DIY-(এসো নিজে করি)//রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি।

in hive-129948 •  8 months ago 
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


প্রিয় বন্ধুরা , প্রতি দিনের মতো আজকে আবারও একটা ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি নানান কর্মব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই একটু একটু করে ডাই পোস্ট তৈরি করার চেষ্টা করি, প্রতিদিন নিয়মিত। সেই আমার ছোট বাবুর ফুল বানানো থেকে শুরু করে এখুন পর্যন্ত নিয়মিত আমি ডাই পোস্ট তৈরি করার চেষ্টা করছি। আসলে ডাই পোস্ট টা বানানো আমার এখুন একটু নেশার মতো হয়ে গেছে একটু সময় পাইলেই কোন না কোন ডাই পোস্ট নিয়ে বসে যাই। রঙিন কাগজ দিয়ে কোন না কোন ডাই পোস্ট তৈরি, এখুন আমার খুব ভালো লাগে। আগে কোন একটা সময় ছিল যে আমাকে পোস্ট তৈরি করতে হবে সেই ক্ষেত্রে ডাই পোস্ট তৈরি করা। আর এখুন আমি ডাই পোস্ট তৈরি করি একটু ভালোলাগার থেকে। যাইহোক অন্যান্য দিনের মতো আজকেও একটা ওয়ালমেট তৈরি করেছি যা দেখতে খুবই সুন্দর ছিল। আশা করি এটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে আমরা দেখি নেই কিভাবে আমি ওয়ালমেট টা তৈরি করেছিলাম।

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট।

20240514_111037~5.jpg

আমি রঙিন কাগজ দিয়ে কিভাবে একটি ফুল তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। রঙিন কাগজ।
২। কেঁচি।
৩। ঘাম।
৪।গ্লু গান।
৫। ফুতি।

Picsart_24-05-15_15-57-10-353.jpg

যেহেতু আমি একটা ওয়ালমেট তৈরি করব সেহেতু আমি তিন রঙের রঙিন কাগজ নিয়েছি। সব রঙিন কাগজগুলো ছিল এ ফোর সাইজের। রঙিন কাগজগুলো কাটার জন্য একটা কেঁচি একটা ঘাম একটা গ্লু গান এবং ওয়ালমেট এর সৌন্দর্য বৃদ্ধির জন্য কয়েকটি ফুতি নিয়ে আমি ওয়ালমেটটা তৈরি করতে লাগলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-১
Picsart_24-05-15_16-38-32-133.jpgPicsart_24-05-15_16-40-21-602.jpg

Picsart_24-05-15_16-41-41-740.jpg

Picsart_24-05-15_16-18-29-923.jpg

রঙিন কাগজগুলোকে আমি লম্বা ২০ সেন্টিমিটার এবং প্রস্তুত ১০ সেন্টিমিটার করে কেটে নিলাম। এবং একটি কাঠির সাহায্যে এক কোনা থেকে কাগজগুলোকে গোল স্টিক করা শুরু করলাম। আমি মোট ১২ স্টিক করেছিলাম তার মধ্যে ছয়টি স্টিক কেটে হালকা ছোট করে নিয়েছি।যেরকমটা আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-২

Picsart_24-05-15_16-17-01-981.jpg

Picsart_24-05-15_16-15-34-561.jpg

স্টিক গুলোকে প্রথমে তিনটি করে জোড়া লাগিয়ে পরে একটি ফ্রেম আকৃতি করে কোনা কেঁচির সাহায্যে কেটে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। ঠিক যেরকম আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ- ৩
Picsart_24-05-15_16-28-21-922.jpgPicsart_24-05-15_16-29-58-579.jpg
Picsart_24-05-15_16-31-28-300.jpgPicsart_24-05-15_16-33-03-697.jpg
Picsart_24-05-15_16-35-19-050.jpgPicsart_24-05-15_16-36-52-148.jpg

এবার দুই পিস লেমন কালারের রঙিন কাগজকে লম্বা লম্বি আট ভাগে ভাগ করলাম।এবং কাঁঠির সাহায্যে আটটি গোলাকার স্টিক করে নিলাম। এবার স্টিক গুলোকে কাঁটির সাহায্যে চিকন করে হালকা বাকিয়ে দিলাম। ঠিক যেমনটি আপনার ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ- ৪
Picsart_24-05-15_16-21-28-235.jpgPicsart_24-05-15_16-22-46-833.jpg
20240514_095129~2.jpgPicsart_24-05-15_16-24-59-136.jpg

Picsart_24-05-15_16-26-33-228.jpg

এবার এ ফোর সাইজের একটি লাল রঙের কাগজকে আট ভাগে ভাগ করলাম। ফুল তৈরি করার জন্য প্রত্যেক টুকরো কাগজকে কুচিকুচি করে ভাঁজ করলাম। ভাজ শেষে বাইরের অংশকে কেঁচি দিয়ে কেটে ফুলের পাপড়ির আকৃতি করে নিলাম। এবং ঠিক মাঝখানে ভাজ করে ঘাম দিয়ে লাগিয়ে ফুল তৈরি করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ- ৫

Picsart_24-05-15_16-13-40-111.jpg

Picsart_24-05-15_16-11-30-570.jpg

এবার লাল রঙের ফ্রেমের ভিতরে লেমন কালারের স্টিক গুলো সুন্দর করে বসিয়ে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-

Picsart_24-05-15_20-09-53-489.jpg

Picsart_24-05-15_20-11-28-372.jpg

এবার প্রত্যেক কান্ডের মাথায় ফুল গুলো গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম।তারপর ঝুলিয়ে রাখার জন্য নীল রঙের ফিতা লাগিয়ে দিলাম। এবং ওয়ালমেটটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রত্যেক ফুলের মাথায় একটা করে ফুতি লাগিয়ে দিলাম। আর এভাবেই ওয়ালমেট তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম ।

উপস্থাপন

Picsart_24-05-15_16-03-54-482.jpg

Picsart_24-05-15_16-02-25-208.jpg

Picsart_24-05-15_16-09-39-245.jpg

রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ওয়ালমেট তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। ওয়ালমেট টি দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। ওয়ালমেটটি লাগানোর ফলে রুমের ওয়াল টাও দেখতে বেশ ভালো দেখাচ্ছে। যাইহোক রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি এই ওয়ালমেটটি দেখতে আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত্যই পরবর্তীতে হাজির হব অন্য কোন পোস্ট নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করা অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার। আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালমেটটা খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে লাল রঙের ফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে। ওয়ালমেট এর ফ্রেম টাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রঙিন কাগজের ওয়ালমেট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি ঠিক বলেছেন আপু রঙিন কাগজে যে কোন জিনিস তৈরি করা সময়ের ব্যাপার। সময় বেশি লাগলেও তারপর আমি গুরুত্ব দিয়ে জিনিসটা যেন ভালোভাবে উপস্থাপন করা যায়। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই আমি আমার পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। পরিশেষে এত সুন্দর একটা মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে আপনার বানানো ওয়ালমেট টি।দারুন ভাবে গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

জি ভাই আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি ওয়ালমেটটা আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করার জন্য। আর আপনাদের পাশে পেয়েই আমি আরো বেশি উৎসাহিত হয়েছিলাম। যাই হোক সবশেষে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমার পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

কাগজ দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন দেখছি। খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর ওয়ালমেট দেখে। বেশ দারুন ভাবে তৈরি করেছেন আপনি। আপনার ওয়ালমেট তৈরি করা দেখে মুগ্ধ হলাম ভাইয়া।

জি ভাই আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি ওয়ালমেটটা সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। সবশেষে একটা গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

কি দারুণ বানিয়েছেন ভাইয়া। রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে একটি ওয়ালমেট বানিয়েছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ফুলের গাছ ও ফুল গুলো দক্ষতার সাথে বানিয়েছেন।ভীষণ ভালো লাগছে দেখতে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে ওয়ালমেট বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

জ্বী আপু আমার সবকিছুই সম্ভব হয়েছে আপনাদের উৎসাহ উদযাপনের মধ্য থেকে। আপনারা উৎসাহ দিয়েছিলেন বিধায় আমি এই সুন্দর ওয়ালমেটটা তৈরি করতে পেরেছিলাম। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। যাইহোক এত সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। খুব ভালো লাগলো আপনার এত সুন্দর দক্ষতা দিয়ে করা ওয়ালমেট তৈরি করা দেখতে। নেটটা দেখে আমি খুবই খুশি হয়েছি। এক কথায় অসাধারণ হয়েছে।

জি আপু আপনারা যখুন পাশে আছেন তখন ইনশাল্লাহ আমি আরও ভাল কিছু করতে পারবো। আমার জন্য দোয়া করবেন। সবশেষে এরকম গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

ভাই আপনি অনেক সুন্দর করে ওয়ালমেট টি তৈরি করেছেন। আর তৈরির ধাপ গুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন। আমি ও এই কাজ গুলো করতে ভালোবাসি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পোস্ট করার জন্য।

জি ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এরকম গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

আপনার যেডাই পোস্ট বানাতে ভালো লাগে, সেটা আপনার পোষ্ট দেখলে বোঝা যায় মআপনি খুবই দক্ষতার সাথে এই ডাইপোস্ট তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি তৈরি করে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

জি ভাই আপনি ঠিক বলেছেন আমি আমার পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা আমার পাশে আছেন বিদায় আমার এতগুলো সম্ভব হয়েছে। যাইহোক এরকম গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। এধরনের ওয়ালমেট গুলো দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়া এই ওয়ালমেট গুলো ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। ধন্যবাদ সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য।

জি ভাই আপনি ঠিক বলেছেন এরকম ওয়ালমেট রুমে ঝুলে রাখলে রুমের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়ে যায়। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এরকম সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

আরে বাহ অসাধারণ। ভাই আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আরেকটা বিষয় ভালো লাগলো যে ওয়ালমেট তৈরি করে একদম ওয়ালে লাগিয়ে দিয়েছেন। দেখতে তো দারুন লাগছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

জি ভাই আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের উৎসাহ পেয়ে আমি এতদূর আসতে পেরেছি। সবশেষ এরকম গঠনমূলক একটা মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। সত্যি ভাইয়া এই ওয়ালমেট গুলো তৈরি করতে এখন আমারও অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন আর শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

জি আপু আপনি সত্যি বলেছেন আমার কাছেও ওয়ালমেটটা দেখতে অনেক সুন্দর লেগেছিল।আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি আপু ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সবশেষে এত সুন্দর একটা মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া।আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুব আকর্ষণীয় একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

জ্বী আপু আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করি ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যাইহোক এত সুন্দর একটা মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

কয়েকদিন কোন কাজ করলে সেই কাজটি নেশার মত হয়ে যায়। রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানানো আমারও ভীষণ পছন্দের একটি কাজ। আপনি দারুন ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। ফুলের মাঝখানে সুন্দর পুঁথি ব্যবহার করাতে দেখতে বেশি ভালো লাগছে।

জি ভাই আমার সবকিছু সম্ভব হয়েছে আপনাদের এরকম উৎসাহের জন্য। আপনাদের উৎসাহ পেয়েই আমি ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করতে আমি অনেক পছন্দ করি। কেননা এই ধরনের কাজগুলো সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে। আপনার ওয়ালমেট তৈরির পদ্ধতি অসাধারণ লেগেছে। বিশেষ করে ফুল এবং ডাল সুন্দর করে তৈরি করেছেন, দেখে মুগ্ধ হলাম। আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জি ভাই আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি ওয়ালমেটটা সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আর এগুলো সম্ভব হয়েছে একমাত্র আপনাদের উৎসাহ উদ্দীপনার জন্য। আপনারা আমাকে উৎসাহ দিয়েছেন বিধায় সময় সাপেক্ষ ওয়ালমেটটা তৈরি করেছে। যাইহোক এত সুন্দর একটা মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি পোস্ট দেখে খুবই ভালো লাগছে। এই ওয়ালমেট তৈরি করতে আপনি প্রচুর সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে এবং শেষ পর্যন্ত এটি খুব সুন্দর হয়েছে এটাই অনেক৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

