আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ বন্ধুরা আজ আমার জেনারেল রাইটিং এর বিষয় হলো বন্ধুত্ব হলো দুটি হৃদয়ের একটি অভিন্ন মন।
আজ আমি বন্ধু নিয়ে আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, বন্ধু আমাদের সবারই কম বেশি থাকে। সেই ছোট থেকে বড় পর্যন্ত যেকোনো বয়সেরই বন্ধু বানানো যায়। বন্ধুত্ব মানে না কোন বয়স। মানে না কোন ধনী, গরীব, অসহায়, নিঃস্ব,বা প্রাচুর্য। একমাত্র মনের সাথে মনের মিল থাকলে বন্ধুত্ব হওয়া যায়। বন্ধুত্ব সম্পর্ক হচ্ছে মনের মিল একে অন্যের সাথে কথা বলা পথ চলা সকল কিছু শেয়ার করা সুখ-দুঃখে পাশে থাকা বন্ধুর মুখ দেখে সবকিছু বলতে পারা একি খাবার দুজনে শেয়ার করা একেই বলে আসল বন্ধুত্ব। কিন্তু আমাদের কারো জীবনে এই ধরনের বন্ধু আছে কিনা জানিনা।
আমিও এটাই মনে করি যে বন্ধুত্ব হল এক অপূর্ব অনুভূতির নাম যেখানে দুটি বন্ধুত্বের হৃদয় এক হয়ে যায়। দুটি মন একই চিন্তাভাবনা করে। একই সাথে হাসে ও একই সাথে কাঁদে। আর প্রকৃত বন্ধু হল নিঃস্বার্থ ভালোবাসা যে নাকি নিঃস্বার্থভাবে কাউকে ভালবাসতে পারবে সেই হলো আসল বন্ধু। আবার কার সাথে যদি একে অপরের বোঝাপড়া ও ভালো থাকে সেটাকে বলে আসল বন্ধুত্ব। আমি দুদিন তোমার সাথে বন্ধুত্ব রাখলাম পরে তোমার কোন কাজে তোমাকে ভুল বুঝে হাত ছেড়ে চলে গেলাম সেটাকে কোন বন্ধু বলে না সেটাকে বলে স্বার্থপরতা।
একজন বন্ধুর সাথে কোন রক্তের সম্পর্ক না হলেও আমি মনে করি একটি বন্ধুত্ব হল আত্মার সম্পর্ক। আর প্রকৃত বন্ধু যারা তারা শুধু আনন্দ মুহূর্তগুলোর সময় পাশে থাকে না তারা সুখ দুখে সব সময় হাতে হাত ধরে শক্তভাবে আঁকড়ে থাকে। আর বন্ধুত্বের আসল সৌন্দর্য হল একজন সত্যিকারের বন্ধুর মাঝে কোন স্বার্থপরতা নেই। অনেক সময় দেখা যায় আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে হোক সে বয়সে ছোট বা বড় আর তারা অনেক সময় আস্তে আস্তে আমাদের মনে একদম গভীরে পৌঁছে যায়। তখন দেখা যায় ওই মানুষটার সাথে যদি কিছুক্ষণ কথা না বলি বা কিছুক্ষন না দেখি তখন নিজের কাছেই অনেক খারাপ লাগে মনে হয় সেই মানুষটাকে কাছে পেলে সময়টা ভালো কাটতো। বা কিছু কথা শেয়ার করা যেত। বা কোথাও ঘুরতে যাওয়া যেত। আর একেই বলে দুটি হৃদয়ের একটি অভিন্ন বন্ধু।
আসলে বন্ধুত্ব শুধু আনন্দের বিষয় নয়। বন্ধুত্ব হল একটি দায়িত্বেরও বিষয়। আর সত্যিকারের বন্ধুরা কখনো কেউ কাউকে ভুল বুঝে ছেড়ে চলে যায় না। সত্যিকারের বন্ধু হলে একে অন্যের ভুলগুলো ধরিয়ে দেয়। আর বন্ধুত্বের সঠিক পথে চলতে সাহায্য করে। আবার অনেক সময় দেখা যায় এক বন্ধু আরেক বন্ধুর মাঝে মনের অনেক মিল থাকলেও চিন্তাভাবনায় পার্থক্য থাকতে পারে। আর তাই আমি মনে করি বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা বয়স সমাজ অবস্থান কোন কিছুর ধার ধারে না। এই বন্ধুত্ব প্রতিটি হৃদয়ের সত্যিকারের বন্ধুত্ব কে একই সূত্রে বেঁধে রাখে। আর আমিও আপনাদের সবাইকে বন্ধুত্বের একই সূত্রে বেঁধে রেখে আজকের জেনারেল রাইটিং পোস্ট এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
