আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম একটি লাইভ স্টাইল দিয়ে। গত ৩১ শে ডিসেম্বর আমি প্রতিদিনের মতো অফিসে গিয়েছিলাম এবং অফিস থেকে কিছু কাজের জন্য ঢাকা মিরপুর ১০ এ এসেছিলাম। তো তখন সময় ১১:০০ টা বেজে ৩০ মিনিট আমি কফি পান করছিলাম। হঠাৎ আমার মোবাইলে একটি মেসেজ চলে আসলো লোটো থেকে। আসলে বর্তমানে আমার পেনশনের টাকাটা আমার একাউন্টে চলে আসার কথা। তাইতো সব সময় চাতক পাখির মতো তাকিয়ে থাকি কখন মেসেজ আসবে আমার মোবাইলে। তাই যখনই কোন মেসেজ আসে সাথে সাথে পড়ার চেষ্টা করি। আর তারোই ধারাবাহিকতায় যখন লোটো থেকে মেসেজ আসলো সাথে সাথে মেসেজটা পড়ে দেখলাম শুধুমাত্র ৩১ তারিখের জন্য ২৫ পার্সেন্ট ছাড় দিয়েছে। যদিও আমি লোটো ব্র্যান্ডের মোটামুটি ভালই ভক্ত এবং আমি জানুয়ারির ১ তারিখে বেতন পেয়ে কিছু কেনাকাটা করতে চেয়েছিলাম। কিন্তু মেসেজটা পেয়ে আমার সিদ্ধান্ত চেঞ্জ করে তখনোই চলে গেলাম মিরপুর ১০ এর লোটো শোরুমে। তবে এই লোটো শোরুমে ঢোকার রাস্তাটা খুবই সোরু।
যথারীতি আমি সেই সোরু গলির ভিতর দিয়ে দোতালায় উঠে লোটো শোরুমে ঢুকেই প্রথমেই একটা লোফার কেনার জন্য চয়েজ করতে থাকলাম। অনেক খোঁজাখুঁজির পরে যখন পছন্দ ছিল না তখন সেলসম্যান আমার চয়েজ অনুযায়ী তাদের স্টোর রুম থেকে আরো দুই জোড়া লোফার নিয়ে আমাকে দেখালো। তার মধ্যে থেকে একটি হালকা লোফার আমার পছন্দ হলো আর ওটাই পায়ে দিয়ে পরীক্ষা করে নিলাম পায়ে ঠিকমত লাগে কিনা। যখন দেখলাম প্রায় একদম পারফেক্ট ভাবে লেগে গিয়েছে তখন সেলসম্যান কে বললাম এটা প্যাকেট করে দিতে।
তারপর চলে গেলাম যেখানে প্যান্টগুলো রাখা আছে সেই দিকে। আমি যখন আর্মিতে চাকুরিরত ছিলাম তখন সিভিল পোশাক এতটা পড়া হতো না। এবং একটি সিভিল পোশাক কিনলে অনেক দিনে চলে যেত। কিন্তু যখন আমি পেনশনে চলে গেলাম শুধু সিভিল পোশাক পরিধান করলাম তখন একবার সিভিল পোশাক আমার চার থেকে ছয় মাসের মধ্যেই নষ্ট হয়ে যেত। তাই রীতিমতো ঘনো ঘনোই আমাকে সিভিল পোশাক কিনতে হচ্ছে। যার ফলে পহেলা ডিসেম্বরে একটা প্যান্ট কিনেছিলাম এবং ৩১শে ডিসেম্বরে আর একটা প্যান্ট কেনা হলো। বেশ কয়টি কালার এর প্যান্ট দেখার পরে আমার ডার্কব্লুটাই পছন্দ হলো আর সেটাই নিয়ে নিলাম।
এরপরে চলে গেলাম আমি কিছু গেঞ্জি দেখার জন্য তো বেশ কিছু গেঞ্জি দেখার পরে দুটি গেঞ্জি পছন্দ হয়েছিল। যথারীতি গেঞ্জি দুটো নিয়ে আমি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিলাম। ট্রায়াল দেওয়ার পরে একটু ছোট হলো। পরে আমি একটু সাইজ বড় চাইলে একটি মাত্র গেঞ্জি XL দিতে পেরেছিল আর অন্যটির সাইজ পর্যাপ্ত পরিমাণে না থাকার জন্য আর নিতে পারলাম না। এই গেঞ্জিটা গেঞ্জিটা সেলস ম্যান এর কাছে দিয়ে আমি এক জোড়া মজা এবং একজোড়া আন্ডার গার্মেন্টস নিয়ে কাউন্টারে আসলাম।
তো কাউন্টারে আসার পরে যথারীতি সমস্ত কিছুর দাম হিসাব করে ৪৬৪০ এসছে। ২৫ পার্সেন্ট কর্তন হিসেবে আসে ১১৬০ টাকা। আর ৩১শে ডিসেম্বর কেনাকাটা করে এই ১১৬০ টাকা লুফে নিলাম। কেনাকাটা শেষ করে পুনরায় অফিসের কাজে চলে গেলাম।
অবশেষে কেনাকাটার সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করে অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে সমস্ত জিনিস ট্রায়াল দিয়ে দেখলাম সবকিছুই ঠিক আছে। দুই দিনের ব্যবধানে ১১৬০ টাকা পকেটে ভরতে পেরে আমার কাছে ভালোই লেগেছিল। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবার যে কোন একটি নতুন পোস্ট নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে।সে পর্য্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mahfuzur888/status/1876315546335203764?t=aJiCiUm8Yoqf4LJ1zZYUyA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit