জেনারেল রাইটিং- মানুষের কিসের এত অহংকার?

in hive-129948 •  4 days ago  (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ বন্ধুরা আজ আমার জেনারেল রাইটিং এর বিষয় হলো মানুষের কিসের এত অহংকার?

Growth (1).png

মানুষ সৃষ্টির সেরা জীব। তবে সৃষ্টির সেরা হলেও মানুষ হলো পৃথিবীর ক্ষনস্থায়ী। আর এমন ক্ষনস্থায়ী মানুষ হয়েও মানুষ পৃথিবীর বুকে চড়ে বেড়ায় অবিরত তার নিজের মত করে। যার কারনে কেউ বা হয়ে উঠে ধনী আর টাকার পাহাড়। আর এমন বড় মানুষ হয়েই মানুষের ভিতর কেন জানি তৈরি হয় হাজারও অহংকারের। কিন্তু মানুষ যদি এমন করে ভাবতে পারতো যে পৃথিবীতে তার ঠিকানা ক্ষনস্থায়ী । তাহলে হয়তো সে এত এত অহংকারের মালিক হয়ে উঠতে পারতো না। হয়তো সে নিজেকে এতটা বড় মনে করতো না। থাকতো না তার ভিতর কোন অহংকার আর ধাম্বিকতা।

আমাদের ক্ষনস্থায়ী জীবনে আমরা নিজেদের আখের গোছাতে সব সময় ব্যস্ত থাকি। আমরা আমাদের চারদিকের মানুষ কে মানুষ হিসাবে না দেখে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করি। মানুষ কে মানুষ হিসাবে আমরা দেখতে চাই না। নিজেদের স্বার্থ আর ক্ষমতার ধাম্ভিকতায় আমরা সব সময় ব্যস্ত হয়ে পড়ি। কি করে অন্য কে তুচছ করে নিজের সমস্ত অহংকারের ডালি সাজিয়ে আমরা মানুষ কে হেয় পতিপুর্ণ করবো তাই নিয়েই আমরা হয়ে পড়ি ব্যস্ত আর প্রতিযোগিতায়। আমরা একবারও পরকালের কথা চিন্তাও করি না।

আবার আমরা কেউ কেউ হয়তো অহংকার করি আমাদের রূপ আর য়ৌবনের। আমাদের রূপ নিয়ে এমন ভাবে চলাফেরা করি যে চারপাশের মানুষগুলোকে তুচ্ছ্যু তাচ্ছিল্য করি। কিন্তু একবারও ভাবি না যে আমাদের এমন রূপ আর যৌবন সত্যিকারের অর্থে চিরস্থায়ী নয়। নয় নিজের বানানো। আমাদের রূপ আর যৌবণ মহান আল্লাহ তায়ালার দেওয়া। আবার কেউ কেউ আবার টাকা আর ক্ষমতা নিয়েও বেশ বড়াই করি বা অহংকার করি। আশে পাশের মানুষগুলো কে আমরা কোন পাত্তাই দিতে চাই না। চাই না নিজের পরিচিত মানুষগুলো কে আপন করে নিতেও।

কিন্তু সব কিছুর উর্ধ্বে আমরা যদি একবার চিন্তা করি যে আমরা এই পৃথিবীতে শুধুমাত্র মেহমান, আর পৃথিবীর সব কিছু চিরস্থায়ী নয়। তাহলে হয়তো আমরা এমন অহংকার থেকে দূরে সরে থাকতে পারবো। কারন আমরা সব সময়ই দেখি যে মানুষ এই ধনী, আবার এই ফকির । তাই আমাদের অহংকার করা সাজে না। তাই আসুন অহংকার করে নয়, ভালোবাসায় আর শ্রদ্ধায় ভরে দেই এই সুন্দর পৃথিবী।

আশা করি প্রতিদিনের মত করে আজও আপনাদের কাছে আমার আজকের পোস্টটি বেশ ভালো লেগেছে। আপনাদের মন্তব্যের আসায় রইলাম।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

বেশির ভাগ মানুষ ই নিজেকে নিয়ে কিছু না কিছুর অহংকার করে - কেউ হয়তো মেধাবী, ধনী, সুন্দর/ সুন্দরী আরোও কত কত বিষয়ে যে অহংকার থাকে মানুষের মনে। অথচ আসলেই আমরা ঠিক কতক্ষণ বেঁচে থাকবো, সেটুকুই আমরা জানি না! কী অনিশ্চিত আমাদের জীবন! এই সামান্য বিষয় টুকু আমরা মাথায় রাখি না দম্ভে! উপরওয়ালার করুণায় সকলের সুবুদ্ধির উদয় হোক- এটাই কাম্য। আপনি বেশ সুন্দর লিখেছেন।

হ্যাঁ আপু উপরওয়ালার করুণায় সবার সুবুদ্ধি হোক এটাই চাওয়া।

মানুষের অহংকার করার মত কিছু নেই। কারন মানুষের এক মুহূর্তের ভরসা নেই। কখন যে তাকে আজরাইল এসে ধরে ফেলে সেটা কেউ জানে না। খুবই সুন্দর একটি ব্লগ শেয়ার করেছেন। ধন্যবাদ।

ঠিক বলেছেন? মানুষের জীবনের এক সেকেন্ডের ভরসা নেই।

আপনার আজকের এই আলোচনার বিষয়টি পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো। একটা জিনিস খেয়াল করেছি বেশিরভাগ মানুষের মধ্যে কিছু না কিছু বিষয় নিয়ে অহংকার রয়েছে। যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে অনেক অহংকার করে। কেউ হয়তো অনেক বেশি চালাক বা সুন্দর কথা বলতে পারি সেটা নিয়ে অহংকার করে। অহংকার যে কত খারাপ একটা জিনিস সেটা হয়তো তারা জানে না। হয়তো অহংকার করার সময় তারা ভুলে যায় যে তাদেরকে একটা সময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পরকালে সব কিছু হিসাব হবে। এগুলো ভুলে যায় বিধায় মানুষ অহংকার করে। যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু এই পৃথিবীতে এক একজন এক এক জিনিস নিয়ে অহংকার করে।