https://x.com/mahfuzanila94/status/1887083928919711844
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুত্ব নিয়ে খুব সুন্দর একটি ব্লগ শেয়ার করেছেন আপু। এটা সত্যি আপু সত্যিকারের বন্ধুত্ব হলে কেউ কাউকে ছেড়ে যায় না।সুখে-দুঃখে সব সময় ছায়ার মতো একে অন্যের পাশে থাকে।দুটি আত্মার এক প্রাণ হয়ে সারাজীবন থাকে। সুন্দর লিখেছেন আপনি।ধন্যবাদ আপনাকে সুন্দর এই বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু সত্যিকার বন্ধুত্ব হলে কেউ কাউকে ছেড়ে যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে এমনই একজনের মনের খবর অন্যজনে বুঝতে পারে। প্রতিনিয়ত ভাল মন্দ সবকিছু বন্ধুকে শেয়ার করা যায়। যেহেতু একসাথে চলাফেরা করে ভালো দিক মন্দ দিক সবকিছু জানে একে অপরে। বন্ধুকে নিয়ে এত সুন্দর কথাগুলো লিখলেন আপনি। আপনার লেখাগুলো পড়ে আমার খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ মনের মত বন্ধু হলে এক জনের মনের খরব আরেকজনের সাথে শেয়ার করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুত্ব নিয়ে আপনি বেশ সুন্দর লিখেছেন আপু। আপনার লেখাগুলো পড়ে আমার কাছে বেশ ভাল লেগেছে। ভালো বন্ধু পাওয়াটা বর্তমানে ভাগ্যের ব্যাপার। দশ জন স্বার্থপর বন্ধু থাকার চেয়ে একজন ভালো বন্ধু থাকা উত্তম। যে বন্ধু বিপদে সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। সুখে-দুখে সকল বিপদে যে বন্ধু সবার আগে ছুটে আসবে তাকে জীবনের আসল বন্ধু বলে ভাবা যায়। তবে বর্তমানে খুব কম মানুষই এরকম আসল বন্ধু পেয়ে থাকে বর্তমানে সবাই নিজের স্বার্থ নিয়ে ভাবে। দুটি হৃদয়ের একটি বন্ধন এখন খুবই কম হয়। কিন্তু যাদের হয় তারা অনেক ভাগ্যবান। যাইহোক আপনার পোস্টটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু বন্ধু পাওয়াটা বর্তমানে ভাগ্যের ব্যাপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। বন্ধু যদি হয় মনের মত তাহলে তো সত্যিকারের দুটি হৃদয় একটি মনে হয়। আর সেই বন্ধুর জন্য জীবন পর্যন্ত দেওয়া যায়। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি এ ধরনের বন্ধুর জন্য জীবনও দেওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। এখানে আপনি যেভাবে অনেক সুন্দর কিছু বিষয়কে আপনার এই পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন তা দেখে খুব ভালই লাগছে৷ আসলে যদি মনের মতো বন্ধু হয় তাহলে দুটি মন যেন এক হয়ে যায়। এই মন যখন এক হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন দুজন দুজনের কথাবার্তাগুলো যেরকম এক নিমিষেই বুঝে যায় তেমনি তাদের দুজনের মন মানসিকতাও খুব ভালোভাবেই চলতে থাকে৷ তাদের সব কথা যেন একই থাকে৷ খুব সুন্দর হয়েছে আপনার এই পোস্ট৷ অনেক ধন্যবাদ আপনাকে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া মনের মত বন্ধু হলে দুটি মন এক হয়ে যায়। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit