🥕 🥗প্রতিযোগিতা - ১০🍅🥕 || আমার প্রিয় শীতকালীন ফুলকপিসহ রুইমাছের সবজি রেসিপি || [10% shy-fox]

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।🤝

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @mahfuzur888

বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে। আজকে আমি শীতকালীন আমার প্রিয় সবজি রেসিপি তৈরি করতে যাচ্ছি।

শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়। আর শীতকালে সবজির কারণে আমার খুবই ভালো লাগে, কারণ এই সবজি রেসিপি গুলো খেতে খুবই সুস্বাদু। তাই আজকে আমি আমার প্রিয় রুই মাছ দিয়ে সবজি রেসিপি তৈরি করেছি।

🌶👇আমার প্রিয় শীতকালীন ফুলকপিসহ রুইমাছের সবজি রেসিপি👇🥕🍆

IMG_20211209_104856.jpg

শীতকাল মানেই নানা রকম সবজির সমাহার। আর শীতকালে এই সবজি রেসিপি গুলো খেতে খুবই ভালো লাগে। আমি সবজি রেসিপি খেতে খুবই পছন্দ করি। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি দিয়ে যেকোনো রেসিপির তৈরি করে খেতে আমার অনেক ভালো লাগে।

প্রয়োজনীয় উপকরণ🐟

IMG_20211209_105043.jpg

উপাদানপরিমাণ
১) রুই মাছ১কেজি।
২) পেঁয়াজ কুচি৮ টি।
৩) মরিচের গুঁড়াপরিমানমতো।
৪) হলুদের গুঁড়াপরিমানমতো।
৫) জিরা বাটাপরিমানমতো।
৬) রসুন বাটাপরিমানমতো।
৭) আদা বাটাপরিমানমতো।
৮) মসলা বাটাপরিমানমতো।
৯) লবণপরিমানমতো।
১০)সয়াবিন তেল২০০ গ্রাম।
১২)কাঁচা মরিচ৮টি।
১৩)ফুলকপি১টি ।
১৪)আলু২০০ গ্রাম।
১৫)বেগুন২০০ গ্রাম।
১৬)সিম৫০ গ্রাম।
১৭)ধনে পাতা২০ গ্রাম।

ধাপ👇১ 🥕

IMG_20211209_105016.jpg

ধাপ👇২ 🥕

IMG_20211209_105003.jpg

আমার প্রিয় শীতকালীন সকল সুস্বাদু সবজি দিয়ে টেংরামাছের মজাদার রেসিপি তৈরি করার জন্য, আমি সকল উপকরণ নিয়ে বোয়াল মাছের রেসিপি তৈরি করা শুরু করে দিলাম।

ধাপ👇৩ 🥕

IMG_20211209_105915.jpg

ধাপ👇৪🥕

IMG_20211209_105949.jpg

তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কাঁচা মরিচ পিঁয়াজ গুলো সুন্দর করে ভাজতে লাগলাম।

ধাপ👇৫ 🥕

IMG_20211209_101801.jpg

ধাপ👇৬ 🥕

IMG_20211209_101830.jpg

তারপরে আমি সকল মসলা দিয়ে কড়াইয়ের মধ্যে ফুলকপি, আলু, বেগুন,সিম দিয়ে সুন্দর করে মাখিয়ে ঝাল দিতে লাগলাম।

ধাপ👇৭ 🥕

IMG_20211209_101909.jpg

ধাপ👇৮ 🥕

IMG_20211209_101856.jpg

এই সবজিগুলো আমি সকল মসলা দিয়ে সুন্দর করে মাখিয়ে জাল দিয়ে সিদ্ধ করে নিলাম।

ধাপ👇৯ 🥕

SAVE_20211209_104641.jpg

ধাপ👇১০ 🥕

IMG_20211209_104925.jpg

তারপরে আমি রুই মাছের পিসগুলো হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে কড়াইয়ের মধ্যে তেলে ভাজি করে নিলাম।

ধাপ👇১১🥕

IMG_20211209_101948.jpg

তারপরে আমি সবজির রেসিপির মধ্যে পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে জ্বাল দিতে লাগলাম।

ধাপ👇১২ 🥕

IMG_20211209_102115.jpg

সবজি রেসিপি মোটামুটি শুকিয়ে গেলে, আমি ভাজি করা রুই মাছ গুলো এই সবজি রেসিপি উপরে দিয়ে জ্বাল দিতে লাগলাম।

শেষের ধাপ👇 🥕

IMG_20211209_102103.jpg

অবশেষে আমি আমার সবজি রেসিপি শেষের ধাপে এসে পৌঁছেছি, শেষের ধাপে এসে পৌঁছাতে পারে আমার খুবই ভালো লাগছে। নিজের হাতে তৈরি করা রুই মাছের রেসিপি খেতে অনেক মজা।

🥕👇পরিবেশন👇🥕

IMG_20211209_104911.jpg

শীতকালের সবজি রেসিপি গুলো খেতে খুবই ভালো লাগে। রাতে রান্না করে সেই রান্নাটা যদি সকালে খাওয়া হয় তাহলে আরো বেশি সুস্বাদু লাগে। সবজি রেসিপি রান্না করতে পেরে আমার খুবই ভালো লাগছে।

IMG_20211209_104842.jpg

আমার প্রিয় সুস্বাদু সবজি রেসিপি আমি রান্না করতে পেরে খুবই ভালো লাগছে। তাই সবজির রেসিপি সাথে ছবি ওঠে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার শীতকালীন সবজি রেসিপি কেমন হয়েছে জানাবেন এবং আমাকে আরো উৎসাহিত করবেন। আমি যেন আরো ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণআমার প্রিয় শীতকালীন ফুলকপিসহ রুইমাছের সবজি রেসিপি🍅
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শীতকালের সবজি রেসিপি মানে সুস্বাদু খাবার আর এই সবজি রেসিপি খেতে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে রুই মাছ দিয়ে সবজি রেসিপি তৈরি করেছেন। দেখে খুবই সুস্বাদু মনে হয়েছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

সত্যিই অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া সামনে আরও চাই।

আপনাকে ধন্যবাদ

ফুলকপি আমার অনেক ভালো লাগে। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি আমার খুবই প্রিয়। শীতকাল মানেই ফুলকপি ও অন্যান্য শীতকালের সবজির সমাহার। রুই মাছ দিয়ে আপনি দারুণভাবে ফুলকপির রেসিপি তৈরি করেছেন। শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে রুই মাছ খেতে খুবই ভালো লাগে। আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

শীতকালের সবজি সব সময় ভালো লাগে আমার কাছে ।রুই মাছ দিয়ে ফুলকপি রান্নাটি দারুন হয়েছে দেখতে ,খেতেও মনে হয় সুস্বাদু হবে ।ধন্যবাদ ভাই এতো সুন্দর রেসিপি শেয়ার করারজন্য।

আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

বা খুব সুন্দর করে আপনি শীতকালীন সবজি দিয়ে মাছের এই রেসিপিটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে তা উপস্থাপন করেছেন খুব সুন্দর ভাবে। শীতকালীন সবজি গুলো দেখতে যতটা আকর্ষণীয় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়।
আর এমন কেউ নেই আমার জানামতে যে কিনা শীতের দিনে ফুলকপি টা খায় না।
অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আজকে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইজান।

আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই

আপনি অসাধারণ একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রুই মাছ দিয়ে ফুলকপি রেসিপি। রুই মাছ অতুলনীয় একটা মাছ তার মধ্যে শীতকালীন সবজি ফুলকপি খুবই সুস্বাদু। দুই মিলে আমাদের জন্য প্রস্তুত করেছেন ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি। খুবই ভালো লেগেছে এবং রুই মাছ দিয়ে ফুলকপি আমাদের বাঙ্গালীদের প্রিয় একটি রেসিপি আমি মনে করি। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ

আপনি রুই মাছ ও শীতকালীন সবজি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারবে। আপনার জন্য শুভকামনা।

আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।

শীতের সবজির সাথে যে কোন মাছ খেতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনার উপস্থাপনা ওটাও খুব সুন্দর ছিল ভাইয়া। সব মিলিয়ে অসাধারণ একটা রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

আপনি যে রেসিপিটা তৈরি করেছেন এই রেসিপিটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সত্যি বলতে আমি মাছ দিয়ে ফুলকপি রান্না করলে খুবই মজাদার আর আপনার রান্না কালারটা অসাধারণ লাগছে দেখে বোঝা যায় যে এটা খুবই মজা হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা

আপনার মতামতের জন্য ধন্যবাদ