জি ভাই আপনি ঠিক বলেছেন ওয়ালমেটটা তৈরি করতে আমার একটু সময় লেগেছিল। তবে সময় লাগলেও এটুকু সার্থকতা যে আমি ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছিলাম। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। পরিশেষে এত সুন্দর একটা মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ঠিকই বলেছেন একটু একটু সময় বের করে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টগুলো তৈরি করার । আর আমারও মাঝেমাঝে ডাই পোস্ট বানানো একেবারে নেশার মত হয়ে যায় বানালে শুধু বানাতেই ইচ্ছা করে ।একসাথে যে কতগুলো বানিয়েছে আগে । ইদানিং ইচ্ছাই করে না । আপনার ছোট বাবুর ফুল তৈরি করাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল । আজকে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে অনেক বেশি কালারফুল ও সুন্দর লাগছে ।

জি আপু আসলে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। বিভিন্ন ব্যস্ততার মাঝে আমারা অনেক কিছুই মনের ইচ্ছে থাকা সত্যেও করতে পারিনা। যাইহোক এত সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আমারও আগে ডাই বানাতে অনেক ভালো লাগতো,কিন্তু এখন ব্যস্ততার কারনে ডাই করতে খুব কম বসানো হয়।যাই হোক আপনার তৈরি ওয়ালমেট টা বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

জি আপু আপনি ঠিক বলেছেন অনেক সময় অনেক ব্যস্ততার মাঝে মনের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারিনা। যাই হোক এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

রঙ্গিন কাগজ দিয়ে দক্ষতার সাথে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরী করলেন। ওয়ালমেট দেখতে ও বানাতে আমার খুব ভালো লাগে।আজ আপনার রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমিট বানানো দেখে আমার খুব ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেটগুলো বানাতে অনেক সময় ও ধৈর্য্যের প্রয়োজন। দেখেই বোঝা যাচ্ছে অনেক ধৈর্য নিয়ে ওয়ালমেটটি তৈরী করেছেন। ধন্যবাদ ভাইয়া অনেক সহজ ও সুন্দর করে ওয়ালমেটটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি আপু আপনাদের এরকম উৎসাহ পেলে আমি আরো অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ। ডাইপোস্ট করতে যদিও সময় লাগে তারপরেও মনের ইচ্ছাটাই বড়। যাইহোক সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি দেখতে পাই ।আসলেই ভালো লাগে এই ধরনের কাজগুলো দেখতেও ভালো লাগে। যেটা আপনি খুব সুন্দর করে ফুলের ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন। অনেক সুন্দর লাগছে দেখতে ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে এইগুলো ব্যবহার করলে আরো দেখতে ভালো লাগে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

জি ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার মত আমারও রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। এভাবে ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগে।

ভাই এত সুন্দর একটা মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

বেশ সুন্দর লাগছে দেখতে। দেখে চেষ্টা করার ইচ্ছে জাগছে।ধাপে ধাপে বিষয়টি বর্ণনা করাতে নিজে নিজে চেষ্টা করতেও সুবিধা হবে। ধন্যবাদ, সম্পূর্ণ প্রক্রিয়াটি সুন্দরভাবে উপস্থাপনের জন্য এবং নিজের অর্জিত দক্ষতা আমাদের মাঝে তুলে ধরে আমাদেরও সেটা শেখার সুযোগ করে দেওয়ার জন্য।

আসলে হাতে সময় এবং নিজের দক্ষতা থাকলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি তৈরি করেছেন। আপনার ওয়ালমেট দেখে খুব ভালো লাগলো। ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। বিশেষ করে ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন হাতে সময় থাকলে এবং ধৈর্য থাকলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই বানানো সম্ভব। যাইহোক এরকম একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট দেখে অনেক ভালো লাগলো।ওয়ালমেট দেয়ালের সুন্দর্য বৃদ্ধি করে।ফুল গুলো বেশ সুন্দর ফুটে উঠেছে। কালার কম্বিনেশনটা অনেক দারুন ছিল। ধন্যবাদ ভাই দারুন একটু পোস্ট আমাদের মাঝে উপস্থাপন কাদের জন্য।

জ্বি আপু আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।