নার্সারি ঘুরতে গিয়ে মুঠোফোনে ধারণ করা কিছু ফুলের ফটোগ্রাফি - পর্বঃ২ || 10% Beneficiary To @shy-fox 🦊

in hive-129948 •  3 years ago 
আজ সোমবার • ৩রা মাঘ • ১৪২৮ বঙ্গাব্দ • ১৭, জানুয়ারি -২০২২


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

======================================


PicsArt_01-16-11.01.04.jpg

নার্সারিতে ধারণ করা ছবি গুলোর পর্ব ২ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি পর্ব ১ এর ছবি গুলো আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের পর্ব ২।



✪ ফটোগ্রাফিঃ ১ ✪
IMG_20220117_122006.jpg

ক্যামেরা - Realme 8

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - কুড়িগ্রাম

W3w -https://w3w.co/construing.trotted.airstrips

এই ফুলটির নাম হলো মালীর চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলটি দেখতে অনেক সুন্দর। আমার খুবই পছন্দের একটি ফুল এটি। এই ফুল আমরা বাসা-বাড়ি তে লাগিয়ে থাকি।

image.png

✪ ফটোগ্রফি - ২ ✪
IMG_20220117_122408.jpg

ক্যামেরা - Realme 8

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - কুড়িগ্রাম

W3w - https://w3w.co/construing.trotted.airstrips

এই ফুলটিকে আমরা অনেকেই চিনি। এই ফুলটির নাম হলো কাটামুকুট ফুল। এই ফুলের গাছ টি দেখতে আমার কাছে বেশ ভয়ঙ্কর লাগে, পুরো গাছটিই কাটা দিয়ে ভরতি। গাছটি ভয়ঙ্কর লাগলেও এর ফুল গুলো দেখতে অনেক সুন্দর।

image.png

✪ ফটোগ্রাফি - ৩ ✪
IMG_20220117_122831.jpg

ক্যামেরা - Realme 8

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - কুড়িগ্রাম

W3w - https://w3w.co/construing.trotted.airstrips

এই ফুলটিকে আমি প্রথমে দেখে পাতা ভেবেছিলাম, পরে শুনলাম এটা একটি ফুল। এই ফুলটির নাম হলো চায়না পিন্ক, ফুল দেখতে অনেক সুন্দর।

image.png

✪ ফটোগ্রাফি - ৪ ✪
IMG_20220117_123228.jpg

ক্যামেরা - Realme 8

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - কুড়িগ্রাম

W3w - https://w3w.co/construing.trotted.airstrips

এই ফুলটির নাম সাদা মালীর চন্দ্রমল্লিকা, এই ফুলটি আমরা বিভিন্ন জাতের আর বিভিন্ন রঙের দেখে থাকি। এর মধ্যে সাদা অন্যতম।

image.png

✪ ফটোগ্রাফি - ৫ ✪
IMG_20220117_123604.jpg

ক্যামেরা - Realme 8

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - কুড়িগ্রাম

W3w - https://w3w.co/construing.trotted.airstrips

এটা হলো গার্ডেন পিন্ক ফুল। এই ফুল টি আমরা বিভিন্ন রঙের দেখে থাকি, প্রত্যেকটি রংই দেখতে অনেক সুন্দর।

image.png

✪ ফটোগ্রাফি - ৬ ✪
IMG_20220117_124128.jpg

ক্যামেরা - Realme 8

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - কুড়িগ্রাম

W3w - https://w3w.co/construing.trotted.airstrips

এই ফুলটির নাম আমার ঠিক জানা নেই, তবে গুগল অনুযায়ী এই ফুলটির নাম স্কারলেট ফুল। এই ফুলটির মজার বেপার হলো এই ফুলটির পাপড়ি ছিড়ে আপনি যদি পাপড়ির নিচের দিকে চোষেন তাহলে সেখান থেকে আপনি একটু মধুর স্বাদ পাবেন। আমার কাছে বেপার টি দারুণ লেগেছে।

image.png

✪ ফটোগ্রাফি - ৭ ✪
IMG_20220117_124756.jpg

ক্যামেরা - Realme 8

ফটোগ্রাফির ধরন - মোবাইল ফটোগ্রাফি

ফটোগ্রাফির যায়গা - কুড়িগ্রাম

W3w - https://w3w.co/construing.trotted.airstrips

এটা আমাদের সকলেরই চেনা একটি ফুল। এই ফুল চেনে না এমন মানুষ খুব কমই আছে। এটা হলো গাদা ফুল।

image.png

আশা করি আপনাদের আমার পোস্টটি ভালো লেগেছে। আমার পোস্টে আসার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ কামনা রইলো সবার জন্য।

image.png

image.png

image.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।
FacebookTwitterYouTube

standard_Discord_Zip.gif

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

JOIN WITH US ON DISCORD SERVER

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে।

ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিলো ও মনটা ভরে গেল।
ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

অসংখ্য ধন্যবাদ আপু। আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

নার্সারিতে ঘুরতে গিয়ে আপনি বেশ অসাধারণ অসাধারণ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। আপনার প্রথম পর্বের ফুল গুলো আমি দেখেছি বেশ অসাধারণ লেগেছে, এবার দ্বিতীয় পর্বের গুলো অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফী শেয়ার করেছেন যা দেখে আমি অনেক মুগ্ধ। আসলে ফুল আমার খুবই প্রিয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য।

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। প্রত্যেকটা ফুল অনেক ভালো লাগছে দেখতে। বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলটি বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর ভাবে ফুলের সম্পর্কে তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।

ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ। প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। ফুল দেখতে খুবই আমার কাছে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো আপনার জন্য।

