান্নাটা তো কখনো শুনিনি। এর আগেও পুঁই পাতা দিয়ে পাতুরি ব্লগেই দেখেছিলাম।আসলে এই দেশে এমন রান্না কখনো দেখিনি । দেখি কখনো সম্ভব হলে ট্রাই করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুঁইশাকের পাতা দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করেছেনম এই রেসিপি পরিবেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। শুটকি মাছের এই সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুঁইশাকের পাতা ও শুটকি দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। এই ধরনের রেসিপি কখন ট্রাই করা হয়নি। মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছিল। একদিন অবশ্যই এভাবে রান্না করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কচুপাতা দিয়ে চেপা শুঁটকির এই পাতুরি খেয়েছি কিন্তু পুঁইশাক দিয়ে কখনও খাওয়া হয়নি। আপনার এমন লোভনীয় রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। আপনার বাগান থেকে তোলা পুঁই শাকের পাতা দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। গরম ভাতের সাথে এই রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের বাগানের পুই শাকের পাতা দিয়ে এত সুন্দর করে চ্যাপা শুটকির বড়া করেছেন দেখে লোভ লেগে গেল আপু। আমি একবার পুঁইশাকের পাতায় পাতুরি করেছিলাম। যেটা খেতে অসম্ভব মজার ছিল। তবে আমার মনে হচ্ছে এই শুটকির বড়াটাও অনেক বেশি মজা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুঁইশাক দিয়ে এতো চমৎকার খাবার তৈরি করা যায়, সেটা তো ভাবাই যায় না। আর যদি নিজের লাগানো গাছের হয় তাহলে তো কথাই নেই। যাইহোক তৈরি প্রণালী শিখে নিলাম, ইনশাআল্লাহ তৈরি করবো।
বেশ ভালো ছিল আপনার রেসিপিটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit