আমার বাংলা ব্লগ //চাপিলা মাছ এবং মুলা শাক দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপি।

in hive-129948 •  2 months ago 

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

Picsart_24-10-14_21-17-13-498.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি রেসিপি পোস্ট। আর এই রেসিপিটা তৈরি করেছিলাম চাপিলা মাছ এবং মূলা শাক দিয়ে। যদিও এই রেসিপিটা তৈরি করেছিলাম গত একমাস পূর্বে আমি যখন দুই দিনের ছুটিতে বাড়িতে এসেছিলাম।এতদিন ডাই পোস্ট করতে করতে ভুলে গিয়েছিলাম আমার একটা রেসিপি তৈরি করা আছে। যাইহোক আমি ছোট মাছ পছন্দ করি বিধায় আমি দুদিনের ছুটি বাড়িতে যাব এই জন্য আমার ওয়াইফ এই চাপিলা মাছগুলো কিনেছিল আমাকে খাওয়ানোর জন্য। তো আমি পরের দিন সকালে বাজারে গিয়েছিলাম এবং টাটকা মুলা শাক দেখে কিনে নিয়ে এসেছিলাম।আর এই টাটকা মুলা শাকগুলো দেখে আমার ওয়াইফ বলল তোমার জন্য ছোট মাছ কিনে রেখেছিলাম। তাহলে মূলার শাক দিয়ে ছোট মাছগুলো রান্না করি। আমারও যেহেতু ছোট মাছ পছন্দ তাই বললাম ঠিক আছে তুমি একা রান্না করবে কেন আমিও তোমাকে সাহায্য করি। তখন আমার ওয়াইফ বললো ঠিক আছে চলো তাহলে আমি তখন পেয়াজ আর আলুগুলো কেটে দিলাম আর আমার ওয়াইফ বাকি সমস্ত কিছুই রেডি করে ফেলল।আর দুজনে গল্প করতে করতে রেসিপিটা তৈরি করা শুরু করলাম।এই রেসিপিটা তৈরি করার পর আমার কাছে অনেক সুস্বাদু লেগেছিল। আশা করি এই রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি এবং আমার ওয়াইফ চাপিলা মাছ এবং মুলার শাক দিয়ে রেসিপিটা তৈরি করেছিলাম ।

🥗চাপিলা মাছ এবং মুলা শাকের চচ্চড়ি রান্নার রেসিপি।।


👇প্রয়োজনীয় উপকরণ


Picsart_24-10-14_23-01-46-986.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপাদানপরিমাণ
১) চাপিলা মাছ২৫০ গ্রাম ।
২)মুলা শাক২৫০ গ্রাম ।
৩) আলু২০০ গ্রাম।
৪) আদা বাটাপরিমাণমতো।
৫) অন্য অন্য মসলাপরিমাণমতো।
৬) কাঁচা মরিচপরিমাণমতো।
৭) পেঁয়াজপরিমাণমতো।
৮) লবনপরিমান মতো।
৯) সোয়াবিন তেলপরিমান মতো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ

20240928_150533~2.jpg20240928_150525~2.jpg

20240928_150512~2.jpg

প্রথমে চাপিলা মাছগুলো সুন্দর করে কেটে ধোলাই করে নিয়ে একটি প্লেটে রেখে দিলাম। তারপর মুলা শাকগুলো সুন্দর করে বেঁচে কেটে আরেকটা হাফ প্লেটে রেখে দিলাম এবং সাথে আলু গুলো কেটে রেখে দিলাম । তারপর আরেকটি হাফ প্লেটে পেঁয়াজ এবং মরিচ কেটে রেখে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

দ্বিতীয় ধাপ

20240928_150900~2.jpg20240928_150744~2.jpg

20240928_151034~2.jpg

এবার একটি প্যানের ভিতরে সমস্ত মসলা এবং মূলা শাকের ডাটা গুলো একসাথে হাত দিয়ে মাখিয়ে দিলাম। এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম।যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ

20240928_151049~2.jpg

20240928_151146~2.jpg

এবার চুলা মিডিয়াম আচেঁ রেখে মুলা শাকের ডাটা এবং আলু হালকা সিদ্ধ হলে তার ভিতরে মাছ এবং শাক গুলো দিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ

20240928_151247~2.jpg20240928_151854~2.jpg

20240928_152552~2.jpg

এবার চুলা মিডিয়াম আচঁ রেখে শাক এবং মাছগুলো সিদ্ধ হওয়া পর্য্যন্ত্য অপেক্ষা করতে থাকলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

শেষের-ধাপ👇

20240928_152552~2.jpg20240928_165106~2.jpg

20240928_165104~2.jpg

অবশেষে চুলা মিডিয়াম আচেঁ রেখে ১২ থেকে ১৫ মিনিট জাল করার পরে পানি শুকিয়ে আসলে কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এভাবেই রেসিপিটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছালাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পরিবেশন👇

20240928_165236~2.jpg

20240928_165225~2.jpg

অনেকদিন পর ওয়াইফের নিয়ে আসা চাপিলা মাছের চচ্চড়িগুলো আমার কাছে অনেক সুস্বাদু লেগেছিল। আমি আশা করি এই রেসিপিটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে যে কোন একটা পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp


আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই দুপুরবেলায় এটা কেন যে দেখলাম। এখন তো দেখে খেতে ইচ্ছে করছে। এই ধরনের রেসিপি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। আপনি চাপিলা মাছ এবং মুলা শাক দিয়ে চচ্চড়ি রান্না করেছেন। দেখেই বুঝতে পারছি রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। সুস্বাদু হওয়ারই কথা। নিশ্চয়ই অনেক মজা করে খাওয়া হয়েছিল এই মজাদার রেসিপি।

image.png

চাপিলা মাছ এবং মুলা শাক দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে আমি কিছুদিন আগেই চাপিলো মাছের রেসিপি তৈরি করেছিলাম। আপনার পরিবেশনটা আমার কাছে দারুন লেগেছে।

এক মাস আগে দুই দিনের ছুটিতে বাড়িতে গিয়ে চাপিলা মাছের মুলার শাক দিয়ে চচ্চড়ি রান্নার চমৎকার একটি রেসিপি প্রস্তুত করেছিলেন আর আজকে আমাদের সাথে শেয়ার করলেন দেখে অনেক ভালো লাগলো। আপনার তৈরি রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আজকে আমিও রাতের খাবারে ছোট মাছ ও মুলা শাক চচ্চড়ি করেছি। আপনার রেসিপির সাথে দেখছি একদম মিলে গেলো। চাপিলা মাছ এবং মুলা শাক দিয়ে চচ্চড়ি করলে খেতে অনেক ভালো লাগে। দারুন হয়েছে ভাইয়া।

শীতের আগমন শুরু হয়েছে আর এতেই শীতের সবজি গুলো যেন বাজারে পাওয়া যাচ্ছে। মুলা শাকের রেসিপির সাথে ছোট মাছের চচ্চড়ি গুলো ভালই মজা লাগে আপনার শেয়ার করা ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে তুলে ধরার জন্য ধন্যবাদ।

ভাইয়া সকাল সকাল এমন রেসিপি দেখে লোভ লেগে গেল। সত্যি এমন তাজা শাক দিয়ে চাপলা মাছ চচ্চড়ি করলে খেতে অনেক ভালো লাগে। অনেক দিন হলো খাওয়া হয়নি। আপনারা নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলে ছোট মাছ গুলো আমার খুবই প্রিয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চাপিলা মাছ এবং মুলা শাক দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি একদম ভিন্ন পদ্ধতি অবলম্বন করে মাছের রেসিপি টি সম্পন্ন করেছেন। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা রেসিপি টি দেখে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাবি আপনার জন্য ছোট মাছ কিনে রেখেছে জেনে ভালো লাগলো।আপনার বাজার থেকে মূলা শাক এনেছেন এবং তা দিয়ে খুব মজার রেসিপি করেছেন এবং রেসিপি করতে ভাবি কে সাহায্য করেছেন জেনে খুব ভালো লাগলো।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

চাপিলা মাছ এবং মুলা শাক এর বেশ মজার একটা রেসিপি শেয়ার করেছেন। এরকম রেসিপি আগে কখনো ট্রাই করা হয়নি। ভালো লাগলো এই রেসিপিটা দেখে। মুলার শাক বেশিরভাগ সময় ভাজি করে খাওয়া হয়। এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

এই মজাদার রেসিপিটা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আপনি আজকে যে রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ফেভারিট। কয়েকদিন আগেও এই মজাদার রেসিপিটা আমার খাওয়া হয়েছিল। আর এখন তো আপনার কাছে দেখে আবারো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

বাহ ভাইয়া আপনি তো দেখতেছি খুব মজার রেসিপি করেছেন। চাপিলা মাছ এবং মুলা শাক দিয়ে চচ্চড়ি রেসিপি করেছেন। ছোট মাছগুলো খেতে এমনিতে বেশ মজা লাগে। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার নিজেরও খেতে খুব ইচ্ছে করতেছে। আর এই সময় মুলার শাক দিয়ে কিছু রান্না করলে খেতে এমনিতে মজা লাগে। মজার রেসিপিটি অনেক সুন্দর করে শেয়ার করেছেন।

আজ আপনি আমাদের মাঝে দারুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছেন। আসলে এই ধরনের ছোট মাছ খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবং এগুলো শরীরের পক্ষে কিন্তু অনেক বেশি ভালো। আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপি তৈরির বর্ণনাটা আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চাপিলা মাছটির নাম প্রথম শুনলাম ভাইয়া।চাপিলা মাছ দিয়ে মুলার শাক চচ্চড়ি অনেক সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন । এমন ধরনের রেসিপি খেতে আমার অনেক ভালো লাগে ।দেখেঊ মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে ধন্যবাদ আপনাকে।

আপু আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখতে পারলাম। আমি সবসময় মূলার শাক ভাজি খেয়েছি। এভাবে মাছ দিয়ে কখনও খাওয়া হয়নি। চাপিলা মাছ এবং মুলার শাক দু'টোই আমার খুব পছন্দের। এভাবে একদিন তৈরি করে দেখবো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

খুবই সুস্বাদু দেখতে একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এই রেসিপি এখানে শেয়ার করেছেন তা দেখে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ধন্যবাদ এত সুস্বাদু একটি রেসিপি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

এরকম রেসিপি আমি আগে কখনো বাড়িতে ট্রাই করিনি। তবে আপনার রান্নার রেসিপিটি দেখে ভীষণ লোভনীয় এবং মজাদার বলে মনে হল ।তাই চেষ্টা করব কোনো একদিন বাড়িতে অবশ্যই এটি ট্রাই করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।

জিয়া আপু রেসিপি টা আসলেই অনেক সুস্বাদু ছিল। যাই হোক অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।