DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে হার্ট আকৃতির সুন্দর একটি ফুল তৈরি ।।

in hive-129948 •  6 days ago 
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240924_105538~2.jpg

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা, আজকের এই বৃষ্টিস্নাত সকালে প্রতিদিনের মতো আপনাদের সবার মাঝে আবারো ফিরে এলাম নতুন আরও একটি পোস্ট নিয়ে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি ডাই পোস্ট যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। প্রচন্ড তাপদাহের পর দুইদিন বৃষ্টির জন্য তাপমাত্রা কমে অনেকটাই শান্তি বিরাজ করছে জনমনে। তবে কর্মজীবী খেটে খাওয়া মানুষগুলো কিছুটা ভোগান্তির স্বীকার হচ্ছে এই বৃষ্টির জন্য। যাইহোক আজকের এই গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি করা ফুলটি একটু ভিন্ন আকৃতির করেছি। সুন্দর দেখতে মানুষের হার্ট আকৃতির। হার্ট আকৃতির এই ফুলটি তৈরি করার পর আমার কাছে খুবই ভালো লেগেছিল। তবে এর মধ্যে যদি একটি এলইডি ছোট্ট ভাল্ব সেট করা যেত তবে রাত্রিবেলায় কিন্তু খুবই সুন্দর দেখাতো । আমার কাছে তখন এই ছোট্ট এলইডি বাল্ব ছিল না বিধায় আমি দেখাতে পারিনি। আমি আশা করি এই হার্ট আকৃতির ফুলটি দেখতে পেয়ে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই হার্ট আকৃতির ফুলটি তৈরি করেছিলাম ।

গ্লিটার ফোম সিট দিয়ে হার্ট আকৃতির সুন্দর একটি ফুল তৈরি

20240924_105620~2.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে হার্ট আকৃতির সুন্দর ফুলটি তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। সাদা পুঁথি।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240924_102445~2.jpg20240924_102552~2.jpg

20240924_102507~2.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৮সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার করে ১ টুকরো নীল এবং ১ টুকরো সাদা রংয়ের গ্লিটার ফোম সিট কেটে নিলাম। তারপর স্ব আঠালো গ্লিটার ফোম সিটের পিছনের অংশ থেকে সাদা অংশ খুলে ফেলে সাদা রঙের গ্লিটার ফোম সিট এর সাথে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240924_102851~2.jpg20240924_103039~2.jpg

20240924_103148~2.jpg

এবার জোড়া লাগানো টুকরোর সঠিক মাপটা বোঝার জন্য এক সেন্টিমিটার পর পর তিনটি দাগ দিয়ে নিয়েছিলাম দুই পাশে। তারপর গ্লিটার ফোম সিটের টুকরো টিকে কোনাকুনি ভাঁজ করে দাগ বরাবর কেচিঁ দিয়ে কেটে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240924_103944~2.jpg20240924_104230~2.jpg

20240924_104328~2.jpg

এবার গ্লিটার ফোম সিট এর টুকরোর কাটা অংশগুলো দুই কোনা থেকে উঠিয়ে এক পার্টের সাথে আর এক পার্ট গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240924_102714~2.jpg20240924_104721~2.jpg

20240924_104818~2.jpg

এবার এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৫ সেন্টিমিটার বাই ৫ সেন্টিমিটার করে ১ টুকরো নীল এবং ১ টুকরো সাদা রংয়ের গ্লিটার ফোম সিট কেটে নিলাম। তারপর স্ব আঠালো গ্লিটার ফোম সিটের পিছনের অংশ থেকে সাদা অংশ খুলে ফেলে সাদা রঙের গ্লিটার ফোম সিট এর সাথে লাগিয়ে দিলাম। তারপর সঠিক ভাবে কাটার জন্য দুইপাশ থেকে দুটি করে দাগ দিয়ে নিলাম। এবং কোনাকুনি ভাঁজ করে প্রথম অংশের মতো করে কেটে নিয়েছিলাম। এবার মাঝের অংশ এবং শেষের অংশ দুইপাশ থেকে উঠিয়ে প্রথম অংশের উপরে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240924_104908~2.jpg20240924_105019~2.jpg

20240924_105048~2.jpg

এবার দ্বিতীয় অংশের ঠিক মাঝখান দিয়ে কেচিঁ দিয়ে কেটে দুটি অংশ করে নিলাম। এবং প্রথম অংশের দুই কোণায় গ্লু গানের সাহায্যে কেটে রাখা দুটি অংশ লাগিয়ে দিলাম।যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ষষ্ঠ ধাপ
20240924_105227~2.jpg20240924_105259~2.jpg

20240924_105331~2.jpg

এবার জোড়া লাগানো দুটি অংশের ঠিক মাঝখানে দুটি সাদা পুথি লাগিয়ে দিলাম। এবং বড়অংশটি ঠিক মাঝখানে ভাঝ করে গ্লু গানের সাহায্যে যুক্ত করে সুন্দর একটি হার্ট আকৃতির ফুল তৈরি করে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240924_103555~2.jpg20240924_103824~2.jpg

20240924_105407~3.jpg

সর্বশেষ ধাপে এসে ১২ সেন্টিমিটার বাই ০.৫ সেন্টিমিটার এক টুকরো সাদা গ্লিটার ফোম সিট কেটে ভাজ করে একটি সাদা পুঁথি লাগিয়ে নিলাম। এবং হার্ট আকৃতির ফুলের উপরে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। আর এভাবেই হার্ট আকৃতির ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন

20240924_105542~2.jpg

20240924_105534~2.jpg

20240924_105505~2.jpg

অবশেষে গ্লিটার ফোম সিট ব্যবহার করে সুন্দর এই হার্ট আকৃতির ফুলটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। সিম্পল এর মাঝে এই ফুলটি তৈরির পরে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল।আমি আশা করি হার্ট আকৃতির এই ফুলটি দেখার পরে আপনাদের অনেক ভালো লাগবে । তো বন্ধুরা আজকে তাহলে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো দেখা হবে যেকোনো একটা নতুন পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্লিটার ফোম শীট দিয়ে অনেক সুন্দর একটি লাভ আকৃতির ফুল তৈরি করেছেন। আপনার চমৎকার এই পোস্ট আমাকে মুগ্ধ করে। এ জাতীয় পোস্ট গুলোর মধ্য দিয়ে বেশ নতুন চিন্তা ধারা উন্মোচন হয়। নিজেরও ইচ্ছে জাগে নতুন কিছু করে দেখায়। অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট দেখে।

গ্লিটার ফোম সিট ব্যবহার করে হার্ড আকৃতি ফুলটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুলটি তৈরি করার সার্থকতা।অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে গ্লিটার ফোম সিট দিয়ে হার্ট আকৃতির সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্টগুলো দেখে আমি প্রতিনিয়ত বেশ মুগ্ধ হয়ে যাই। ছেলে মানুষের হাতের কাজ এতটা সুন্দর হয় কিভাবে আপনাকে না দেখলে হয়তো কখনোই বুঝতে পারতাম না
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য।

গ্লিটার ফোম সিট ব্যবহার করে হার্ট আকৃতির ফুলটা দেখে আপনি মুক্ত হয়েছেন জেনে আমারও অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুলটি তৈরি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

নীল রং ও সাদা রঙের গ্লিটার পেপার দিয়ে আপনি খুবই সুন্দর করে ফুল তৈরি করেছেন। এ ধরনের ফুল গুলো তৈরি করার পর দেখতে অনেক বেশী সুন্দর লাগে। তাছাড়া তৈরি করার প্রতিটি ধাপও আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো।

আমার সম্পূর্ণ্য পোস্টটা দেখে অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

নীল রঙের গ্লিটার পেপার ব্যবহার করে চমৎকার ফুল তৈরি করেছেন ভাইয়া। আপনি অনেক সুন্দর সুন্দর ডাই পোস্ট তৈরি করেন গ্লিটার পেপার ব্যবহার করে। হার্ট আকৃতির এত সুন্দর একটি ফুল তৈরি করে আজকে শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর একটি সাজানো গোছানো গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনি আজ আমাদের মাঝে ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার অভিজ্ঞতা দক্ষতা প্রশংসনীয় গ্লিটার ফোম সিট দিয়ে হার্ট আকৃতির সুন্দর একটি ফুল তৈরি। প্রতিটি ধাপ আপনি অনেক নিখুঁতভাবে পর্যায়ক্রমে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

অনেক সুন্দর একটি সাজানো গোছানো গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

ওয়াও অসাধারণ আজকে আপনি গ্লিটার ফোম সিট দিয়ে অনেক সুন্দর ফুল বানিয়েছেন। তবে আপনি বেশিরভাগ সময় গ্লিটার ফোম সিট দিয়ে বিভিন্ন ভিন্ন রকম ফুল বানিয়ে থাকেন। আপনার তৈরি ফুলের মাঝখানে পুঁতি দেওয়ার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত গ্লিটার ফোম সিট দিয়ে ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আমার সম্পূর্ণ্য পোস্টটা দেখে অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

গ্লিটার পেপার ব্যবহার করে অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছেন আপনি। হার্ট আকৃতির হওয়ার কারণে আমার কাছে এই ফুলটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে। সব সময় আপনি নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে ফুল তৈরি করে থাকেন। গ্লিটার পেপার এর কালারটা অনেক সুন্দর ছিল। যার কারণে ফুলটাও দেখতে ভালো লাগছে।

গ্লিটার ফোম সিট ব্যবহার করে হার্ট আকৃতির ফুলটা দেখে আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুলটি তৈরি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

গ্লিটার পেপার দিয়ে দারুন একটি হার্ট আকৃতি ফুল তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা ফুলটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।দারুণভাবে গ্লিটার পেপার কেটে ফুলটি তৈরি করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

গ্লিটার ফোম সিট ব্যবহার করে তৈরি করা হার্ট আকৃতির ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুলটি তৈরি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

গ্লিটার ফোম দিয়ে আপনি সবসময়ই খুবই সুন্দর সুন্দর কিছু ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে আসছেন । আজকেও খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন এবং আজকের এই ফুল তৈরি করার পদ্ধতি গুলো খুবই সুন্দর হয়েছে৷ এই ফুলটিকে দেখেও একেবারেই সুন্দর দেখা যাচ্ছে৷