স্ব-রচিত কবিতা- শীতের পিঠা

in hive-129948 •  19 hours ago 

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

আজও আমি আপনাদের জন্য একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আসলে এই কমিউনিটিতে এসে আপনাদের সবাইকে দেখে আমারও কবিতা লেখার উৎসাহ জাগলো। আর সেই উৎসাহ থেকেই আমিও নিজের মনের আবেগ আর অনুভূতি থেকে ছন্দে ছন্দে কবিতা লেখার চেষ্টা করি। আসলে কবিতা লেখতে আবেগ দক্ষতা সৃজনশীলতা থাকা প্রয়োজন। যার কোনটাই আমার নেই। তবুও যে মন মানে না। তাই মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি।আর আপনাদের মাঝে একটি করে কবিতা শেয়ার করার জন্য হাজির হই। আজও ঠিক সেই ভাবেই আপনাদের সবার ভালোবাসা আর অনুপ্রেরণা নিয়ে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। আসলে সবারই অনেক স্বপ্ন থাকে। তাই এখন কবিতা নিয়ে স্বপ্ন দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম আমি যদি আকাশ ছুঁতে পারতাম। তাহলে মেঘও ছুঁতে পারতাম। মেঘের সাথে মনের যত খেলা আছে সকল খেলা করতাম। সূর্যের আলোও ছুঁতে পারতাম। মাঝে মাঝে বিশাল আকাশের দিকে চেয়ে থাকি। আর কল্পনাতে হারিয়ে গিয়ে কত কথা ভাবি । আজও আমি হারিয়ে গিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের এই কবিতা। তবে আমি আশা করি আজকেও আমার কবিতা আপনাদের ভালো লাগবে। কল্পনার লেখাগুলো কল্পনার মতোই সুন্দর হয়। তাই আজও আমার কবিতা আপনার ভালো লাগবে। তাহলে চলুন আজ আমি কি কবিতা লিখলাম দেখে আসি।

nature-6891549_1280.jpg

Source

স্ব-রচিত কবিতা
শীতের পিঠা

লেখা- মাহফুজা নীলা

আসছে শীত বছর ঘুরে,
পিঠা পায়েস সবাই খাবে,
নতুন চালের পিঠা দিয়ে,
ঘ্রাণ ছড়াবে সবার ঘরে।।

হরেক রকম পিঠা দিয়ে,
সাজবে বাসন নিজের মনে,
মজার মজার পিঠা দেখে,
আমরা হবো মাতাল সবে।।

ভাপা, কুলি পাটিসাপটা,
খেতে গেলেই লাগে ঝাপটা,
চিতই পিঠা খাওয়ার জন্য
লাগে তখন হাঁসিহাসা।।

শীতের রাতে সবাই মিলে,
এমন মজার পিঠা খেতে,
চাতক পাখির মত করে,
বাংলার সবাই চেয়ে থাকে।।

ফিন্নি পায়েস কত কিছু,
সাথেই আবার থাকে নাড়ু,
শিশির ভেজা শীতের দিনে,
সবাই শুধু এসব খোঁজে ।।

তাই বলি আসছে শীত,
সবাই মিলে ধর গীত,
নতুন ধানের ফসল দিয়ে,
ভরবো মন পিঠা পায়েসে।।

পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Screenshot_1.png

কবিতার ভাষার লাইনগুলো পড়ে একদিক থেকে খেতে মন চাইছে আরেকদিক থেকে ঘ্রাণ পাচ্ছি হা হা হা। দারুন কবিতা লিখেছেন আপু চমৎকার কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

শীতকাল মানেই পিঠা উৎসব। শীতকাল চলে আসলেই বিভিন্ন ধরনের পিঠা পুলির উৎসব লেগে যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শীতের পিঠা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো । আপনি কবিতা টি সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

শীতকাল মানেই তো পিঠা পুলির উৎসব শুরু হওয়া। শীতের সময় বিভিন্ন রকম পিঠাপুলি খেতে অনেক বেশি ভালো লাগে । প্রত্যেকটা বাড়িতে পিঠার আমেজ সৃষ্টি হয় তখন। আর সবাই মিলে গরম গরম পিঠা খাওয়ার সময় অনেক আনন্দ হয়। অনেক সুন্দর করে আপনি আজকের এই কবিতাটা লিখেছেন। আমার কাছে পুরো কবিতাটা খুব ভালো লেগেছে পড়তে।