পাখি কিনতে গিয়ে বিভিন্ন প্রকার প্রাণী এবং পাখির সাথে পরিচয়

in hive-129948 •  3 years ago 

আজ রবিবার

৭ই ভাদ্র

১৪২৮ বঙ্গাব্দ

২২ আগস্ট-২০২১

আমার বাংলা ব্লগের সকল বাংলা ভাষী ব্লগারদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

প্রাণী পোষার শখ আমার অনেক দিনের। জীবনে অনেক প্রাণী লালন পালন করছি৷ কয়েক দিন থেকে হঠাৎ পাখি পালনের ইচ্ছা হচ্ছে। তাই চলে গেলাম পাখির দোকানে। সেখানে গিয়ে দেখে মন ভরে গেলো। অনেক সুন্দর সুন্দর পাখি এবং রংবেরঙের মাছ ছিল সেখানে।

সেখানের কিছু মাছ এবং পাখির ছবি আজ আপনাদের সাথে শেয়ার করবো

IMG_20210822_203357.jpg

এই সেই প্রাণীর দোকান
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver

IMG_20210822_203323.jpg

এই পাখির নাম বাজ্রিগার, এটা বিভিন্ন রঙের হয়ে থাকে। দেখতে অনেক সুন্দর।
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver

IMG_20210822_203326.jpg

আকাশি রঙের বাজ্রিগার পাখি
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver

IMG_20210822_203314.jpg

এই পাখির নাম জেব্রা ফিঞ্চ। এদের দেখতে অনেক সুন্দর লাগে। এদের ঠোঁটটা দেখতে অনেক সুন্দর লাল রঙের।
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver

IMG_20210822_203306.jpg

এটা গিড়িবাজ কবুতর।
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver

IMG_20210822_203219.jpg

এই মাছটির নাম বাটারফ্লাই কই।
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver

IMG_20210822_203218.jpg

বাটারফ্লাই কই এবং কমেট মাছ একসাথে দেখতে অনেক সুন্দর লাগে
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver

IMG_20210822_203155.jpg

এটি কমেট মাছ। দেখতে অনেক সুন্দর লাল। এবং এরা খুব ধিরে চলাফেরা করে।
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver

IMG_20210822_203211.jpg

এই মাছটির নাম টাইগারবারব। দেখতে অনেকটা জেব্রার মত। কিন্তু নাম টাইগারবারব
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver

IMG_20210822_203144.jpg

এটা কচ্ছপ দেখতে সুন্দর লাগে। কিন্তু আমি অনেক ভয় পাই
লোকেশন : https://w3w.co/resignedly.brightens.deceiver


সবাই কে ধন্যবাদ আমার পোস্টে আসার জন্য। আশা করি সবার ভালো লাগবে। দয়া করে ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।

image.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমি একজন ব্লগার। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার অনেক ভালো লাগে।
FacebookTwitterYouTube

image.png

🌼 ধন্যবাদ 🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাইগারবাবর আমার অনেক ভালো লেগেছে ভাই,। ইস আমি যদি নিতে পারতাম ।

জি ভাই আমারো অনেক ভালো লাগে। অনেক সুন্দর দেখতে 🥰

বাজিগিরা আমার অনেক পছন্দের পাখি আমি ক্লাস নাইন এ থাকতে এই পাখি পালন করেছিলাম।তাদের ডাকাডাকিতে আমার ঘুম ভাংতো।অজানা রোগে আক্রান্ত হয়ে সব পাখি মারা যায়।সেইই থেকে আর পাখি পালন করা হয়না।খুবই সুন্দর লিখেছেন আমাদের সাথে আপনার অনুভুতি শেয়ার এর জন্য ধন্যবাদ জানায়।

আপনার পাখি গুলোর কথা শুনে অনেক খারাপ লাগলো। 🥺