মজাদার মিষ্টি সেমাই রান্নার রেসিপি

in hive-129948 •  2 years ago 
আজ বুধবার • ৬ই আশ্বিন • ১৪২৯ বঙ্গাব্দ • ২১ সেপ্টেম্বর - ২০২২


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।



Picsart_22-09-21_14-50-04-706.jpg

• Edited By PicsArt App



মিষ্টি জাতীয় খাবার খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন আর যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের পছন্দের মিষ্টির খাবারের মধ্যে মিষ্টি সেমাই অন্যতম। কেমন আমিও মিষ্টি সময় খেতে ভীষণ পছন্দ করি। ছোট থেকেই এই মিষ্টি সেমাই আমার ভীষণ পছন্দের তাই আমার মা মাঝে মাঝেই বাসায় মিষ্টি সেমাই তৈরি করেন। আমি মিষ্টি খেতে একটু কম পছন্দ করি তবে মিষ্টি সেমাই হলে মোটামুটি রুচি সহকারে অনেকগুলো খেতে পারি।

এই মিষ্টি সময় অনেকেই অনেক ভাবে তৈরি করেন তবে আমার কাছে বেশি করে দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। বেশি করে দুধ দিয়ে মিষ্টি সেমাই রান্না করলে অন্যরকম একটা সাধ চলে আসে। কম দুধ দিয়ে রান্না করলে সেমাই আমি খুব একটা খাই না তাই আমার বাসায় সব সময় বেশি করে দুধ দিয়েই এই সেমাই রান্না করা হয়।

আপনাদের মাঝে আমি আজ খুব সহজেই মিষ্টি সেমাই রান্না করার এই রেসিপিটি উপস্থাপন করব। আপনারা যারা সেমাই খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় আমার এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসা যাক।



image.png

Picsart_22-09-21_15-46-08-390.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
তরল দুধ২ লিটার
কুলসন সেমাই২ প্যাকেট
চিনিস্বাদ অনুযায়ী



image.png

⊕ ধাপ-১ ⊕

IMG-20220921-WA0004.jpg

প্রথমে আমরা একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে নেব।

⊕ ধাপ-২ ⊕

IMG-20220921-WA0008.jpg

তারপর ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে সেমাই গুলোকে ফ্রাইং প্যানে ছেড়ে দেব।

IMG-20220921-WA0009.jpg

তারপর সেমাইগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে।

⊕ ধাপ-৩ ⊕

IMG-20220921-WA0006.jpg

এবার তরল দুধ গুলোকে আমরা চুলায় বসিয়ে দেব।

⊕ ধাপ-৪ ⊕

IMG-20220921-WA0007.jpg

তারপর স্বাদ অনুযায়ী চিনি যোগ করব

⊕ ধাপ-৫ ⊕

IMG-20220921-WA0010.jpg

তারপর দুধগুলো ফুটতে শুরু করলে গরম মসলা গুলোকে আমরা ফাটিয়ে দুধে ছেড়ে দেব।

⊕ ধাপ-৬ ⊕

IMG-20220921-WA0011.jpg

এবার ভেজে নেয়া সেমাই গুলোকে আমরা দুধে ছেড়ে দেব

⊕ ধাপ-৭ ⊕

IMG-20220921-WA0013.jpg

তারপর দুধগুলো ভারী হয়ে এলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার মিষ্টি সেমাই৷



CC_20220921_143920.png

আশা করি আমার আজকের শেয়ার করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্টে আসার জন্য। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97fefnfWhQ13UMRWeknr7xdZZ6cbo4v6hWwmCHKLHP4BgwejnDSbMjPKVuX1pcruLDgsQFvWBK4Pp.png

PicsArt_03-22-02.27.17.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।

FacebookTwitterYouTube

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97fefnfWhQ13UMRWeknr7xdZZ6cbo4v6hWwmCHKLHP4BgwejnDSbMjPKVuX1pcruLDgsQFvWBK4Pp.png

standard_Discord_Zip.gif

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

JOIN WITH US ON DISCORD SERVER

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার রুচির সাথে আমার রুচিও অনেকটাই এক সুত্রে গাথা ভাইয়া , আমিএ আপনার মত মিষ্টি কম পছন্দ করি বাট মিষ্টি জাতিয় খাবার আমি খুব আনন্দের সাথে খাই এবং তার স্বাদ খুব ভাল ভাবেই উপভগ করার চেষ্টা করি । আপনার রেসিপি টা দেখে এখনি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি ভাইয়া , কি অসাধারন রেসিপি শেয়ার করলেন ভাইয়া । শুভকামনা ভাইয়া আপনার জন্য

হুম ভাই একদম আমিও ঠিক এমন। পাগল হইয়েন না ভাইয়া ভাবি আবার আমার উপর রাগ পাবে 😁
এর থেকে ভালো দাওয়াত নেন।
ধন্যবাদ ভাই।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

Upvoted! Thank you for supporting witness @jswit.

