ডাই পোস্ট- টিউলিপ ফুলসহ ফুলদানী

in hive-129948 •  3 days ago  (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ডাই পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

বন্ধুরা আজ অনেকদিন পর আবারো চেষ্টা করলাম ক্লে দিয়ে কিছু বানিয়ে আপনাদের সবার মাঝে শেয়ার করার জন্য। আর সেই চেষ্টা থেকেই বানিয়ে ফেললাম ফুল সহ একটি ফুলদানি। আসলে ক্লে দিয়ে বিভিন্ন ডাই বানাতে আমার অনেক ইচ্ছে করে। তার সাথে আরো ইচ্ছে করে পেইন্টিং ও বিভিন্ন রঙিন কাগজের সুন্দর সুন্দর ডাই বানাতে। যদিও আপনাদের মত এত সুন্দর করে সেরকম ভাবে কোন কিছু বানাতে পারিনা।

আপনাদের সবার প্রতিভা গুলো দেখে অনেক ভালো লাগে। আর তাই মাঝে মাঝে আমিও চেষ্টা করি ।আজ সেভাবে চেষ্টা থেকেই একটি ফুলসহ ফুলদানি বানিয়ে সেটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। আমি আশা করছি আমার আজকের এই ফুলদানিটি কিছুটা হলেও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ফুলদানি সহ ফুলের ডাই পোস্টটি দেখে আসি।

Photoroom-20250105_172703.png

Photoroom-20250105_172625.png

InFrame_1736059150294.jpg

InFrame_1736058639281.jpg

InFrame_1736058395079.jpg

InFrame_1736058350870.jpg

Photoroom-20250105_172421.png

প্রয়োজনীয় উপকরণ


image.png

InFrame_1736094657758.jpg

প্রথমে ক্লে দিয়ে ফুলদানি বানানোর জন্য রেডি করে নিলাম।

ধাপ - ২ :

InFrame_1736057755046.jpg

এবার সেই ফুলদানির উপরের মাথার অংশ থেকে ছুরি দিয়ে কেটে নিলাম।

ধাপ - ৩ :

InFrame_1736057839219.jpg

এবার ফুলদানির কাটা দুটি অংশকে ক্লে ছুরি দিয়ে সুন্দর করে ডিজাইন করে আবার একসাথে দুটিকে জোড়া লাগিয়ে সুন্দর ডিজাইনেরএকটি ফুলদানি বানিয়ে নিলাম।

ধাপ - ৪ :

InFrame_1736057889250.jpg

এবার আবার বেগুনি কালার ক্লে নিয়ে একটু চেষ্টা করে বন্ধ করে বানিয়ে নিলাম সেটাকে আবার দুই সাইট থেকে ক্লে ছুরি দিয়ে সুন্দর করে ক্লে কেটে মাঝখানের চিকন ক্লে দিয়ে একটি ফিতা বানিয়ে নিলাম ফুলদানির মাঝে ডিজাইন করার জন।

ধাপ - ৫ :

InFrame_1736057916344.jpg

এবার ক্লে দিয়ে বানানো বেগুনি কালার ফিতাটাকে কে ফুলদানির মাঝে সুন্দর করে বসিয়ে দিলাম

ধাপ - ৬ :

InFrame_1736057954551.jpg

এবার ফুলের ডালের জন্য চিকন গুনা ও সবুজ কালার ক্লে নিয়ে নিলাম।

ধাপ - ৭ :

InFrame_1736057976388.jpg

এবার ক্লের মধ্যে গুনা দিয়ে এক এক করে পাঁচটি ডাল বানিয়ে নিলাম।

ধাপ - ৮ :

InFrame_1736058060040.jpg

এবার প্রথমে বেগুনি কালার ক্লে দিয়ে ফুলের মাঝে অংশ ও কয়েকটি পাতা বানিয়ে নিলাম।

ধাপ - ৯ :

InFrame_1736058193241.jpg

এরপর আবারো গোলাপি ও বেগুনি কালার ক্লে দিয়ে আরো কয়েকটি ফুলের পাপড়ি ও ফুলের মাঝের অংশ বানিয়ে নিলাম

