আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোষ্টটি সাজিয়েছিলাম একটি রেসিপি দিয়ে। যে রেসিপিটা তৈরি করেছিলাম আলু, বেগুন এবং সমুদ্রের ঢেলা মাছ দিয়ে । আসলে আমি এই ঢেলা মাছ গুলো কিনেছিলাম ঢাকা থেকে। আমি যখন ছুটি যাচ্ছিলাম তখন ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম কারন আমাদের এলাকায় সমুদ্রের মাছ বেশি পাওয়া যায় না। কিন্তুু সমুদ্রের মাছ আমার ছেলে এবং মেয়ের খুবই পছন্দ। আর তাদের পছন্দের জন্যই সমুদ্রের অন্যান্য মাছের সাথেও ঢেলা মাছ নিয়ে গিয়েছিলাম। এই ঢেলা মাছ আগে কখনো খাওয়া হয়নি এইবার প্রথম টেস্টিং ট্রায়াল হিসেবে নিয়েছিলাম। তবে রান্না করার পর এই ঢেলা মাছ আমার এবং আমার ছেলে মেয়ের কাছে খুবই ভালো লেগেছিল।এই ঢেলা মাছ কিছুটা ইলিশের ঘ্রাণ যুক্ত। যাইহোক আমি আশা করি এই ঢেলা মাছের রেসিপিটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে । তো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি আলু বেগুন দিয়ে ঢেলা মাছ রান্না করেছিলাম।
🥗আলু বেগুন দিয়ে সমুদ্রের ঢেলা মাছ রান্নার রেসিপি।।
👇প্রয়োজনীয় উপকরণ
উপাদান | পরিমাণ |
---|---|
১) ঢেলা মাছ | ৫০০ গ্রাম । |
২) আলু | ২৫০ গ্রাম । |
৩) বেগুন | ২৫০ গ্রাম। |
৩) আদা বাটা | পরিমাণমতো। |
৪) অন্য অন্য মসলা | পরিমাণমতো। |
৫) কাঁচা মরিচ | পরিমাণমতো। |
৬) পেঁয়াজ | পরিমাণমতো। |
৭) লবন | পরিমান মতো। |
৮) সোয়াবিন তেল | পরিমান মতো। |
প্রথম ধাপ
প্রথমে আমি ঢেলা মাছটি কেটে পিচ করে একটি প্লেটে রেখে দিলাম। এবং আলু বেগুন পেঁয়াজ মরিচ সবগুলো ধুয়ে কেটে অন্য আরেকটা প্লেটে রেখে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
দ্বিতীয় ধাপ
এবার একটি প্যানের ভিতরে হালকা তেল দিয়ে তেল গরম হলে তার ভিতরে অর্ধেক মসলা দিয়ে মসলা গুলো কষিয়ে নিলাম। তারপর মসলাগুলো কষানো হয়ে গেলে তার ভিতরে ঢেলা মাছ গুলো দিয়ে দিলাম। এবং মাছগুলো কষিয়ে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
তৃতীয় ধাপ
এবার চুলা মিডিয়াম আচেঁ রেখে কষানো মাছ গুলোর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো সিদ্ধ করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
চতুর্থ ধাপ
এবার চুলা মিডিয়াম আচেঁ রেখে অন্য একটি প্যানের ভিতরে সামান্য তেল দিয়ে বাকি মসলাগুলো কষিয়ে নিলাম। এবং কষানো মসলার ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। এবং ভালো করে কষিয়ে তার ভিতরে বেগুনগুলো দিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
পঞ্চম ধাপ
এবার আলু এবং বেগুনগুলো ভালো করে কষানোর পরে তার ভিতরে পরিমাণমতো পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
শেষের-ধাপ👇
সর্বশেষ ধাপে এসে চুলা মিডিয়াম আচেঁ রেখে আলু এবং বেগুনের মধ্যে আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দিলাম । এবং ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১২ মিনিট জাল করার পরে পানি শুকিয়ে আসলে কিছু ধনিয়া গুঁড়ো দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। আর এভাবেই আলু বেগুন এবং ঢেলা মাছ এর রেসিপি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
পরিবেশন👇
অবশেষে সমুদ্রের ঢেলা মাছ আলু বেগুন দিয়ে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। প্রথম প্রথম এই ঢেলা মাছ খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি আশা করি এই রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে যে কোন একটা পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রেসিপি । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
আসলেই সমদ্রের মাছের অন্যরকম স্বাদ।আমাদের এখানে সমদ্রের মাছ পাওয়া যায়না বললেই চলে,চাষ করা মাছের সংখ্যাই বেশি।এই মাছ খাওয়া হয়েছে,কিন্তু এভাবে রান্না করে খাওয়া হয়নি।দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ ভাইয়া ব্যতিক্রমধর্মী একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mahfuzur888/status/1849138327531958440?t=wLM_1joZC6OQOYMcOGN7sQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তৈরি ঢেলা মাছের রেসিপি দুর্দান্ত হয়েছে। যদিও এদিকে এই মাছটির কোন প্রচলন নেই বা আমি বাজারে দেখিনি তাই করে খেতে হয়তো পারবো না। কিন্তু অন্য মাছ দিয়ে আপনার এই রেসিপি ট্রাই করবো অবশ্যই। ভীষণ সুন্দর করে ধাপে ধাপে যথাযথ ছবির মাধ্যমে রেসিপি পোস্ট করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ঢেলা মাছটি আমাদের এলাকাতেও ছিল না এজন্য আমি ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম। তবে মাছটি কিন্তু অনেক সুস্বাদু ছিল।যাইহোক অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আলু বেগুন দিয়ে সমুদ্রের ঢেলা মাছ রান্নার রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে আমার কাছে দারুন লেগেছে। এত সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাদা মাটা হিসেবে অনেক কম মশলা ব্যবহার করে আপনি চমৎকার রেসিপি বানিয়েছেন৷ বাড়িতে রোজের রান্না বেশি রিচ হলে তা স্বাস্থ্যের পক্ষে কখনই ভালো না৷ আপনার রেসিপিটি আমার অন্তত খুবই ভালো লেগেছে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢাকা থেকে ফেরার পথে সামুদ্রিক মাছ নিয়ে ফিরেছেন এবং আপনারা ছেলে মেয়েরা সামুদ্রিক মাছ পছন্দ করে জেনে ভালো লাগলো। আমাদের এলাকায় ও সামুদ্রিক মাছ পাওয়া যায় না। আপনি সামুদ্রিক মাঠ ঢেলা দিয়ে আলু,বেগুনের রেসিপি করেছেন যা ভীষণ লোভনীয় হয়েছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সামুদ্রিক মাছ খেতে সুস্বাদু এবং অনেক পুষ্টিগুণ সম্পন্ন। তবে এই ঢেলা মাছগুলো কখনো খাওয়া হয়নি। আপনি ঢেলা মাছের খুব মজার একটা রেসিপি শেয়ার করেছেন। আলু এবং বেগুন দিয়ে খুব চমৎকারভাবে রান্না করেছেন। রেসিপির কালার টা দেখেই লোভ লেগে গেল। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দাদা আলু বেগুনের তরকারি হলে আমার আর অন্য কিছু লাগে না। কারণ এই আলু বেগুন দিয়ে যেকোনো ধরনের তরকারি আমার অনেক বেশি প্রিয়। আর আপনি আজ এই সুন্দর একটা দারুন রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই মাছগুলোকে আমরা অন্য নামে চিনি। আজকে আপনি আলু এবং বেগুন দিয়ে ঢেলা মাছের রেসিপি করেছেন। তবে এই মাছগুলো খেতে একটু ঘ্রাণ ইলিশ মাছের মত। আপনার রেসিপিটির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। মজার রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আপনি একদম ঠিক বলেছেন এই মাছগুলো ঘ্রাণ অনেকটাই ইলিশ মাছের মত। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢাকা থেকে কিনে আনা সমুদ্রের ঢেলা মাছ দিয়ে আপনি অনেক সুন্দরভাবে আলু বেগুন রান্না করেছে ।দেখেই মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে খেতে ।এমন ধরনের রেসিপি রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু সত্যি কথা বলতে ঢেলা মাছের রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু অত্যান্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাদের উৎসাহ দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit