আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা - ৫২ || স্পেশাল ভ্যালেন্টাইনস কার্ড ||

in hive-129948 •  9 months ago  (edited)

আসসালামু আলাইকুম

বন্ধুরা কেমন আছেন? আশা করি এই ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষ কে নিয়ে বেশ ভালো আছেন। আমিও কিন্তু পরিবার নিয়ে ভালোবাসার ছোঁয়ায় বেশ ভালো আছি। ভালোবাসার ব্যাখ্যা এক এক জনের কাছে এক এক রকমের । আমার কাছে ভালোবাসার কোন দিন বা ক্ষন নেই। প্রিয় মানুষগুলো কে সারাটি জীবন ভালোবাসা যায়। রাখা যায় মনের গহিনে।

কমিউনিটিতে জয়েন করার পর হতে দেখে আসছি যে নতুন নতুন প্রতিযোগিতা। আর সবাই এত ক্রেয়েটিভ যে প্রতিযোগিতায় অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এবার ও তাই হয়েছে। । ভালোবাসা দিবস উপলক্ষ্যে কমিউনিটির সবাই অনেক সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেছে। আর সবার অংশগ্রহণ দেখে আমারও মনে চাইছে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে। আর তাই তো বসে থাকতে পারলাম না শেষ সময়ে এসে আমার অংশ গ্রহণ নিশ্চিত করলাম।

image.png

image.png

image.png

image.png

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

 রঙিন কাগজ
 গ্লিটার কাগজ
 আঠা
 স্কেল

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে রঙিন কাগজ গুলো ভাজ করে নিতে হবে।

ধাপ-২

image.png

এবার লাল এবং কালো কাগজ গুলো কেটে নিয়ে ফুল এবং লাভ চিহ্ন বানিয়ে নিতে হবে।

ধাপ-৩

image.png

image.png

এবার সাদা এবং লাল লাভ চিহ্ন কেটে নিযে একটির উপর আর একটি লাগিয়ে দিতে হবে।

ধাপ-৪

image.png

এবার লাল এবং সাদা কাগজ গুলো লম্বা করে কেটে একটির উপর আর একটি লাগিয়ে দিতে হবে।

ধাপ-৫

image.png

এবার গ্লিটার কাগজ গুলো সুন্দর করে লাভ চিহ্ন করে কেটে নিতে হবে।

ধাপ-৬

image.png

এবার কেটে নেওয়া গ্লিটার কাগজ গুলো কেটে রাখা সাদা এবং লাল রং এর কাগজের উপর লাগিয়ে দিতে হবে।

ধাপ-৭

image.png

এবার কালো রং এর কাগজ টি কে ভাজ করে নিয়ে কার্ড বানিয়ে নিতে হবে।

ধাপ-৮

image.png

এবার গ্লিটার কাগজ দিয়ে বানানো সব গুলো কাগজ সেই কার্ডের উপর লাগিয়ে দিতে হবে।

ধাপ-৯

image.png

এবার কার্ডের মাঝখানে একটি গ্লিটারের লাভ মার্ক লাগিয়ে দিতে হবে’ এবং পুরো কার্ডের মধ্যে ছোট ছোট লাভ মার্ক লাগিয়ে দিতে হবে।

ধাপ-১০

image.png

এবার কার্ডের উপরে ছোট ছোট চিরকুটে শুভেচ্ছা বার্তা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।

শেষ-ধাপ

image.png

image.png

এবার বানানো কার্ড টির উপরে একটি লাভ মার্ক অঙ্কন করে বন্ধ করে দিতে হবে। তাহলেই হয়ে যাবে আমার ভালোবাসা দিবসের কার্ড।

আর এভাবেই একটু একটু করে শেষ করে ফেললাম আমার আজকের প্রতিযোগিতায় অংশ গ্রহণের কার্ড টি। আমার ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না কেমন হয়েছে ? তবে আমি আশা করি আপনাদের আমার এই কার্ডটি ভালো লাগবে। আর আপনাদের মন্তব্য পেলে আমি বুঝবো যে আমি আপনাদের মাঝে একটি সুন্দর পোস্ট শেয়ার করতে পেরেছি। তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের ভালোবাসা নিয়ে আবার নতুন কোন ব্লগ নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমার পছন্দ ঘোরাঘুরি ভ্রমন করা ,ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই কনটেস্টে অংশগ্রহণ করায়। খুব সুন্দর একটি ভ্যালেন্সটাইন ডে কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। চমৎকার হয়েছে আপনার এই অসাধারণ কার্ড তৈরি করা। আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে আপনার এই সুন্দর কার্ড দেখে

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য। আশাকরি সব সময় পাশে পাব।

Posted using SteemPro Mobile

আসলে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। ভালোবাসার জন্য নির্দিষ্ট কোন দিন নেই। তবুও শুধু কিন্তু ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে হিসেবে পালন করে। যাই হোক ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তৈরি করা এই সুন্দর কার্ডটা আমার খুব ভালো লেগেছে। ভেতরটা যেমন সুন্দর হয়েছে তেমনি উপরের অংশ অনেক সুন্দর কাজ করেছেন। গ্লিটার আর্ট পেপার ব্যবহার করার কারণে আরো বেশি সুন্দর লাগছিল। আমি আপনার এই নিখুঁত কাজের প্রশংসা করতে হচ্ছে।

অসংখ্য ধন্যবাদ আপু খুব চমৎকার করে সাবলীল মন্তব্যর মাধ্যমে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন প্রতিযোগিতা কে কেন্দ্র করে। আশা করছি ভালো কিছু হবে।অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল।

আসলে ভাইয়া কিছুটা ব্যস্ত সময় পার করছি তো। তাই হঠাৎ মাথায় এলো দেখি একটি কার্ড বানিয়ে শেয়ার করি। রাতে১১ এগারোটার দিকে তাড়াতাড়ি করে কার্ডটি বানালাম। তারপর সবকিছু মিলিয়ে পরিবেশন করতে করতে কিছুটা দেরি হয়ে গেছে।ধন্যবাদ ভাই আপনাকে। এত চমৎকার করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

স্পেশাল ভ্যালেন্টাইন্স ডের জন্য কার্ড তৈরি করা হয়েছে দেখে ভালো লাগলো। এই ধরনের সুন্দর সুন্দর কার্ড গুলো দেখতে অনেক ভালো লাগে। এই প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন দেখে সত্যি ভালো লেগেছে। আসলে আমিও মনে করি ভালোবাসা প্রত্যেকটা দিন। এখানে নির্দিষ্ট কোন সময় নেই। যাইহোক ভেতরের লেখাগুলো লিখেছেন দেখে ভালো লেগেছে। সুন্দর এই কার্ড তৈরি করার পদ্ধতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সহযোগী মূলক এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

ভ্যালেন্টাইনস ডে কার্ড খুব সুন্দর একটি কার্ড তৈরি করলেন। মাঝখানে খুব সুন্দর একটি লাভ দেওয়ার কারণে বিষয়টা আরো অনেক ভালো লাগলো। এরকম কার্ড গুলো এমনিতেও যেকোনো সময় তৈরি করলেও বেশ সুন্দর দেখায়। কখনো কখনো প্রিয় মানুষদেরকে এই ধরনের কার্ডগুলো গিফট করলে তারা খুব খুশি হবে। আমার কাছে আসলেই আপনার তৈরি করা এই কার্ড অনেক ভালো লাগলো। আপনি যেভাবে ধাপে ধাপে তৈরি করেছেন যে কেউ খুব সহজেই দেখে অনেক সুন্দর ভাবে তৈরি করতে পারবে।

আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে ভীষণ খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।