ধাপ - ১০ :

InFrame_1736097546475.jpg

এবার আবারো সবুজ কালার ক্লে দিয়ে ডালের জন্য পাতা বানিয়ে নিলাম।

ধাপ - ১১ :

InFrame_1736058267532.jpg

এভাবে এক এক করে ফুল সহ ডাল ও পাতা বানিয়ে অনেকগুলো ফুল বানিয়ে ফুলদানির জন্য রেডি করে নিলাম এবং সবগুলো ফুল সুন্দর করে ফুলদানিতে বসিয়ে দিলাম।

ফাইনাল আউটপুট :

InFrame_1736058770571.jpg

এভাবে সম্পূর্ণ হয়ে গেল আমার ক্লে দিয়ে বানানো একটি চমৎকার ফুলদানি সহ ফুল। আশা করছি আমার আজকের এই ফুলসহ ফুলদানিটি আপনাদের সবার মন ছুতে পেরেছে।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই দারুণ টিউলিপ ফুলসহ ফুলদানী তৈরি করেছেন আপনি। এ ধরনের চমৎকার ডাই প্রজেক্ট গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি তৈরি করেছেন। এত চমৎকার একটি টিউলিপ ফুলসহ ফুলদানী তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সব সময় প্রশংসিত মন্তব্য করে পাশে থাকার জন্য।

image.png

InFrame_1736153627136.jpg

আপু ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে তার থেকেও আমার কাছে বেশি ভালো লাগলো আপনার উপস্থাপনা।খুবই সুন্দরভাবে টিউলিপ ফুলগুলো তৈরি করেছেন। এই ফুলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

আমার ডাই ফুলগুলো ও তার উপস্থাপনা আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।

আরিব্বাস টিউলিপ ফুলসহ ফুলদানি এমনভাবে তৈরি করেছেন যা দেখে মনে হচ্ছে এটি প্রকৃতিগত বাস্তবিক ফুল। আপনার নিখুঁত শিল্পকর্মের পরিচয় দিয়েছেন। এরকম ডাই গুলো দেখতেও যেন ভীষণ ভালো লাগে। ফুল এবং ফুলদানি তৈরির পুরো প্রসেসটি খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রত্যেকটি বিষয়কে গুছিয়ে সহজভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।

আমি চেষ্টা করি পোস্টগুলো আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ পাশে থাকার জন্য।

ক্লে দিয়ে আপনি এত সুন্দর করে টিউলিপ ফুল সহ ফুলদানি তৈরি করলেন দেখে খুব ভালো লাগলো। প্রতিটা ফুল দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার কাছে অসম্ভব দারুণ লেগেছে আপনার তৈরি করা এই ফুল সহ ফুলদানি। নিশ্চয়ই অনেক সময় নিয়ে তৈরি করেছিলেন। ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে ভালোই লাগবে।

আপু সময় লেগেছে। তবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে আমার ডাই টিউলিপ ফুলের সার্থকতা পেয়েছে।

আপনি ক্লে দিয়ে চমৎকার টিউলিপ ফুলসহ ফুলদানী তৈরি করেছেন। ক্লে দিয়ে তৈরি ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনি তৈরির প্রতিটি ধাপ সমূহ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন। এই ধরনের ফুল গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখলে ভীষণ ভালো লাগে। এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

টিউলিপ ফুল দেখে তো সত্যিকারের ফুল ভেবেছিলাম আপু। ফুল এবং ফুলদানি দুটোই অসাধারণ হয়েছে। সত্যি আপু একদম সত্যিকারের টিউলিপ ফুলের মতোই লাগছে দেখতে। দারুন হয়েছে আপনার এই পোস্ট।

আমার টিউলিপ ফুলগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

আসলে ক্লে ব্যবহার করে যে কোন ধরনের দৃশ্য তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে টিউলিপ ফুলসহ ফুলদানী তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুলসহ ফুলদানি টি অনেক বেশি সুন্দর লাগছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, ধাপ গুলো দেখে বেশ ভালো লাগলো।

