উত্তরবঙ্গের শ্রেষ্ঠ এবং ঐতিহ্যবাহী কলেজ কারমাইকেল কলেজ || 10% Beneficiary To @shy-fox 🦊

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, নিশ্চয়ই সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছি। আজ আবার আরেকটি নতুন পোষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।

উত্তরবঙ্গের রংপুর শহরে অবস্থিত কারমাইকেল কলেজ নিয়ে আমার আজকের এই পোস্ট। উত্তর বঙ্গের সবথেকে পুরনো কলেজ হচ্ছে কারমাইকেল কলেজ। আজ সকালে কারমাইকেল কলেজে ঘুরতে গিয়েছিলাম সেখানে কিছু ছবি তুলি, তাই ভাবলাম আজ সবার মাঝে কারমাইকেল কলেজ কে পরিচয় করিয়ে দেই। কারমাইকেল কলেজের সব খুঁটিনাটি বিষয় এবং কিছু জায়গা আজ আপনাদের মাঝে ছবির মাধ্যমে উপস্থাপন করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।



PicsArt_10-31-06.00.33.jpg

প্রশাসনিক ভবন কারমাইকেল কলেজ

কারমাইকেল কলেজ বাংলাদেশের রংপুর বিভাগের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠিত হয় ১৯১৬ সালে। কারমাইকেল কলেজের নামকরণ করা হয় লর্ড ব্যারন কারমাইকেলের নামানুসারে যিনি ছিলেন সেই সময়ের বাংলার গভর্নর। কারমাইকেল কলেজ কে ঐতিহ্যের বাহকও বলা হয়ে থাকে। এটি উত্তর বঙ্গের সবথেকে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত হয় কারমাইকেল কলেজ। এই প্রতিষ্ঠানের ইতিহাস ঘাটলে দেখা যায় এই প্রতিষ্ঠান স্থাপনায় রংপুর বিভাগের আগের কিছুর জমিদারদের অবদান ছিল। বিশাল বড় জায়গা জুড়ে কারমাইকেল কলেজ অবস্থিত, কারমাইকেল কলেজের জায়গার আয়তন প্রায় ৩০০ একর। কারমাইকেল কলেজের ভবনগুলো আগের কার দিনে জমিদার বাড়ির মত দেখতে। বিশাল বড় বড় দেয়াল দ্বারা নির্মিত সেইসব ভবন। এই প্রশাসনিক ভবনের দৈর্ঘ্য প্রায় ৬১০ ফুট লম্বা এবং 60 ফুট প্রশস্ত। কারমাইকেল কলেজ নির্মাণের এক বছর পরেই এই কলেজটিতে মাধ্যমিক এবং স্নাতক শাখা চালু করা হয়। কারমাইকেল কলেজ প্রথমের দিকে কলকাতা ইউনিভার্সিটির আওতায় নিয়ন্ত্রন করা হতো, তারপর এটিকে ঢাকা আওতায় আনা হয়, এরপর আবার এটাকে পরিবর্তন করে রাজশাহী ইউনিভার্সিটির আওতায় নেয়া হয়। শেষমেষ যখন জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো তখন কারমাইকেল কলেজ কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ফেলা হলো।



IMG_20211031_182118.jpg

IMG_20211031_182047.jpg

IMG_20211031_182319.jpg

IMG_20211031_182419.jpg

IMG_20211031_182543.jpg

IMG_20211031_183645.jpg

IMG_20211031_182614.jpg

পুরো ৩০০ একর জায়গা জুড়ে কারমাইকেল কলেজের ক্যাম্পাস বিস্তৃত। যার এক মাথা থেকে আরেক মাথা দেখতে একটু কষ্টই হয়। আর হেঁটে পুরো কারমাইকেল কলেজ ঘুরতে আপনি হাঁপিয়ে যাবেন জোর গলায় বলতে পারি। পুরো কারমাইকেল কলেজ গাছপালায় ভরপুর। সব জায়গায় সুন্দর ছায়া এবং বসার জায়গা। ক্যাম্পাসের যেখানেই যাবেন সেখানেই বসে সময় কাটাতে পারবেন। ক্যাম্পাসের মধ্যে সবথেকে বসার জন্য বিখ্যাত জায়গা হল বৃন্দাবন। সদর ফটক দিয়ে ঢুকে প্রশাসনিক ভবনের হাতের বাম দিকে বৃন্দাবন পরে। যা অনেক গাছপালায় ভরপুর এবং বসার জন্য কংক্রিটের জায়গা বানানো আছে। প্রশাসনিক ভবনের ডানদিকে একটি মঞ্চ রয়েছে যেখানে কলেজের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে।

IMG_20211031_183310.jpg

এটা হল ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্রামাগার। ক্লাস শেষে ছাত্রছাত্রীরা এখানে বিশ্রাম নেয়। এই ঘরগুলোর ভিতর কিছু গেমিং জোন রয়েছে যা ছাত্র-ছাত্রীর মনের অবসাদ দূর করার জন্য বানানো হয়েছে। ক্রাম বোর্ড, পোল সহ আরো বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা এই বিশ্রামাগারে রয়েছে।

IMG_20211031_183815.jpg

এটা হল কারমাইকেল কলেজের ছাত্র দের জিএল হোস্টেল। এই হোস্টেলটা কারমাইকেল কলেজের জনপ্রিয় হোস্টেল। এর পরিবেশ অনেক সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন। এরকম আরও দুটি হল কারমাইকেল কলেজে আছে। ওসমানী হোস্টেল এবং সিএম হোস্টেল।

তেমন মেয়েদের জন্যও এখানে তিনটি হোস্টেলের ব্যবস্থা রাখা হয়েছে। যেগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং থাকার জন্য খুবই উপযুক্ত পরিবেশ সম্পূর্ণ হোস্টেল। তাপসী রাবেয়া হোস্টেল, বেগুম রকেয়া হোস্টেল এবং জাহানারা ইমাম হোস্টেল এই হোস্টেল তিনটি হলো মেয়েদের জন্য।

IMG_20211031_184442.jpg

এটা কারমাইকেল কলেজের নতুন নির্মাণকৃত একটি ছাত্রাবাস যার নাম শেখ কামাল ছাত্রাবাস। কিছুদিন আগেই এটার উদ্বোধন হয়। যার নাম করণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল এর নাম অনুসারে।

IMG_20211031_184751.jpg

IMG_20211031_185035.jpg

IMG_20211031_184722.jpg

IMG_20211031_185156.jpg

কারমাইকেল কলেজ ঘোরার সময় অনেক ভবন চোখে পড়বে সবগুলোই কোন না কোন বিষয়ের ভবন। কোন টি বিজ্ঞান, কোন টি আই সি টি ভবন, কোন টি ইসলামিক ইতিহাস ভবন। এভাবেই সব বিষয়ের ভবনগুলোকে আলদা ভাবে ভাগ করা হয়েছে।



IMG_20211031_185413.jpg

IMG_20211031_185353.jpg

এই কলেজে বিশাল বিশাল দুটি খেলার মাঠ রয়েছে। যেখানে বিভিন্ন এলাকা থেকে বাহিরের মানুষ খেলতে আসে আবার কলেজের ছাত্ররাও খেলাধুলা করে। এই মাঠেই কিছুদিন আগে কারমাইকেল কলেজের ১০০ বছর পূর্তি অনুষ্ঠান হয়েছিল ।

IMG_20211031_185753.jpg

IMG_20211031_185723.jpg

এই কলেজের পেছনে রয়েছে বিশাল বড় একটি পুকুর। পুকুরের পাশে রয়েছে তিনটি বড় বড় বটগাছ। গাছগুলো এত বড় যে এর ছায়া বিশাল জায়গা জুড়ে। এই গাছ গুলোর নিচে ছাত্রছাত্রীরা খুব মজার সাথে আড্ডা দেয়।

IMG_20211031_190051.jpg

IMG_20211031_190022.jpg

পুকুরটির ডানপাশে শেখ কামাল ছাত্রাবাস এবং পেছনের দিকে আরেকটি ভবন যেখানে বিভিন্ন শাখার ক্লাস নেয়া হয়। সেই ভবনটির পাশেই রয়েছে আরেকটি পুরাতন পরিত্যাক্ত ভবন। যা আগে এক সময় ছাত্রী নিবাস হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু এখন সেটা পড়েই আছে।

IMG_20211031_190406.jpg

এটা হল প্রশাসনিক ভবনের পাশে নির্মিত ভাস্কর্য। এই ভাস্কর্যটি কে আমরা বিভিন্ন বই খাতা দেখে থাকি। সত্যিই অসাধারণ সুন্দর লাগে এই ভাস্কর্যটি কে দেখতে।

IMG_20211031_190608.jpg

এটা কারমাইকেল কলেজে আর একটি পরিত্যক্ত পুরাতন বাড়ি যা এখন আর ব্যবহৃত হয় না। পুরাতন বাড়ির দিকে মানুষের আগ্রহটা অন্যরকম কারণ পুরাতন বাড়িতে ছবি তুললে ছবি অনেক সুন্দর হয়। তাই এখানে অনেকেই ফটোশুটের জন্য আসে।

IMG_20211031_190732.jpg

এটা কারমাইকেল কলেজের নতুন নির্মিত অডিটোরিয়াম ভবন। যার পেছনে অবস্থিত কারমাইকেল কলেজের পাঠাগার। এই জায়গায় বিকালে গেলে অনেক ছাত্র ছাত্রীর আড্ডা দেখা যায়। শুধু এখানেই নয় পুরো কারমাইকেল কলেজ জুড়েই সন্ধ্যা পর্যন্ত মানুষের ভিড় থাকেই।

এসবের পাশাপাশি ও কারমাইকেলে রয়েছে খাওয়া-দাওয়ার ক্যান্টিন, মসজিদ, মন্দির, ব্যাংক, গ্যারেজ সহ এখানে রয়েছে বিপন্ন প্রজাতির কাইজেলিয়া গাছ যে গাছটিকে এখন দেখাই যায়না।


image.png


এই ছিল আমাদের বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের পরিচয়। আপনারা যারা রংপুরে কখনও আসেননি রংপুরে আসলে অবশ্যই কারমাইকেল কলেজ টি একবার হলেও ঘুরে দেখবেন। অনেক অনেক ভালো লাগবে। আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমার পোষ্টে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমি একজন ব্লগার। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার অনেক ভালো লাগে। ছবি তুলতে, খেতে এবং ঘুরতে আমার অনেক ভালো লাগে। আর সব থেলে বড় শখ ছবি তোলা।
FacebookTwitterYouTube

banner-abb3-1.png

PicsArt_08-23-08.36.16.jpg

image.png

Amar_Bangla_Blog_logo_png.png

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি যখন রংপুরে থাকতাম তখন একবার এই কলেজে গিয়েছিলাম। কলেজটি আসলেই অনেক সুন্দর। আপনি খুব সুন্দর করে কলেজের প্রতিটি অংশের ছবি তুলেছেন। দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট আমাদের সঙ্গে শেয়ার করার।

জি আপু পুরো কলেজটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। রংপুরে আসলে আবার ঘুরতে আসবেন এবার এসে দেখবেন কারমাইকেল কলেজ আগের থেকেও অনেক সুন্দর হয়ে গিয়েছ।
আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

৩০০ একর অনেক বড় একটি জায়গা নিয়ে কলেজটা অবস্থিত। এবং উওরবঙ্গে শ্রেষ্ট হওয়ার যথেষ্ট গুণ রয়েছে কলেজ টার। এবং কলেজটা দেখেই বোঝা যাচ্ছে অধেকটা প্রাচীন। এবং কলেজের প্রাকৃতিক পরিবেশ টাও খুব সুন্দর। পোস্ট টা খুবই ভালো ছিল।

জ্বী ভাইয়া অনেক বড় জায়গা জুড়ে কলেজটি অবস্থান করছে পুরো কলেজটি ঘুরে দেখতে হাঁপিয়ে যাবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

কারমাইকেল কলেজের ফটোগ্রাফি গুলো আপনি নিখুঁতভাবে করেছেন। এবং কি প্রতিটি জায়গার ভিন্ন ভিন্নভাবে ফটোগ্রাফি গুলো করেছেন এবং আমাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনাটি করেছে। পুরাতন একটি কলেজ হিসেবে খুবই সুদর্শনীয় ছিল। এবং আগেকার গভর্নরের নাম করণের মাধ্যমে কলেজের নামকরণ করা হয়। এবং একসময় কলকাতার আওতাধীন ছিল একসময় রাজশাহী ইউনিভার্সিটির আওতাধীন ছিল সব মিলিয়ে কলেজটির প্রতিটি খাত খুব সুন্দর করে বিবরণ দিয়েছেন। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট টি পড়ার জন্য।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া।

কারমাইকেল কলেজ উত্তর বঙ্গের খুব বিখ্যাত একটি কলেজ। আমার বন্ধু বান্ধব এখানে পড়েছে। সবাই অনেক প্রশংসা করতো এই কলেজটির। আমি যদিও যাইনি, আজ আপনার কাছে খুব ভালো এবং বিস্তারিত জানলাম কলেজটি সম্পর্কে। অনেক অনেক ছবি দিয়েছেন। মনে হচ্ছিল কলেজের ভেতরেই রয়েছি। খুব ভালো বর্ননা ছিল।।
শুভ কামনা রইল 🥀

জি ভাইয়া কলেজটি আসলেই অনেক সুন্দর। কখনো রংপুরে আসলে অবশ্যই কারমাইকেল কলেজ ঘুরে দেখবেন। এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইল।

নাম শুনেছি এই কলেজের কিন্তু কখনো কলেজের পরিবেশটি ঘুরে দেখা হয়নি তবে আপনার এই ছবিগুলোর মাধ্যমে কলেজের পরিবেশ করে দেখা হলো এবং 300 একর জায়গা সম্বলিত কলেজ মানে আসলে সত্যিই অনেক বড় একটি কলেজে। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও এত জায়গা থাকে না।
অনেক সুন্দর ক্যাম্পাস

জি ভাইয়া কারমাইকেল কলেজের ক্যাম্পাসটি আসলেই অনেক বড়। পুরোটা ক্যাম্পাস ঘুরে দেখতে আপনি একদম হাঁপিয়ে। সত্যিই অনেক সুন্দর এই কলেজের ক্যাম্পাস।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।

সত্যি বলছি আমার কাছে সেই ঘুরে ফিরে পুরনো ভবন টাই অনেক বেশি সুন্দর লেগেছে কারণ পুরনো ভবনগুলো কেমন একটা জানি ঐতিহ্যপূর্ণ হয়।আর কেমন একটা ভালো লাগা কাজ করে ভবন গুলোর প্রতি। আপনার ছবিটা দেখেই অনেক বেশি ভালো লেগেছে আর এত ঐতিহ্যপূর্ণ এবং প্রাচীন একটি ভবন এবং কলেজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম বিশেষ করে এম সি কিউ বিষয়টা তো আছেই। সব মিলিয়ে অনেক ধন্যবাদ আর ছবিগুলো তো খুব দারুণ হয়েছে।

জি আপু পুরোটা জুড়েই ঐতিহ্য। কখনো রংপুরে আসলে আমাকে বলবেন আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো কারমাইকেল কলেজ। আশা করি আপনার ভীষণ ভালো লাগবে। এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।
আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।
আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু।

কলেজ ও কলেজের ক্যাম্পাসটি খুব সুন্দর ভাইয়া।জমিদারের অবদানে করা সকল কিছুই দারুণ হয়।
তাছাড়া কলেজটির দেওয়াল দেখে অনুমান করা যায় যে এটি বেশ পুরোনো।কিন্তু প্রকৃতির সুন্দরতা খুবই সুন্দর।সব ছবিগুলোই সুন্দর।ধন্যবাদ ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। কখনো বাংলাদেশ আসলে অবশ্যই এই কলেজটি ঘুরে দেখবেন ভালো লাগবে।
আপনার জন্য শুভ কামনা দিদি।

👍

সত্যি রংপুর বিভাগের সব থেকে পুরাতন ও ঐতিহ্যবাহী কলেজ হলো কারমাইকেল কলেজ। কত ঘুরেছি এর মুক্ত খোলা মাঠে। অনেকদিন হলো যাওয়া হয়না। আপনি খুব সুন্দর ভাবে প্রিয় কলেজের আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন সাথে বর্ণনা। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপনি তার মানে উত্তরবঙ্গের লোক আপু। আর এই কলেজ আসলেই অনেক সুন্দর। গেলেই মন ভালো হয়ে যায়৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মুল্যবান মতামত এর জন্য।

জ্বী 😊😊😊

রংপুর কারমাইকেল কলেজ মানেই উত্তরবঙ্গে একটি নামকরা প্রতিষ্ঠান। এ বিষয় নিয়ে কোন কথাই হবে না। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আর লোকেশনগুলো এত দৃষ্টিনন্দন অবাক হয়ে গেছে এত সুন্দর কারমাইকেল কলেজ।

জি আপু অনেক সুন্দর এই কলেজটি। এই দিক আসলে অবশ্যই ঘুরে দেখবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আমি লালমনির হাট গিয়েছি কিন্তু রংপুর যাওয়া হয়নি । তবে এই কারমাইকেল কলেজের নাম শুনেছি। আজকে আপনার পোষ্ট এর মাধ্যমে বাকি টুকু জানতে ও দেখতে পেলাম। খুবি সুন্দর একটি কলেজ । ছবি গুলোও সুন্দর ভাবে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন। শুভেচ্ছা।

রংপুর আসলে অবশ্যই এই কলেজ এ ঘুরতে আসবেন। অনেক ভালো লাগবে আপনার।
ধন্যবাদ ভাইয়া ।