➡️ অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আমার খুবই ভালো লেগেছে আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি। শুভকামনা রইল আপনার জন্য। এত অসাধারন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফটোগ্রাফি পোস্ট দেখতে এবং করতে আমি খুবই ভালোবাসি।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

নার্সারিতে এমনিতেই অনেক সুন্দর সুন্দর ফুল গাছে থাকে। আমার নার্সারি গুলোতে ঘুরতে খুবই ভালো লাগে। কারণ ওখানে অনেক ফুল গাছে ভরা থাকে। অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি তৈরি করলেন আপনি। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার ফটোগ্রাফী দারুন হয়। তবে আজকের ফটো গুলো কেন জানি একটু ব্লারী নেস যুক্ত মনে হয়েছে। যাই হোক সব মিলিয়ে দারুন হয়েছে ফুলের ছবি গুলো। ভাল থাকবেন।

জি ভাইয়া আজ আমিও বুঝলাম না এমন কোন হলো। দিনের বেলা ফটোগ্রাফি করেছি তাই বুঝতে পারি নি তখন। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য।

খুবই সুন্দর হইছে আপনার ফটোগ্রাফি, প্রতিটা ফটো অনেক সুন্দর ভাবে তুলছেন আমার কাছে প্রতিটা ফটো ভালো লাগছে,আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।

নার্সারিতে ঘুরতে ঘুরতে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমার অনেক পছন্দ হয়েছে ফটোগ্রাফি গুলো। সুন্দর বর্ণনা দিয়েছেন ফুলগুলোর সম্পর্কে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ফটো গ্রাপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মুল্যবান মতামত এর জন্য।

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। প্রতিটি ফুলের ছবিই অনেক সুন্দর করে তুলেছেন। বিশেষ করে 5 নম্বর ছবিটা আমার খুবই ভালো লাগলো। শুভকামনা আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

নার্সারি ঘুরতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দারুন হয়েছে ভাই আপনি সব সময়ই অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেন দেখে অনেক ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাইয়া। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষ ফটোগ্রাফার। আপনার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। আপনি অনেক দক্ষতার সাথে প্রতিটি ফটোগ্রাফি করেছেন। দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ প্রিয় ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো।

ছবির মাধ্যমে কিংবা ফটোগ্রাফির মাধ্যমে কিছু প্রকাশ করা সম্ভব সেটা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই স্পষ্ট বোঝা যায়। খুব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। আর প্রত্যেকটা ফুলের নিচে খুব দারুণ ভাবে বর্ণনা করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।

ফুল একটি পবিএ জিনিস। ফুল প্রায় সবাই পছন্দ করে। ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন ভাই। প্রত‍্যেকটা ফুলের ফটোগ্রাফি সুন্দর লাগছে। তবে আমার কাছে ১,২ নং ছবিটি সেরা ছিল।

অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনার মূল্যবান মতামত এর জন্য।

অনেক সুন্দর হয়েছে আপনার ছবিগুলো ভাইয়া। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দারুন সব ছবি ক্যাপচার করেছেন আপনি। ৬-নম্বর ছবিটা অত্যন্ত বেশি ভালো লেগেছে আমার কাছে । কুয়াশাচ্ছন্ন লাল ফুলটি খুবই দারুণ লাগছে দেখতে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য।

অসাধারণ হয়েছে ভাইয়া তোমার ফটোগ্রাফি গুলো। আসলে ফোন দিয়ে খুবই সুন্দর ফটোগ্রাফি করেছো তুমি। যা দেখে খুবই ভালো লাগলো এবং ফোন দিয়ে এত ভালো ফটোগ্রাফি করা হবে সত্যিই অনেক দক্ষতার প্রয়োজন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ।

সত্যি বলতে ভাইয়া যেকোনো ফুল এই দেখতে অনেক সুন্দর লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ৩ নং ছবিটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে মন্তব্য করার জন্য।

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন ।প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি সুন্দর ছিল। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কাটামুকুট ফুলটি। এ ফুলটা আমাদের দিকে তেমন একটা দেখা যায়না। কিন্তু ফুলের সৌন্দর্য টা খুবই ভালো লাগে আমার কাছে। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জি ভাইয়া কাটামুকুট ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

নার্সারিতে ঘুরতে যেয়ে ভাই আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি ধারণ করেছেন, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, প্রতিটি ফুলের নাম সহ জানতে পারলাম। অনেক ফুলের নাম অজানা ছিল তা আপনার পোস্ট থেকে জানার সুভাগ্য হল। ধন্যবাদ ভাই আপনাকে, পাশে আছি পাশে থাকবো ভালোবাসা নিবেন ভাই।

আমার পোস্টে মাধ্যমে যে আপনি কিছু জানতে পেরেছেন তা যেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।

নার্সারি ঘুরে সুন্দর কিছু ফুলের আলোকচিত্র সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে একদম ক্লিয়ার বিশেষ করে 1,2,3,5,7 নাম্বার ফটো সবথেকে বেশি ভালো হয়েছে শুভকামনা রইল আপনার জন্য ভাই

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ফুলের ছবি আমার সব সময় ভালো লাগে। আপনার প্রতিটি ফুলের ছবি আমার বেশ ভালো লেগেছে। আপনার ছবি তুলার ধরন আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে সব চেয়ে বেশি ভালো লেগেছে চন্দ্রমল্লিকা ফুলের ছবিটি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার তোলা ফটোগ্রাফি গুলো জাস্ট ওয়াও। আপনার সব গুলো ফটোগ্রাফি আমার খুব ভালো লাগছে। নার্সারি ঘুরতে যাওয়া সফল হয়েছে কারণ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সবার কাছেই অনেক ভাল লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনার কাছে আমার ধারণ করা ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে ভিষণ ভালো লাগলো আপু। আপনার মুল্যবান মতামত এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।