আমার টিউলিপ ডাই ফুলগুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।

ভিন্ন কালারের ফুল গুলো খুবই চমৎকার লাগছে দেখতে। ফুলদানি সহ খুব সুন্দর ফুল তৈরি করেছেন আপনি। কালার কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে। ভালো লাগলো আপনার আজকের ডাইপ্রজেক্ট দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ফুলদানি তৈরি করে শেয়ার করার জন্য।

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

ক্লে দিয়ে তৈরি করেছেন আপু এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর কালার কম্বিনেশন খুবই সুন্দর ছিল। ফুলগুলো বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ ক্লে দিয়ে সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার ক্লে দিয়ে বানানো ফুলগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

  ·  2 days ago (edited)

বাহ ক্লে দিয়ে তো খুব সুন্দর টিউলিপ ফুল তৈরি করে ফেলেছেন। সাথে আবার ফুলদানি ও তৈরি করেছেন। দেখতে তো চমৎকার লাগছে। যেমন সুন্দর ফুল তৈরি করেছেন তেমন সুন্দর ফুলদানি। পোস্টটি দেখে খুব ভালো লাগলো। ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে খুব চমৎকার লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

আমার ক্লে ফুলগুলো নিয়ে প্রশংসিত মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

আপু আপনি ক্লে দিয়ে টিউলিপ ফুল সহ টব তৈরি করেছেন দেখে খুব ভালো লাগছে। বর্তমানে এ ধরনের প্রজেক্ট গুলো আমার বাংলা ব্লগে প্রচুর পরিমাণে দেখা যায়। আসলে সবার এ ধরনের ক্রিয়েটিভিটি দেখতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোষ্টে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।গঠনমূলক মন্তব্য করার জন্য।

টিউলিপ ফুল দেখে খুব ভালো লাগলো। টিউলিপ ফুলসহ ফুলদানী তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আপনি আজ ক্লে দিয়ে বেশ সুন্দর টিউলিপ ফুল তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। টিউলিপ ফুলসহ ফুলদানী তৈরি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ডাই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ। টিউলিপ ফুলগুলো নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য ভাইয়া।

বাহ্ আপু ক্লে দিয়ে অসাধারণ একটি টিউলিপ ফুলসহ ফুলদানি তৈরি করছেন আপু আপনি। ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই পোস্ট গুলো দেখতে চমৎকার লাগে।খুব সুন্দর একটি ডাই পোস্ট আপু আপনি শেয়ার করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আমার ডাই ফুলগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপু।

আরে বাহ্ আপনিতো দেখছি একজন ভালো মানের ক্রেয়েটর হয়ে যাচেছন। আজ তো বেশ দারুন একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এক কথায় অসাধারন। আপনার এমন ক্রেয়েটিভিটি দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

এত সুন্দর করে প্রশংসা করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

টিউলিপ ফুলটা আমার বেশ পছন্দের। টিউলিপ ফুল সহ ফুলদানি টা বেশ দারুণ তৈরি করেছেন। বেশ চমৎকার লাগছে দেখতে। ক্লে দিয়ে দারুণ করেছেন এটা। পাশাপাশি পোস্ট টা বেশ দারুণ
উপস্থাপন করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

টিউলিপ ফুল আমারও অনেক পছন্দের ভাইয়া। ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।

ক্লে দিয়ে কিছু বানাতে এবং দেখতে খুব ভালো লাগে আমার কাছে। আপনি দেখতেছি ক্লে দিয়ে খুব সুন্দর টিউলিপ ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। ঘরের মধ্যে বা অফিসের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। আর ক্লে নরম এই কারণে যে কোন কিছু তৈরি করা যায় সহজে। ধন্যবাদ ক্লে দিয়ে এত সুন্দর করে ফুলসহ ফুলদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাইয়া ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি ফুলগুলো। ধন্যবাদ দারুন মন্তব্যের জন্য।

ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে টিউলিপ ফুলসহ ফুলদানি বানিয়েছেন আপু। চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো ফুলও ফুলদানি টি।ধাপে ধাপে ফুলদানি বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।