আমার ছোট ছেলের জন্য বেবি ট্রাইসাইকেল ক্রয় করার মুহূর্তের অনুভূতি।।

in hive-129948 •  20 days ago 

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20250112_173018~2.jpg

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকে আমি আপনাদের মাঝে আমার ছোট ছেলের জন্য বেবি ট্রাইসাইকেল ক্রয় করার কিছু আনন্দঘন মুহূর্ত শেয়ার করবো। আসলে আজকে সকালে যখন আমার ছেলেকে নিয়ে ছাদে গিয়েছিলাম। তখন পাশের ছাদে একটি ছেলে সাইকেল চালাচ্ছিল। তো সাইকেলটি দেখে আমার ছেলে সাইকেলের প্রতি বারবার আকৃষ্ট হচ্ছিল । আর আমার ছেলের এই আকৃষ্টের প্রতি লক্ষ্য রেখেই আজ বিকালে শহরের ভিতরে গিয়েছিলাম একটি বেবি ট্রাইসাইকেল কেনার জন্য।যদিও এই বিষয়টি আমি আগে অন্য কারো সাথে শেয়ার করিনি। তো আমি আমার জনতা ব্যাংকের একটু কাজ সেরে চলে গেলাম আরএফএল এর শোরুমে। সেখানে গিয়ে বেশ কিছু ট্রাই সাইকেল দেখতে পেলাম। তবে শোরুমগুলোতে ট্রাই সাইকেলের গায়ে যে রেট দেওয়া থাকে সেই দামটাই রাখে। আর এই ট্রাই সাইকেল এর ক্রয় মূল্য ছিল ৩৫০০ টাকা। হঠাৎ ওখানেই আমার এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হলো। সে আমাকে একটা টিপস দিল যে শহরের ভিতরে ছোট ছোট প্লাস্টিক এর দোকান থেকে ক্রয় করার জন্য। তো আমি আমার সেই ভাইয়ের কথা মতো শোরুম থেকে বের হয়ে চলে গেলাম ছোট ছোট প্লাস্টিকের দোকানগুলোতে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20250112_165709~2.jpg

20250112_165605~2.jpg

20250112_165703~2.jpg

অবশেষে বেশ কিছু দোকান দেখার পরে এই দোকানে এসে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত ট্রাই সাইকেলটি। ডিসপ্লেতে রাখা একটি ট্রাইসাইকেল বের করে আমি এর শক্ততা পরীক্ষা করলাম।এমনকি সেলসম্যান আমাকে উঠে বসতে বললেন। আমিও তার কথামতো এই ট্রাইসাইকেলটিতে উঠে বসলাম। তো দেখলাম ভালোই শক্ত আছে। তো আমি এই ট্রাই সাইকেলটির দাম জিজ্ঞেস করলাম তখন সেলসম্যান আমাকে বলল এটি ২৭০০ টাকা রাখা যাবে। যার গায়ে রেড ছিল ৩৫০০ টাকা। তারপরে আমি আরোএকটু দামাদামি করতে করতে আরো ৬০ টাকা কমিয়ে দিল। তখন আমি ভিতর থেকে আরও একটি নতুন ট্রাইসাইকেল সেটিং করে দিতে বললাম। এবং সেটিং শেষ হয়ে গেলে আমি ২৬৪০ টাকা দিয়ে একটি রিক্সায় করে নিজ বাসায় চলে আসলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20250112_200555~2.jpg

20250112_200522~2.jpg

সবার অজান্তেই ট্রাইসাইকেলটি নিয়ে যখন বাসায় আসলাম তখন সবার মতই আমার ছোট ছেলেটি দেখে খুবই খুশি হয়েছিল এবং ঝাপটি মেরে আমার কোলে চলে আসলো। যদিও সে কথা বলতে পারে না কিন্তু তার ইশারায় এবং মুখের আকৃতিতে বুঝতে পারলাম সে খুবই আনন্দিত। এবং ট্রাইসাইকেলে উঠার জন্য উদগ্রীব হয়ে গিয়েছে। এমনকি পলিতে মোড়ানো চাকাগুলো থেকে পলি সরিয়ে ফেলতেও দিচ্ছে না। আর আমার ছোট ছেলের এই আনন্দ উচ্ছ্বাসের জন্য আমারও খুবই ভালো লাগলো। মনে মনে ভাবলাম সে কথা না বলতে পারলেও আমি তার মনের মত একটি ট্রাইসাইকেল কিনে দিতে পেরেছি। একজন পিতা হিসেবে ছেলে মেয়ের এরকম হাসি খুশি দেখাটা যে কত আনন্দের তা একমাত্র যারা বাবা হয়েছেন তারাই বুঝতে পারেন। তাইতো এই আনন্দঘন মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার না করে থাকতে পারলাম না। তাইতো মোবাইলটা হাতে নিয়ে বসে গেলাম পোস্টটা লিখতে এবং আপনাদের মাঝে শেয়ার করতে। ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20250112_173018~3.jpg

20250112_173015~2.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

অবশেষে সন্তানের প্রতি পিতার ভালোবাসার বহিঃপ্রকাশের এই আনন্দঘন মুহূর্তটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। প্রত্যেকটা পিতাই তার অবস্থান থেকে তার সন্তানের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ভালো কিছু করার। আমিও আমার অবস্থান থেকে চেষ্টা করেছি আমার সন্তানের মুখে সামান্য একটু হলেও হাসি ফোটানোর জন্য। তো যাইহোক বন্ধুরা আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবারো যে কোন একটি পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সবার মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

বাবারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের সর্বোচ্চ তা দিতে প্রস্তুত সব সময়। পিতা মাতা নিঃস্বার্থভাবে সন্তানদের ভালোবাসে আপনার পোস্ট এটারই বহিঃপ্রকাশ ছিল। আপনার মত প্রতিটি বাবাকে আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। সন্তানদের এভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা আর ফলস্রুতিতে সন্তানরাও যেন আপনাদের মত বাবাকে এইভাবে এই ভালোবেসে যায়। আপনার ছেলেকে ট্রাইসাইকেলটিতে উঠে অনেক মিষ্টি লাগছে দেখতে।

আপনার বাবুর জন্য চমৎকার একটি গাড়ি কিনেছেন। আমিও কিছুদিন ধরে ভাবছি আমার ছেলের জন্য একটি গাড়ি কিনে দিতে হবে। তবে আর্থিক দিক থেকে হয়ে উঠছে না। যাই হোক ভালো লাগলো এত সুন্দর গাড়ি কিনে দিয়েছেন দেখে। গাড়িটা বেশ সুন্দর হয়েছে।

বাহ, ভাই আপনি আপনার ছেলের জন্য দারুন বেবি ট্রাই সাইকেল কিনেছেন। কিছুদিন আগে আমার ছেলের জন্য একটি সাইকেল কিনে এনেছি। দেখতে প্রায় আপনার ছেলের সাইকেলের মত কিন্তু একটু আলাদা। তবে আমার কাছে মনে হচ্ছে সাইকেলের দামটা একটু বেশিই নিয়েছে। যাই হোক সাইকেল চড়ে ছেলেকে বেশ সুন্দর লাগছে দেখতে। আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল।

PUSS and Super Walk Task কমপ্লিট করার দৃশ্য শেয়ার করা হয় নাই, কিউরেশনের পূর্ব শর্ত এগুলো।