গান রিভিউ- ন না ণ কোনটা আসল মন....

in hive-129948 •  7 days ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আমার খুবই পছন্দের ও প্রিয় একটি গান রিভিউ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। এই গানটা আমার অনেক পছন্দের একটি গান।আসলে আমি আমার আপুর থেকে গান রিভিউ পোস্ট করা শিখেছি।গান রিভিউ করতে আমার ভালো লাগে। গান রিভিউর মাঝে আমাদের সবার পছন্দের গানগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার গান রিভিউ পোস্টটি দেখে আসি ।

আমি অনেক গান শুনতে পছন্দ করি। তবে আমাদের দেশের রবীন্দ্র সংগীত পল্লীগীতি লালনগীতি ভাটিয়ালি মুর্শিদি ইসলামিক গজল এই গানগুলো আমার ভালো লাগে। আরও ভালো লাগে বিভিন্ন ব্রান্ডের গান গুলো। আর বিশেষ করে যে গানগুলো আমার মনে ধরবে সেই গানগুলো আমি সবসময় শুনে থাকি। কিন্তু নতুন করে আমার কাছে যতই গান আসুক না কেন বা কোন গান ভাইরাল হোন না কেন, কেন যেন আমার কাছে সেই ছেলে বেলার গানগুলোই বেশী ভালো লাগে।

প06.png

প্রাপ্তি: YouTube

গানটির কিছু তথ্য

নামন না ণ কোনটা আসল মন....
গানটির কথা:- কবির বকুল
সুর ও শিল্পী:-বিপ্লব ।
অ্যালবামঅংক
সময়০৪ মিনিট ২৫ সেকেন্ড

গানটি গেয়েছেন

★বিপ্লব

গানটি নিয়ে আমার যত কথা

প01.png

গান ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর গান শুনতে কিন্তু আমরা পছন্দ করি। আমরা সবাই যার যার পছন্দের শিল্পীর গান শুনতে পছন্দ করি । তবে আমি ছোট বেলা প্রমিথিউস এর গানের ভক্ত ছিলাম। হ্যাঁ বন্ধুরা সেই ছোট বেলা দেখতাম যে আমাদের বাসায় আমার ভাই ও বোন প্রমিথিউস এর গান অনেক পছন্দ করতো এই শিল্পীর যেই ব্রান্ডের গানা যে গান রিলিজ হতো সে অডিও ক্যাসেট আমাদের বাসায় কিনে নিয়ে আসতো। আর সেই থেকে আমিও এই শিল্পীর একজন ফ্যান হয়ে গিয়েছি। আর এই গানটি আমার ভাইও খুব পছন্দ করতো সেই থেকে আমার কাছেও কেন যেন গানটি অনেক পছন্দের একটি গান হয়ে গেছে। এই বিপ্লব এর কন্ঠ আমার কাছে অনেক ভালো লাগতো। কেন যেন মনে হতো ওর কন্ঠে মায়া আছে। যদিও এখন এই শিল্পীকে ও এই শিল্পীর গান তেমন দেখা যায় না। তারপরও এই শিল্পীর গানগুলো এখনও আমার মনে পড়ে। আজ এই শিল্পীর আমার পছন্দের একটি গান আমি আপনাদের কাছে রিভিউ নিয়ে এলাম। আশা করছি আমার এই পছন্দের গানটি আপনাদের সবার কাছেও ভালো লাগবে।

প03.png

প্রাপ্তি: YouTube

প04.png

প্রাপ্তি: YouTube

আমার মনে হয় মানুষের আসল মন কোনটি আমরা বাহিরের চোখ দিয়ে যা দেখি সেটাই কি সত্য নাকি মনের অনুভূতি দিয়ে যা উপলব্ধি করি সেটাই আসল সত্য। আমার মতে আসল কান্না চোখ দিয়ে নয় আসল কান্না মনের অনুভূতি থেকে আসে। অন্তরে প্রথমে আঘাত থেকে তা চোখ দিয়ে পানি হয়ে বের হয়।চোখের কান্দন ক্ষনিকের কিন্তু নয়ন নামে যেই অন্তরটি আছে সেই পানি অন্তরে অনন্তকালের। আমাদের বাহ্যিক দৃষ্টি দুটি চক্ষু এটা তেমন সত্য উপলব্ধি করতে পারে না। কিন্তু অভ্যন্তরীণ অনুভূতি নয়ন তা আমাদের সবকিছু অনুভব করতে পারে। আসলে কে কাকে কোন মন দিবে এখন পৃথিবীতে কারও কি তেমন মন আছে।সবার চোখের পানি যেন অভিনয় আর মনও যেন উপরের অভিনয়।

ব্যক্তিগত মতামত

আমার মতে এই গানটির মাঝে সবার একটি গভীর প্রশ্ন রয়েছে। মানুষের উপরের চোখের পানি সত্য না মানুষের মনে যেই কান্নাগুলো লুকিয়ে আছে সেইটা সত্য। আমরা আমাদের জীবনে অনেক কিছু দেখি বা শুনি আবার বিশ্বাস করি কিন্তু তার সবকিছুই কি সত্য? আবার আমরা অনেক সময় অনেক দ্বিধায় পড়ে যাই ঐ মানুষটা যা অনুভব করছে সেটাও কি সত্য নাকি যা চোখে দেখা যায় তাই সত্য আসলে আমরা যা ভাবি বলি বা জানি সেটাই কি আমাদের আসল মন? নাকি আমাদের মাঝে আরও অন্য কোন আরও একটি মন আছে।

ব্যক্তিগত রেটিং

১০/১০

প02.png

গানটির ভিডিও লিংক

শেষ কথা

আসলে আমরা কেউ কারো ভেতরের মনেক খবর জানিনা। কার মনে কি খারাপ ভালো বসবাস করছে। মানুষের বাড়ি ঘর ও বংশের পরিচয় দিয়েও মানুষের মন চেনা যায় না। আমরাতো আমাদের নিজের মনের কোন গ্যারান্টি দিতে পারি না।আর অন্য কারও মনের গ্যারান্টি দিবো সেটাও সম্ভব নয়। তাই সব সময় আসল মনকে চিনতে হবে।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Polish_20250201_213522424.jpg

গান ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমরা সবাই আমাদের পছন্দের শিল্পীর গান শুনতে পছন্দ করি। আপনি আজকে চমৎকার একটি গানের রিভিউ করেছেন।আমিও আপনার মত ইসলামীক গজল, মুর্শিদি গান গুলো শুনতে বেশ পছন্দ করি। সর্বোপরি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি গান রিভিউ শেয়ার করার জন্য।

ভাইয়া আপনাকেও অনেক অনেক ধন্যবাদ গানটি শুনে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

সঠিক বলেছেন আপনি, এখনকার গান যতই ভাইরাল হোক না কেনো আগের গানগুলিই আমার কাছেও ভালো লাগে। কেননা সেই আগের গানগুলিতে বিভিন্ন তথ্য থাকে। আর এখনকার গান শুধু চাং চিং সুর। আসলেই আসল কান্না আসে আমাদের মন থেকে।বংশ পরিচয় দিয়ে মানুষের মন বিচার করা প্রায় অসম্ভব।আমিও আপনার সাথে সহমত,আমাদের আসল মনকে চিনতে হবে।ভেলায় ভাসলে চলবেনা।

ঠিক কথা ভাইয়া বংশ পরিচয় দিয়ে মানুষের মন বিচার করা যায় না। ধন্যবাদ আপনার ‍সুন্দর মন্তব্যের জন্য।

ন না ণ কোনটা আসল মন, কাঁদে না এই ‍দুই চক্ষু, কান্দে দুই নয়ন। বেশ দারুন একটি গান। বেশ শুনতাম এক সময়। আমার কাছে বেশ প্রিয় একজন গায়ক বিপ্লব। আমার রিভিউ পড়ে তো সেই ছেলেবেলায় চলে গেলাম আমি। ধন্যবাদ আপনার সুন্দর রিভিউ এর জন্য।

জি আপু সেই ছেলেবেলায় দেখতাম যে আপনার খুব প্রিয় ছিল বিপ্লবের গান। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।