লেভেল-৪ হতে আমার অর্জন by @mahfuzanila

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আর আনন্দে আছি। কারন আজ আমি এবিবি স্কুলের শিক্ষা গ্রহণ করে লেভেল-৪ এর লিখিত পরীক্ষা দিতে বসেছি। সত্যি বলতে এখানে কাজ না করলে ব্লগিং করার এত কিছু আমার অজনাই থেকে যেত। আর এ জন্য আমি আমার বাংলা ব্লগের সর্বস্তরের সকলকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় সম্মনিত ফাউন্ডার @rme দাদা কে। ‍যিনি আমাদের কে এত বড় একটি সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ জানাই @rupok ভাইয়া কে। যার হাত ধরে আজ আমি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করার সুযোগ পেলাম। লেভেল-৪ থেকে আমি যা কিছু শিখতে পেরেছি , তাই নিয়ে আজ আলোচনা করার চেষ্টা করবো।

image.png

লেভেল -৪ হতে আমার অর্জন

প্রশ্নঃ-১- P2P কি ?

উত্তরঃ- একজনের একাউন্ট থেকে অন্য একজনের একাউন্টে Steem, SBD এবং TRX ট্রান্সফার করাকে P2P বলা হয় । P2P করা আমার বাংলা ব্লগ সমর্থন করে না। তবে কেউ যদি চায় ডোনেশন, টিপস, চ্যারিটি তে P2P এর মাধ্যমে প্রদান করতে পারবে। তবে সেই ক্ষেত্রে মেমো তে গিফট বা সারপ্রাইজ কথাটি উল্লেখ করে দিতে হবে।

প্রশ্নঃ-০২- P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ-P2P এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে SBD ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলোঃ

ধাপ-১

Screenshot_1.png

প্রথমে প্রাইভেট একটিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করে নিতে হবে। তারপর স্টিম ওয়ালেট হতে স্টিম ডলারের পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করতে হবে। দেখা যাবে সেখানে অনেক গুলো অপশন আসবে। সেখান থেকে ট্রান্সফারে ক্লিক ক্লিক করতে হবে।

ধাপ-২

Screenshot_2.png

তারপর যে বক্সটি আসবে তার সব গুলো ঘর পূরন করে নিতে হবে এবং মেমোর ঘরে কি উদ্দেশ্যে সেন্ড করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে।

ধাপ-৩

Screenshot_3.png

তারপর যে বক্সটি আসবে তাতে সব কিছু ঠিক আছে কিনা তা ভাল করে দেখে নিয়ে ওকে বাটনে ক্লি করতে হবে।

ধাপ-৪

Screenshot_4.png

এবার যে বক্সটি আসবে তাতে প্রাইভেট একটিভ কী দিয়ে সাইন ইন করে দিলেই SBD ট্রান্সফার হয়ে যাবে।

প্রশ্নঃ-০৩- P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 STEEM সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ- P2P এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 Steem ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলোঃ

ধাপ-১

Screenshot_1.png

প্রথমে প্রাইভেট একটিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করে নিতে হবে। তারপর স্টিম ওয়ালেট হতে স্টিম এর পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করতে হবে। দেখা যাবে সেখানে অনেক গুলো অপশন আসবে। সেখান থেকে ট্রান্সফারে ক্লিক ক্লিক করতে হবে।

ধাপ-২

2.png

তারপর যে বক্সটি আসবে তার সব গুলো ঘর পূরন করে নিতে হবে এবং মেমোর ঘরে কি উদ্দেশ্যে সেন্ড করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে।

ধাপ-৩

3.png

তারপর যে বক্সটি আসবে তাতে সব কিছু ঠিক আছে কিনা তা ভাল করে দেখে নিয়ে ওকে বাটনে ক্লি করতে হবে।

ধাপ-৪

4.png

এবার যে বক্সটি আসবে তাতে প্রাইভেট একটিভ কী দিয়ে সাইন ইন করে দিলেই steem ট্রান্সফার হয়ে যাবে।

প্রশ্নঃ-০৪- P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ-P2P এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 TRX ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলোঃ

ধাপ-১

Screenshot_1.png

প্রথমে প্রাইভেট একটিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করে নিতে হবে। তারপর স্টিম ওয়ালেট হতে Trx এর পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করতে হবে। দেখা যাবে সেখানে অনেক গুলো অপশন আসবে। সেখান থেকে ট্রান্সফারে ক্লিক করতে হবে।

ধাপ-২

Screenshot_2.png

তারপর যে বক্সটি আসবে তার সব গুলো ঘর পূরন করে নিতে হবে| তবে মেমোর ঘরে কিছু না লিখলেও চলে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে।

ধাপ-৩

Screenshot_3.png

তারপর যে বক্সটি আসবে তাতে সব কিছু ঠিক আছে কিনা তা ভাল করে দেখে নিয়ে ওকে বাটনে ক্লি করতে হবে।

ধাপ-৪

Screenshot_4.png

এবার যে বক্সটি আসবে তাতে Tron private কী দিয়ে সাইন ইন করে দিলেই Trx ট্রান্সফার হয়ে যাবে।

প্রশ্নঃ-০৫- Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং তার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ- Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার স্ক্রিনশর্টটি নিচে দেওয়া হলঃ

ধাপ-১

Screenshot_1.png

প্রথমে প্রাইভেট একটিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করে নিতে হবে। তারপর প্রোফাইল পিকচারের পাশের তিনটি ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। সেখান থেকে কারেন্সি মার্কেট সিলেক করে ক্লিক করতে হবে।

ধাপ-২

Screenshot_2.png

এখন যে পেইজ টি আসবে সেখান থেকে Buy steem এর জায়গায় প্রাইজের ঘরে সেল অর্ডার বুক থেকে প্রাইজটি এনে বসিয়ে দিতে হবে। তারপর আমি কত SBD কে steem এ কনভার্ট করতে চাই তা টোটাল এর ঘরে উল্লেখ করতে হবে। তখন দেখা যাবে এমাউন্টের ঘরে steem এর পরিমান চলে আসবে। এরপর Buy steem এ ক্লিক করতে হবে।

ধাপ-৩

Screenshot_3.png

এখন যে বক্সটি আসবে তাতে সব ঠিক আছে কিনা ভালো করে দেখে নিতে হবে।

ধাপ-৪

Screenshot_4.png

এবার যে বক্সটি আসবে তাতে প্রাইভেট একটিভ কী দিয়ে সাইন ইন করলেই হয়ে যাবে SBD কে Steem এ কনভার্ট।

প্রশ্ন-০৬-Poloniex Exchange Site এ একটি একাউন্ট Create করুন।

উত্তরঃ-Poloniex Exchange Site এ একটি একাউন্ট Createকরার স্ক্রিনশর্টটি নিচে দেওয়া হলঃ

ধাপ-১

Screenshot_1.png

Poloniex Exchange Site এ Account Create করার জন্য প্রথমে www.poloniex.com এ যেতে হবে। এরপর সাইন আপ এ ক্লিক করতে হবে।

ধাপ-২

Screenshot_2.png

এরপর ইমেইল এড্রেস এর জায়গায় একটি ইমেইল দিতে হবে এবং আটটি ওয়ার্ড সম্বলিত একটি শক্ত পাসওয়ার্ড দিতে হবে।

ধাপ-৩

Screenshot_3.png

তারপর ক্যাপচা ভেরিফাই করতে হবে।

ধাপ-৪

Screenshot_5.png

এবার দেখা যাবে ইমেইল এ একটা মেসেজ যাবে। তারপর email এর ইনবক্সে যেয়ে পাঠানো কোড টি কপি করে নিতে হবে।

ধাপ-৫

Screenshot_4.png

এরপর মেইল এর কোডটি কপি করে নিয়ে ভেরিফাই একাউন্টের ঘরে বসিয়ে দিয়ে ভেরিফাই করলেই Poloniex Exchange Site এ Account Create হয়ে যাবে।

ধাপ-৬

Screenshot_6.png

পরবর্তীতে উক্ত ইমেইল ও পাসওয়ার্ড দিয়েই একাউন্ট টি লগ ইন করা যাবে।

image.png

উল্লেখ্য যে Poloniex Exchange Site আর্থিক কার্যক্রম বন্ধ থাকার কারনে Poloniex Exchange site এ Steem Transfer, Poloniex Exchange site এ TRX Transfer এবং Steem এবং TRX কে USDT তে Exchange সংক্রান্ত কাজগুলো দেখানো সম্ভব হচ্ছে না। Poloniex Exchange Site আর্থিক কার্যক্রম পুনরায় চালু করা হলে উক্ত বিষয় গুলো একটি পোস্টের মাধ্যমে দেখানো চেষ্টা করবো। বিষয়টির জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি বিষয়টি ক্ষমা ‍সুন্দর দৃষ্টিতে দেখাবেন।

আজ এখানেই রাখছি। আগামীতে আবারও আসবো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে। সেই অবদি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW735LWMMgvNdmzY9gdTZLTvQUTjfuGerk7HkVFhydr9py91MzKuGJCHc5dMf2oCskaPxXaG7tSHnDFRpNk7aguG1SQ6oAXaRhaP3L8tnwaXyT.gif

আমার পরিচয়

আমি মাহফুজা আক্তার নীলা। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের সাথে যুক্ত আছি। আমি একজন ছাত্রী। ছেলেবেলা হতেই লেখালেখি করার প্রতি আমার বেশ আগ্রহ। আমি গান শুনতে, বই পড়তে এবং ভ্রমন করতে অনেক পছন্দ করি। ইচ্ছে আছে আপনাদের সাথে অনেক দূর যাওয়ার। অবসর সময়ে বেশী অংশে ভালো ভারো শিল্পীদের গান শুনি। তবে চেষ্টা করি কিছু মনের মত ফটোগ্রাফি করার।

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন আমার সবথেকে বেশি ভালো লেগেছে আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আপনার জন্য শুভকামনা রইল খুব শীঘ্রই হয়তো ভেরিফাইড হিসেবে আপনি আমাদের সাথে যুক্ত হবেন।

অনেক ধন্যবাদ ভাইয়া।

শুভ কামনা রইর আপনার জন্য এমন করেই এগিয়ে যান আগামীর দিকে। বেশ ভালো লাগলো আপনার আজকের লেভেল-৪ এর পরীক্ষা দেখে। প্রতিটি টপিক্স বেশ সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন। পোস্ট দেখে বুঝা যাচেছ যে লেভেলের বিষয় গুলো আপনি বেশ সুন্দর করে আয়ত্বে নিতে পেরেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

আপু আপনাকেও অনেক শুভকামনা দোয়া করবেন আপু। আর এভাবেই সবসময় পাশ থাকবেন।

আপনার পোস্ট দেখে মনে হচ্ছে বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

দেখতে দেখতে আপনি লেভেল-৪ অতিক্রম করলেন। অনেক ভালো লাগলো আপু আপনার এত সুন্দর অর্জন দেখে। আশা করি আপনি লেভেল থেকে অনেক সুন্দর শিক্ষা নিয়ে ভেরিফাইড মেম্বার হবেন। সেই সাথে আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সুন্দরভাবে কাজ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করেছেন। দোয়া করবেন আপু। আপনার প্রতিও শুভকামনা রইল।