  ·  2 years ago (edited)

ভাই আমি আসলে মিষ্টি জিনিস একটু কম পছন্দ করি ৷তবে মাঝে মধ্যে মেহমান বা আত্মীয় স্বজন আসলে তখন সেমাই বানানো হয়

যাই হোক মজাদার মিষ্টি সেমাই রান্নার রেসিপি টি দারুন হয়েছে ৷প্রথমে সেমাই ভেজে নিয়ে ৷শুধু দুধ চিনি দিয়ে আহা জমিয়ে খাওয়া ৷
দেখে জিভে জল আসলো ভাই ৷
ধন্যবাদ এতো সুন্দর মিষ্টি সেমাই রেসেপি শেয়ার করার জন্য ৷

এভাবে সেমাই রান্না করলে খেতে সত্যি খুবই মজার হয় ভাই। আপনিও এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনার কাছে ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

আপনি ঠিকই বলেছেন মিষ্টি জাতীয় খাবার অনেকের খুব বেশি পছন্দ। আমারও মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ। আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

হ্যাঁ আপু আসলে অনেকেই মিষ্টি খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে আর তাদের পছন্দের লিস্টে এই মিষ্টি সেমাইটিও থাকে।
অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

সকালের নাশতা অথবা বিকেলে এরকম মিষ্টি সেমাই খেতে খুব ভালো লাগে।অনেক দিন মিষ্টি সেমাই খাওয়া হয় না। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আমার কাছে সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে এই মিষ্টি সেমাই ভীষণ পছন্দের।
বানিয়ে ফেলুন আপু আশা করি খুব ভালো লাগবে।
ধন্যবাদ।

মজাদার মিষ্টি সেমাই রান্নার রেসিপি। মিষ্টি সেমাই খেতে ভীষণ মজা লাগে। আমি তো মিষ্টি বেশি পছন্দ করি। দুধ একটু বেশি হলে খেতে ভীষণ মজা লাগে। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

আমি খুব একটা মিষ্টি খাই না, তবে সেমাই খেতে পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

image.png

আপনি অনেক সুন্দর ভাবে মজাদার মিষ্টি সেমাই রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

এই সেমাইটা যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনার সেমাই এর রেসিপি টা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। প্রায় সময় এভাবে সেমাই রান্না করি। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন আপু, এই সেমাই আসলেই সব ভাবে রান্না করে খেতে ভালো লাগে৷ আর সেদিনের সেমাই খেতে সত্যিই ভিষণ মজার হয়েছিলো।
ধন্যবাদ আপু।

জ্বি ভাইয়া আমিও আপনার মত কম দুধ দিয়ে সেমাই রান্না করলে খাই না, আসলে খেতে তখন ভালোও লাগে না। বেশি দুধ দিয়ে ঘন করে যখন সেমাই রান্না করা হয় মাখোমাখো সেমাই খেতে খুবই ভালো লাগে। আপনার সেমাই রান্না টি দেখে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ সুন্দর এই রেসিপির জন্য।

আসলেই সেমাইয়ে একটু দুধ বেশি দিলে সেমাইয়ের মজাটাই অন্যরকম হয়ে যায়,খুব ভালো লাগে সেই সময় খেতে । ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

মজাদার মিষ্টি সেমাই রান্নার রেসিপিটি খুব লোভনীয় দেখাচ্ছে। যেহেতু আমি খুব মিষ্টি প্রেমী একজন মানুষ। আমার কাছে মিষ্টি জাতীয় যেকোনো খাবার খুব ভালো লাগে। মিষ্টি সেমাই আমার খুব পছন্দের একটি খাবার। সকালবেলা কিংবা সন্ধ্যার নাস্তায় এই খাবারটি খেতে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আমি আপনার মত খুব একটা মিষ্টি প্রেমি মানুষ না হলেও এই সেমাই আমার কাছে ভীষণ ভালো লাগে আপু। সকাল কিংবা সন্ধ্যার নাস্তা হিসেবে এই সেমাই আমার কাছে ভীষণ পছন্দের। ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

মিস্টি বলে সেমাই খুব একটা পছন্দ করিনা আমি। তবে ভাই এই ধরনের সেমাই গুলো আমার খুব ভালো লাগে । অনেক মিস্টি হলেও দুধে ভেজানো এই সেমাই এর স্বাদই আলাদা। আমি প্রচন্ড ভালোবাসি এই ধরনের সেমাই গুলো।

আমিও মিষ্টিজাতীয় খাবার কমই পছন্দ করি তবে মিষ্টি সেমাই বেশি করে দুধ দিয়ে রান্না করলে আমার কাছেও ভীষণ ভালো লাগে ভাইয়া৷

আসলে মিষ্টি জাতীয় খাবার আমার খুবই প্রিয়।আমি অবশ্য মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পায়েস খুবই পছন্দ করি। সেমাই ও খাওয়া পরে। খুব একটা বেশি না।বাসায় মেহমান আসলে বা ঈদের সময়। তবে আপনি যেভাবে মিষ্টি সেমাই রেসিপিটি তৈরি করেছেন।আমি যখন খাই এভাবেই তৈরি করে খেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুস্বাদু ও মজাদার করে মিষ্টি সেমাই রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

মিষ্টি সেমাই রেসিপিটা খুবই প্রিয় একটি খাবার আমার। লুচি এবং সেমাই একসাথে খাওয়ার মজাই আলাদা। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি এর সাথে ধাপে ধাপে বর্ণনা করেছেন সহজ ভাবে। এরকম সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার বাংলা ব্লগে আপনার ব্লগিং জার্নি শুভ হোক।

আসলেই ভাই লুচির সাথে এই সেমাই খেতে দারুন লাগে।
আমার পোস্ট আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম ভাইয়া৷ ধন্যবাদ আপনাকে।