লেভেল-৪ হতে আমার অর্জন -By @mahfuzur888

in hive-129948 •  7 months ago 

আসসালামু-আলাইকুম/আদাব।



IMG_20240401_110237.jpg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভাল আছি।আপনারা জেনে খুশি হবেন, আমি 'আমার বাংলা ব্লগ' এর এবিবি স্কুলে মাধ্যমে, লেভেল চারের লেকচার শীট পড়ে, এবং সন্মানিত মডারেটর @rupok ভাইয়ের ক্লাস করে, যথেষ্ট ধারণা অর্জন করেছি। আর ভাইবাতে অংশগ্রহণ করে আমি পাশ করেছি।তাই ভাইবাতে পাশ করতে পেরে আমি খুবি আনন্দিত হয়েছি।তাই আজকে আমি লেভেল-৪ এর লিখিত পরীক্ষা দিচ্ছি।
প্রশ্নঃ p2p কি?👇
  • উত্তর :
    p2p মানে হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি অথবা person to person Transfer. এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে লেনদেন করার জন্য যে মাধ্যম তাকে p2p বলা হয়।
প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।👇

IMG_20240401_111509.jpg

IMG_20240401_111559.jpgIMG_20240401_111543.jpg

নেক্সটয়ে ক্লিক করার পরে আমার privet active কী দিয়ে লগিন করলাম।

প্রশ্নঃ2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।👇

IMG_20240401_111850.jpg

IMG_20240401_111928.jpgIMG_20240401_111912.jpg

নেক্সটয়ে ক্লিক করার পরে আমার privet active কী দিয়ে লগিন করলাম।

প্রশ্নঃ 2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।👇

IMG_20240401_113059.jpg

IMG_20240401_113151.jpgIMG_20240401_113126.jpg

তারপর আমার Tron privet কী দিয়ে লগিন করলাম।

প্রশ্নঃ Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।👇

IMG_20240401_113443.jpg

IMG_20240401_113531.jpgIMG_20240401_113514.jpg
প্রশ্নঃ Exchange site এ একটি Account Create করুন।👇

প্রথমে আমি একটি বৈধ ইমেইল দেব। তারপরে শক্তিশালী পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ড দিব। তার উপরে আমাদের ইমেইলে একটি ইমেইল আসবে। সেই মেইলটি ভেরিফিকেশন করলেই আমার একাউন্টটি হয়ে যাবে।নিচে ধাপে ধাপে দেখানো হল।

IMG_20240401_115745.jpgIMG_20240401_115841.jpg
IMG_20240401_120020.jpgIMG_20240401_115929.jpg
প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।👇

প্রথমেই আমি আমার poloniex wallet ওপেন করলাম। তারপরে ডিপোজিট অপশনে আসলাম। তারপর steem address এবং show memo কপি করে steemit wallet এসে যথাক্রমে বসিয়ে privet active কী দিয়ে লগিন করলাম।সেই ধাপ গুলো দেখানো হল।

IMG_20240401_121124.jpg

IMG_20240401_121207.jpgIMG_20240401_121143.jpg
প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।👇

প্রথমেই আমি আমার poloniex wallet ওপেন করলাম। তারপরে ডিপোজিট অপশনে আসলাম। তারপর Trx address কপি করে steemit wallet এসে যথাক্রমে বসিয়ে Tron privet কী দিয়ে লগিন করলাম।সেই ধাপ গুলো দেখানো হল।

IMG_20240401_123320.jpg

IMG_20240401_122946.jpgIMG_20240401_122236.jpg
IMG_20240401_123032.jpgIMG_20240401_123002.jpg
প্রশ্নঃ Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।👇

IMG_20240401_124534.jpg

IMG_20240401_124628.jpgIMG_20240401_124553.jpg
USDT Exchange করার ক্ষেত্রে তখন আমি Sell এ গিয়ে প্রথমে এমাউন্টে যত Steem এর USDT করতে চাচ্ছি তা সেখানে বসাবো এবং Sell এ ক্লিক করব।

IMG_20240401_124942.jpg

IMG_20240401_125031.jpgIMG_20240401_125013.jpg
আবার Trx to USDT Exchange করতে গেলে সেই ক্ষেত্রে, আমি প্রথমে এমাউন্টে যত Trx এর USDT করতে চাচ্ছি তা সেখানে বসাবো এবং Sell এ ক্লিক করব। তারপর আমার ওয়ালেটে USDT জমা হয়ে যাবে।

Amar_Bangla_Blog_logo_png.png

আজকে আমি আমার লেভেল-৪ এর লিখিত পরীক্ষার দিতে পেরে অনেক খুশি।আমার লিখিত পরীক্ষায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন🙏🙏🙏

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কিছু কিছু বিষয় একেবারে সংক্ষেপে বর্ণনা করেছেন। তাছাড়া সব ঠিক আছে।

লেভেল ফোর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। লেভেল ফোর হতে আপনি অনেক কিছু শিখতে জানতে পেরেছেন দেখছি। লেভেল ফোরে মূলত পিটুপি করার নিয়ম শেখানো হয়ে থাকে। আপনার জন্য শুভ কামনা রইল দ্রুতই লেভেল গুলো পার হয়ে যেন ভেরিফাইড মেম্বার হিসেবে আমাদের মাঝে হাজির হতে পারেন।

Posted using SteemPro Mobile

লেভেল ফোর খুবই গুরুত্বপূর্ণ, ওয়ালেট সংক্রান্ত এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে আয়ত্ত করেছেন, আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আশা করছি আপনি সামনের দিকগুলো আরো ভালো হবে এবং আপনি আরো ভালোভাবে কাজ করে আমাদের বাংলা ব্লগের সাথেই থাকবেন, দোয়া রইল আপনার জন্য।