জেনারেল রাইটিং- ব্যস্ততাই জীবন

in hive-129948 •  22 hours ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ বন্ধুরা আজ আমার জেনারেল রাইটিং এর বিষয় হলো ব্যস্ততাই জীবন।

Growth (6).png

জীবন মানেই হলো ব্যস্ততা। আর ব্যস্ত মানুষগুলো হলো নিজেরাই একটি অধ্যায়। ব্যস্ততা থাকা মানে নিজেকে হাজারও চিন্তা ভাবনা আর কষ্ট দুঃখ থেকে মুক্তি দেওয়া। ব্যস্ততা মানেই হচ্ছে সফলতার হাজারও দোয়ার খুলে দেওয়া। আর ব্যস্ততা মানেই হচেছ নতুন কিছু আবিস্কার করা। আমার মনে হয় পৃথিবীতে যে যত বেশী ব্যস্ত তার কষ্ট ততটাই কম। কারন ব্যস্ততার কারনেই কিন্তু চারপাশের অনেক রং আমাদের কে ছুঁতে পারে না। পারে না আমাদের কে দুঃখ আর কষ্ট দিয়ে ভেঙ্গে দিতে।

যে যতটা ব্যস্ত, সে ততটাই সুখী। কারন ব্যস্ততার কারনে কিন্তু একজন মানুষ জীবনের দুঃখগুলো কে ভুলে যেতে পারে বেশ অনায়াসে। ভুলে যেতে পারে হাজারও মানুষের আঘাত। যার কারনে মানুষ মানসিক কারনে ভোগে কম। আর ব্যস্ত জীবন থাকায় মানুষের ঘুমও হয় ভালো। সারা দিনের ব্যস্ততা দেহে নেমে আসে এক রকমের ক্লান্তি। যার কারনে ঘুমও হয় বেশ ভালো। আর ভালো ঘুম কিন্তু দেহ আর মন কে প্রশান্তি যোগায়। ব্যস্ত জীবন যেমন মানুষ কে নতুন নতুন আবিস্কারের দ্বার প্রান্ত নিয়ে যায়, ঠিক তেমন করে ব্যস্ততা মানুষ কে এনে দেয় সুখ শান্তি আর প্রশান্তি। আমরা কখনওই নিজেকে যোগ্য হিসাবে প্রমান করতে পারবো না, যতক্ষন না আমরা নিজেদের কে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারবো। আর একমাত্র ব্যস্ত জীবনই পারে আমাদের কে দক্ষ হিসাবে গড়ে তুলতে।

ব্যস্ততা মানুষ কে খারাপ পথ থেকে দূরে সরিয়ে রাখে। একজন মানুষ যতটা ব্যস্ত তার খারাপ পথে যাওয়ার সময় কম। একজন মানুষ যত ব্যস্ত তার খারাপ সঙ্গ থাকার সম্ভবনা কম। ব্যস্ততা আমাদের কে খারাপ কাজ, অসৎ সঙ্গ থেকে অনেকটা দূরে সরিয়ে রাখে। যার কারনে কোন খারাপ সময় আমাদের কে ছুঁতেও পারে না। যেহেতু ব্যস্ততা আমাদের কে সময় কম দেয় তাই আমাদের অহেতুক গল্প করার প্রবনতাও কমে যায়। আর এর ফলে আমরা অহেতুক আলাপচারিতা থেকেও মুক্ত থাকতে পারি। এছাড়া ব্যস্ততার কারনে অহেতুক মানুষের পিছে লেগে থাকা হয়ে উঠে না। যার কারনে আশেপাশের মানুষের সাথে সব সময় ভালো সম্পর্ক থাকে। আর নিজেদের মধ্যে এবং আপনজনদের কাছে নিজের একটি ব্যক্তিত্ব থাকে। সব মিলিয়ে ব্যস্ততা বা ব্যস্ত জীবনই কিন্তু জীবন। আর ব্যস্ত থাকার ফলে দিনের পর দিন আমাদের জীবনেও আসে সফলতা আর উন্নতি। তাই তো আমাদের সবারই ব্যস্ত থাকার চেষ্টা করতে হবে এবং নিজেকে নতুন কিছু জানার জন্য সব সময় প্রস্তুত রাখতে হবে।

আশা করি প্রতিদিনের মত করে আজও আপনাদের কাছে আমার আজকের পোস্টটি বেশ ভালো লেগেছে। আপনাদের মন্তব্যের আসায় রইলাম।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আপনি ঠিকই বলেছেন।মানুষ যত বেশি ব্যস্ততায় থাকে সে ততই টায় সুখী থাকে।কারন তার যতই দুঃখ কষ্ট থাকুক না কেনো সে ব্যস্ততায় সব কিছু ভুলে যায়। যাইহোক আপনার পুরো পোষ্টটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

সত্যিই, ব্যস্ত জীবন মানুষের মনোযোগ বিভ্রান্তি থেকে দূরে রাখতে সাহায্য করে এবং একদিকে যেমন নতুন কিছু আবিষ্কারের সুযোগ দেয়, তেমনি এটি মানুষকে খারাপ সঙ্গ এবং খারাপ পথে যাওয়ার থেকে দূরে রাখে। ব্যস্ত জীবন মানে শুধু কাজ নয়, বরং নিজের দক্ষতা উন্নত করা এবং মানসিক শান্তি লাভ করা। ধন্যবাদ বিষয়টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Polish_20250305_155308904.jpg