আজ রবিবার
৭ই ভাদ্র
১৪২৮ বঙ্গাব্দ
২২ আগস্ট-২০২১
আমার বাংলা ব্লগের সকল বাংলা ভাষী ব্লগারদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
প্রাণী পোষার শখ আমার অনেক দিনের। জীবনে অনেক প্রাণী লালন পালন করছি৷ কয়েক দিন থেকে হঠাৎ পাখি পালনের ইচ্ছা হচ্ছে। তাই চলে গেলাম পাখির দোকানে। সেখানে গিয়ে দেখে মন ভরে গেলো। অনেক সুন্দর সুন্দর পাখি এবং রংবেরঙের মাছ ছিল সেখানে।
সেখানের কিছু মাছ এবং পাখির ছবি আজ আপনাদের সাথে শেয়ার করবো
এই সেই প্রাণীর দোকান
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver
এই পাখির নাম বাজ্রিগার, এটা বিভিন্ন রঙের হয়ে থাকে। দেখতে অনেক সুন্দর।
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver
আকাশি রঙের বাজ্রিগার পাখি
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver
এই পাখির নাম জেব্রা ফিঞ্চ। এদের দেখতে অনেক সুন্দর লাগে। এদের ঠোঁটটা দেখতে অনেক সুন্দর লাল রঙের।
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver
এটা গিড়িবাজ কবুতর।
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver
এই মাছটির নাম বাটারফ্লাই কই।
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver
বাটারফ্লাই কই এবং কমেট মাছ একসাথে দেখতে অনেক সুন্দর লাগে
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver
এটি কমেট মাছ। দেখতে অনেক সুন্দর লাল। এবং এরা খুব ধিরে চলাফেরা করে।
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver
এই মাছটির নাম টাইগারবারব। দেখতে অনেকটা জেব্রার মত। কিন্তু নাম টাইগারবারব
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver
এটা কচ্ছপ দেখতে সুন্দর লাগে। কিন্তু আমি অনেক ভয় পাই
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver
সবাই কে ধন্যবাদ আমার পোস্টে আসার জন্য। আশা করি সবার ভালো লাগবে। দয়া করে ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।
আমি মাহির শাহরিয়ার ইভান। আমি একজন ব্লগার। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার অনেক ভালো লাগে।![]()
YouTube |
---|
টাইগারবাবর আমার অনেক ভালো লেগেছে ভাই,। ইস আমি যদি নিতে পারতাম ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই আমারো অনেক ভালো লাগে। অনেক সুন্দর দেখতে 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাজিগিরা আমার অনেক পছন্দের পাখি আমি ক্লাস নাইন এ থাকতে এই পাখি পালন করেছিলাম।তাদের ডাকাডাকিতে আমার ঘুম ভাংতো।অজানা রোগে আক্রান্ত হয়ে সব পাখি মারা যায়।সেইই থেকে আর পাখি পালন করা হয়না।খুবই সুন্দর লিখেছেন আমাদের সাথে আপনার অনুভুতি শেয়ার এর জন্য ধন্যবাদ জানায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পাখি গুলোর কথা শুনে অনেক খারাপ লাগলো। 🥺
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit