কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি যে যেখানে থাকেন ভালো ও সুস্থ থাকেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও নতুন করে একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। আসলে আমরা যারা এখানে কাজ করি তাদের সবার একটি ভাবনা থাকে যে আজ এখানে কি পোস্ট দিব। আমারও একই অবস্থা। প্রতিদিন একটি চিন্তা থাকে যে এই পোস্ট তৈরী করা নিয়ে। আসলে জীবনে অনেক ইচ্ছা ছিল অনেক কিছু করবো । কখনও ইচ্ছে ছিল গ্রাফিক্স ডিজাইনার হবো, কখনও ভিডিওগ্রাফার, আবারও কখনও্ কতকিছু কল্পনা করতাম যে বড় বুটিক্স এর একটি শোরুম থাকবে আমার। আসলে মানুষের সব ইচ্ছা বা সখ পূরণ হয় না। তার মধ্যে আমি একজন। অবশ্য এই সকল না হোক কিছু না কিছু করতে পেরেছি কিন্তু কোন কাজ ধরে রাখতে পারি নি। কোন কাজে সফল হতে হলে চাই কারো সার্পোট। আর যে সার্পোট আমার কখনও ছিল না। তবে আমি এটা নিয়েই অনেক খুশি আলহামদুলিল্লাহ্।
কিছু না কিছু করতে পেরেছি। যেমন আমার বাংলা ব্লগ এর মাধ্যমে আমার যদিও কিছু দক্ষতা নেই তারপরও যা পারছি এখানে সবার মাঝে শেয়ার করতে পারছি। আর এখানে এসে আমার অনেক কিছু পূরণ হয়েছে। আপনাদের সাথে এখনও শেয়ার করতে পারছিনা। তবে আপনাদের সাথে শেয়ার না করে এত সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও ডিলিট করছি না।যাই হোক আজ সময় করে অনেক কিছ লেখে ফেললাম। আর একটি ভডিওগ্রাফিও করে ফেললাম। বর্তমানে আমি একটি নতুন কাজ নিয়ে ব্যাস্ত আছি তাই আপনাদের বেশী সময় দিতে পারছি না। তবে আমি খুব তাড়াতাড়ি এখানে ভালো করে সময় দিব ইনশাল্লাহ্।
Banner credit --@mahfuzanila
Canva দিয়ে তৈরি
হ্যাঁ বন্ধুরা ভাবছেন নতুন কোন জায়গার ভিডিওগ্রাফি নিয়ে আসলাম। নারে ভাই সেই সুর্বণগ্রামের আরও একটি পর্ব ভিডিওগ্রাফি নিয়ে। আসলে মোবাইলে অনেক জায়গায় বেড়াতে যাওয়ার ফটো ও ভিডিওগ্রাফি আছে। যা আপনাদের সাথে এখনও শেয়ার করতে পারছিনা। তবে আপনাদের সাথে শেয়ার না করে এত সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও ডিলিট করছি না।আর তাই আপনাদের মাঝে আমার আরও একটি সুর্বণগ্রামের ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম। সূর্বণগ্রাম অনেক বড় একটি রিসর্ট আর এখানে অনেক কিছু আছে যা বেশী সময় না নিয়ে সেখানে বেড়াতে গেলে সবকিছু উপভোগ করতে পারবেন না । আপনারা যদি এখানে ঘুরতে যান অনেকটা সময় নিয়ে যাবেন।
আসলে সূর্বণগ্রামের এত চমৎকার জিনিস দেখেছিলাম তার মাঝেও যে আরও একটি জায়গা দেখার বাকি রয়ে গেছে তা জানতাম না। এত ভালো ভালো কিছু দেখার পর আরও একটি জিনিস বাকি ছিল যা আমরা মিস করছিলাম। পরে অনেকে বলছিল যে সাফারিপার্কে গেলে আরও ভালো লাগবে। তাই যদিও সময় ছিল না তারপরও লোভ সামলাতে পারলাম না। চলে গেলাম সূর্বণগ্রামের সাফারি পার্ক ঘুরতে। আর সেখানে ছিল খুব চমৎকার কিছু পশুপাখি যা বড়দের পাশাপাশি শিশুরাও দেখে আরও বেশী খুশি হয়। আর আমার কাছেও অনেক ভালো লেগেছে। আমিও খুব উপভোগ করেছি। আর অবশ্য সেই প্রাণীগুলো হেটে হেটে সময় নিয়ে দেখা যায় না। ঘোড়ার গাড়ি করে যেতে হয় তারপরও দেখে ভীষণ ভালো লেগেছে। আর আমার সেই ভালো ও আনন্দ লাগার কিছু অংশ আপনাদের সাথে আমার ভিডিওগ্রাফির মাধ্যমে শেয়ার করতে এসেছি আশা করি আপনারাও আমার ভিডিওগ্রাফির মাধ্যমে সূর্বণগ্রামের এই সাফারিপার্কের প্রানী ও সৌন্দর্য দেখে আনন্দ পাবেন।
পোস্টের ধরন | ভিডিওগ্রাফি পোস্ট |
---|---|
ডিভাইস | VIVO |
মডেল | VIVO-Y22S |
ভিডিওগ্রাফার | @mahfuzanila |
স্থান | সুবর্ণগ্রাম |
পরিশেষে আশা করবো আমার সুবর্ণগ্রামে ঘুরতে যাওয়া আজকের ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের মন্তব্য পেলে খুশি হবো।
পরিচিতি
আমিমাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার।আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে,ছবি আঁকতে,বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে,ফটোগ্রাফি করতে,ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
মানুষের সব স্বপ্ন পূরণ হয়না।
সময় এবং পরিবেশ পরিস্থিতি সবার এক হয়না, তবে সাপোর্ট পেলে সত্যিই অনেক কিছু করা সম্ভব।
তবে আপনি নিজেকে নিয়ে খুশি এটাই বড় বিষয়।
সুবর্ন গ্রাম আমার যাওয়া হয়নি তবে জায়গাটা এককথায় অসাধারণ লেগেছে আমার কাছে।
ধন্যবাদ আপু চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ফটোগ্রাফি গুলো দেখলে বার বার কেবল সেই সুবর্ণগ্রামে ঘুরে আসতে মনে চায়। আপনি বেশ দারুন সুন্দর করে সুবর্ণগ্রামের স্মৃতিগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit