আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি ডাই পোস্ট । যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আসলে বেশ কয়দিন ধরেই আপনাদের মাঝে ডাই পোস্ট শেয়ার করা হয় না। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে অফিসে যাওয়ার আগ পর্যন্ত্য সময় নিয়ে এই ডাই পোস্টটি তৈরি করেছিলাম। এবং অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে বাকি লেখা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে এই ডাই পোস্টটির একটু সুক্ষ কাজ থাকার জন্য বেশ সময় লেগেছিল এবং সবচাইতে ছোট পাতাটি বাঁকা করতে আয়রনের সাথে হাতে তাপ লেগেছিল । যা আমাকে মোটামুটি ভালই ভয় পাইয়ে দিয়েছিল। যাই হোক ফুলটি তৈরি করার আগ পর্যন্ত আমি মোটামুটি ভালই কনফিউজ ছিলাম যে আসলে দেখতে কেমন লাগবে। তারপরেও মনের আত্মবিশ্বাস থেকে তৈরি করার পরে আমার কাছে ভালোই লেগেছিল। আমি আশা করি গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি এই ফুলটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে আজকের এই সুন্দর ঘর সাজানোর মতো ফুলটি তৈরি করেছিলাম।
আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর এই ঘর সাজানোর মতো ফুলটি তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
প্রথমে আমি হলুদ রঙের এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ২.৫ সেন্টিমিটার বাই ৫ সেন্টিমিটার করে ৬ টুকরো গ্লিটার ফোম সিট এবং ৩.৫ সেন্টিমিটার বাই ৭ সেন্টিমিটার করে আরো ৬ টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। তারপর আরো একটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৩.৫ সেন্টিমিটার বাই ৭ সেন্টিমিটার করে আরো ৬ টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার প্রত্যেকটা গ্রেটার ফোম সিটের টুকরোকে সামান্য একটু পাতার বোটা রেখে কেচিঁ দিয়ে কেটে পাতা আকৃতি করে নিলাম। সবগুলো টুকরো একই পদ্ধতিতে কেটে নিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার প্রত্যেকটা গ্লিটার ফোমের টুকরোকে মাঝখান দিয়ে ভাজ করে আয়নের সাহায্যে তাপ দিয়ে ভালোভাবে ভাঁঝ করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার ভাঁজ করা গ্লিটার ফোমের টুকরো গুলোকে আইরনের সাহায্যে তাপ দিয়ে দুই মাথা বাঁকিয়ে নিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার ফুলের গর্ভকেশর তৈরি করার জন্য ছয়টি কটনবাট নিয়ে মাঝখান দিয়ে ভাজ করে গ্লু গানের সাহায্যে একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে দিলাম । এবং গর্ভকেশরগুলো অ্যাক্রলিক কালার দিয়ে কালার করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার গর্ভকেশরের সাথে গ্লু গানের সাহায্যে প্রথমে হলুদ রঙের ছোট গ্লিটার ফোম সিট এবং পরে বড় গ্লিটার ফোম সিট লাগিয়ে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
সর্বশেষ ধাপে এসে আরো এক টুকরো ৫ সেন্টিমিটার বাই ৭ সেন্টিমিটার নীল গ্লিটার ফোম সিট কেটে গোলাকার করে নিলাম । এবার নীল গ্লিটার ফোম সিটের পাতাগুলো ফুলের সাথে লাগিয়ে দিলাম। সমস্ত পাতাগুলো লাগানোর পরে নিচে গোল করা গ্লিটার ফোম সিটের টুকরো লাগিয়ে দিলাম। আর এর মাধ্যমে ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
অবশেষে সকাল আর সন্ধ্যা মিলিয়ে ডাই পোস্টটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি ঘর সাজানোর মতো সুন্দর এই ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
গরম আয়রনের সঙ্গে এই পেপারগুলো লাগানো কিছুটা রিস্ক বটে। আজকেতো তাপ পেয়ে গেলেন হাতে। কিছু হয়নি হাতে? যাই হোক যত কষ্ট করে এই ফুলটি বানান না কেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। বিশেষ করে মাঝখানের অংশটুকু বেশি ভালো লেগেছে আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্লিটার হোম পেপার ব্যবহার করে চমৎকার একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। এই ফুলগুলো ঘরে টাঙিয়ে রাখলে আসলেই দেখতে অনেক সুন্দর দেখা যায়। ঘর সাজানোর জন্য উপযুক্ত একটি জিনিস। এত সুন্দর ভাবে ফুলটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ঘর সাজানোর মত ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়ে গেছি। একজন ছেলে মানুষের হাতের কাজ কিভাবে এতটা সুন্দর হয় আপনাকে না দেখলে হয়তো বুঝতাম না। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্লিটার পেপার ব্যবহার করে সুন্দর সুন্দর ফুল তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ফুল গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই ফুল টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। গ্লিটার পেপারের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাজ দেখলে প্রশংসা না করে থাকা যায় না। আপনি এটা যদি ঘরে লাগান তাহলে আরো ভালো হবে। এর ফলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্লিটার ফোম সিট দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন ভাইয়া। আপনার চমৎকার এই দক্ষতা দেখে আমি মুগ্ধ হই সবসময়। অসাধারণ হয়েছে। অবশ্য এটা ঘর সাজানোর জন্য উপযুক্ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর ও দক্ষতার সাথে অসাধারণ ফুল তৈরি করেছেন। এই ফুল দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধাপে ধাপে সুন্দরভাবে শেয়ার করেছেন, দেখে শিখার চেষ্টা করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mahfuzur888/status/1873060438105309401?t=FEOUYEt0xnTR6TIb5r-rug&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্লিটার ফোম সিট দিয়ে খুব সুন্দর একটি ফুলের গাছ তৈরি করেছেন। যেটা দেখতে পাতাবাহার গাছের মতো লাগছে । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি । যেটা ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে অনেকে ব্যবহার করে থাকি। এ ধরনের কাজকে সবসময় সাধুবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গিটার ফোম দিয়ে কি দারুন সুন্দর ফুল তৈরি করলেন। ফুলগুলি একদম অসাধারণ হয়েছে। আপনার অভিনব ভাবনাগুলি আমার খুব ভালো লাগে। এই ফুলটি ও আপনি দারুণ অভিনব ভাবে বানিয়ে ফেলেছেন ভাই। এগুলি ঘরে সাজালে দেখতে দারুন সুন্দর দেখাবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ভাইয়া আপনি দেখতেছি গ্লিটার ফোম সিট চমৎকার ফুল বানিয়েছেন। আপনার বানানো ফুল কিন্তু অসাধারণ হয়েছে। এই ফুলগুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। সত্যি বলতে আপনি গ্লিটার ফোম সিট দিয়ে চমৎকার চমৎকার সব সময় ফুল বানান দেখে মুগ্ধ হয়ে যায়। ভালো লাগলো আজকে আপনার তৈরি ফুলটি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর ঘর সাজানোর মতো ফুল তৈরি করেছেন। এরকম জিনিস গুলো সময় নিয়ে তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। এটা ঘরের মধ্যে লাগালে দেখতে আরো বেশি ভালো লাগবে। দক্ষতার সাথে খুব সুন্দর করে কাজটা আপনি সম্পূর্ণ করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্লিটার ফোম সিট দিয়ে খুব সুন্দর একটি ফুলের গাছ তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে এবং ধাপে ধাপে বর্ণনাও দিয়েছেন দেখছি। এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বেশ সুন্দর। খুবই দারুণ লাগছে আপু। গ্লিটার ফোম দিয়ে ফুলটা বেশ অসাধারণ তৈরি করেছেন। চমৎকার উপস্থাপন করে নিয়েছেন পোস্ট টা। ফুলটা কিন্তু বেশ দারুণ লাগছে। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit