আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৩ || শরৎ এর বিকেলের কিছু ফটোগ্রাফি

in hive-129948 •  3 months ago  (edited)

আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রিয় কমিউনিটির ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাই সবসময় ভালো থাকেন আমি এই দোয়াই করি। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আসলে যতই দূরে থাকিনা কেন মনে হয় যেন আপনাদের সবার কাছেই আছি। আর সবার আরও কাছে থাকার জন্য সবসময় নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হই । আর এতে করে আমাদের এই পরিবারে সম্পর্ক আরও মজবুত আর ভালোবাসায় বন্ধনে শক্ত থাকে। আসলে এই কমিউনিটিতে আসার পর ফটোগ্রাফি করা এখন আমাদের সবার একটি নেশায় পরিনত হয়েছে। যে যেখানে যাইনা কেন যাই দেখি ইচ্ছে হয় মোবাইলে ক্যাপচার করে রাখি।

image.png

বন্ধুরা আজও আপনাদের জন্য রয়েছে আমার আরও একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আসলাম। কিছুদিন আগেই দেখেছি যে কমিউনিটিতে ফটোগ্রাফি পোস্টের প্রতিযোগিতা দিয়েছে। আর এদিকে আমিও আপুদের সাথে কয়েকদিন আগে শরৎ এর কাশবন দেখতে বেড়িছিলাম। আজ যেহেতু ফটোগ্রাফির প্রতিযোগিতা দেখতে পেলাম তখন ভাবলাম আর দেরী কেন আমিও মোবইলে থাকা কয়েকটি ফটোগ্রাফি সবার সাথে শেয়ার করি।যদিও পোস্টটি করতে অনেক দেরী হয়ে গিয়েছে তবুও সুযোগটি আর হাতছাড়া করতে মনে চাইলো না। দেখেন তো আপনারা কেমন হয়েছে আমার ফটোগ্রাফি গুলো।

শরৎ এর বিকেলের কিছু ফটোগ্রাফি

image.png

image.png

আমাদের দেশের ষড়ঋতুর দেশ। এদেশের প্রতিটিই ঋতুই তার নিজের আঙ্গিকে বেশ সুন্দর। আর তাই তো আাদের দেশের প্রতিটি ঋতুতে প্রকৃতি সাজে তার আপন সাজে। প্রকৃতি অপরূপ রূপে চারদিকের পরিবেশ হয়ে উঠে আরও সুন্দর এবং সাবলীল। আর প্রকৃতির সেই অপরূপ রূপ কে উপভোগ করতে আমরাও হয়ে উঠি উতালা। তাই তো শরৎ এর এমন একটি সময় কে আর হাতছাড়া করতে মনে চায়নি। মনে চায়নি কাশফুল দেখার আগ্রহটাকেও দমিয়ে রাখতে। সেদিন যখন আপু আর ভাইয়া শরৎ এর কাশফুল দেখার জন্য আমাকেও সাথে নিতে চাইলো আমি এতটুকু পিছ পা হইনি। না গেলে যে সব কিছুই বৃথা।

image.png

image.png

image.png

আমরা যখন কাশফুল দেখার জন্য পৌঁছে গেলাম তখন তো প্রায় সন্ধ্যে ছুঁই ছুঁই। সূর্য তখন অস্ত যাওয়ার সময়। তাই তো রাস্তায় দাঁড়িয়েই সেই দূর আকাশের সূর্য অস্ত যাওয়ার দৃশ্য ক্যামেরা বন্দী করে নিলাম। সেই সাথে ক্যামেরা বন্দী করে নিলাম কাশফুলের মাঝে সূর্যের লাল রং কেও। শরৎকালে যে বিকেলের সূর্য এতটা সুন্দর হয় সেটা আগে কখনও দেখা হয়নি। সাদা কাশফুলের উপরে লাল সূর্যের আবরণ চারদিকের পরিবেশ কে অনেক সুন্দর করে তুলেছিল সেদিন। সেই সাথে মনের মাঝেও বেশ প্রশান্তির ছোঁয়াও বযে যাচ্ছিলো।

image.png

image.png

image.png

কাশফুলের বাগান, সূর্যাস্ত, শরৎ কালের বিকেলের মেঘলা আকাশ, নদীর ঘাটে নৌকা বাধাঁ সব কিছুই আমি আজকের পোস্টে রাখার চেষ্টা করেছি। কারন শরৎ কালের প্রতিযোগিতায় যেমন বিকেলের সূর্যাস্থের কদর থাকবে, তেমনি করে কদর থাকবে হঠাৎ কালো মেঘে ঢেকে যাওয়া আকাশেরও। তেমন করে রঙিন আকাশে সাদা মেঘের ভেলাও কিন্তু একেবারে বাদ যাবে না। আবার মেঘের অন্ধকারে নদীর ঘাটে বেধেঁ রাখা নৌকার কথাই বা কি করে ভুলি। সব মিলিয়ে একটি সুন্দর ফটোগ্রাফি পোস্ট করার চেষ্টা করেছি।

কেমন লেগেছে আমার আজকের ফটোগ্রাফিগুলো? আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলোও অবশ্যই ভালো লেগেছে। আজ তাহলে এখানেই আপনাদের সাথে আমার আজকের ব্লগটি শেষ করছি। আবারও আগামীকাল নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আপনাদের সবার সু-স্বাস্থ কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।

ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসOPP-A16
ফটোগ্রাফার@mahfuzanila
ভৌগলিক অবস্থানবাংলাদেশ

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

ধন্যবাদ সকলকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনি আজকের ব্লগে শরতের বিকেলের সৌন্দর্য তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো। খুব সুন্দর দেখতে ফটোগ্রাফি গুলো করেছেন আপনি। এত সুন্দর ফটোগ্রাফি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিলেন এটা দেখে ভালো লাগলো। শরৎকালীন দৃশ্য অনেক সুন্দর। বিশেষ করে বিকেল বেলার দৃশ্যটা বেশি সুন্দর।

চেষ্টা করলাম মাত্র। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

শরতের বিকেলের দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। কাশফুলের সাথে সূর্যাস্তের দৃশ্য অনেক বেশি ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

আপু আপনি পড়ন্ত বিকালের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব সুন্দর হয়েছে। বিকাল বেলা এমন সুন্দর পরিবেশে সময় কাটাতে খুব ভালো লাগে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।

যদিও গতকাল রাতে ফলাফল দেওয়া হয়ে গিয়েছে কিন্তু আমি ফটোগ্রাফি গুলো দেখছি আজ। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো আপু। শরৎকালে প্রকৃতির এই অনিন্দ‍্য সুন্দর দিক তুলে ধরেছেন আপনি। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে ।।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপু আপনি পরন্ত বিকেলের অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছে। যদিও প্রতিযোগিতার ফলাফল দিয়েছে, তার পরেও শরতের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

বাহ ফটোগ্রাফি গুলো দেখে তো বেশ ভালো লাগলো।শরৎ এর সৌন্দর্য মানুষকে বেশি মুগ্ধ করে। আপনি ধৈর্য ধরে ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে করেছেন। এক একটা ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর শরৎ এর ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর করে মন্তব্য করার জন্য।

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এখানে আপনি একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন৷ ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

চেষ্টা করেছি ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ধন্যবাত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

প্রতিযোগিতায় আপনাকে দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। এমন করে সব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে আপনার কাছে আরও ভালো লাগবে। আশা করি আগামীর প্রতিযোগিতায়ও আপনাকে দেখবো।

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।