আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
======================================
বাসার সামনে বাগান করা আমার অনেক আগের একটা শখ। নিজের বাগানের ফুল গুলো দখলেই কেমন মনটা ভরে যায়। এবার বাগানে তেমন একটা ফুল ধরে নি। তবুও যে কয়টা ফুল আছে তারি কিছু ফটোগ্রাফি করেছি। আপনাদের সাথে আজ আমি সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে।
এই ফুলটির নাম হলুদ রাধাচূড়া। এই ফুলটি দেখতে অনেক ছোট হলেও অসাধারণ সুন্দর লাগে। ছোট ছোট পাতার মাঝে ছোট ছোট ফুল আসলেই ভাল লাগার মত একটি ব্যাপার। তার উপর আবার সবুজ এবং হলুদ এর মিশ্রন গাছটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
এই ফুলটির নাম হল জবা ফুল। এই ফুলটি কে না চেনে, প্রায় সব মানুষই এই ফুলটাকে চেনে। জবা ফুল আমরা বাসা বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য লাগিয়ে থাকি। এই জবা ফুলকে আমরা বিভিন্ন রংয়ের দেখে থাকি বিশেষ করে এই লাল জবা ফুল কেই সবখানে বেশি দেখা যায়।
এই ফুলটি ও আমাদের খুবই চেনা একটি ফুল। এই ফুলটির নাম হল রঙ্গন ফুল। বাগান থাকবে কিন্তু রঙ্গন ফুল থাকবে না এ হতেই পারে না। যারা বাগান করতে ভালোবাসে তাদের জন্য রঙ্গন ফুল খুবই পছন্দের একটি ফুল। এবং এই ফুলটি দেখতে ভারী সুন্দর।
এই ফুলটির নাম হল কাঁটা মুকুট ফুল। এই ফুলটির গাছ পুরোটাই কাটা দিয়ে ভর্তি এবং উপরের ফুলটিকে দেখতে ঠিক মুকুট এর মত লাগে তাই এই ফলটিকে কাটা মুকুট বলা হয়। ফুলটি দেখতে ভারী সুন্দর, এই ফুলটি কি আমরা বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগিয়ে থাকি।
এটি একটি সদ্য ফোটা কাটামুকুট ফুল। কাটামুকুট ফুল যখন ফোটে তখন এরকমই গারো লাল বর্ণের হয়।
এই ফুলটিও কাটা মুকুট ফুল। ফুলটি কিছুদিন পর ঝরে যাবে তবুও দেখতে অনেক সুন্দর লাগছে। ঝরে যাওয়ার আগে এই ফুলের রং এ ধরনের হয়ে থাকে।
এটা হল কাটামুকুট ফুলের গাছ। পুরো গাছটাই এমন কাটা বেষ্টিত। দেখতে ভয়ঙ্কর হলেও এর ফুল গুলোর কারণে আর ভয়ঙ্কর লাগে না। কানের ফুলগুলো এই গাছটির সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দেয়।
এই সবগুলো ছিল আমার নিজের বাগানের ফুল এবং ফুল গাছের কিছু ছবি। এটা যেহেতু ফুল ফোটার মৌসুম নয় তাই বেশি ফুলের ছবি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারলাম না। যে কয়টি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করেছি আশাকরি আপনাদের ভাল লেগেছে। সবাইকে আমার পোষ্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।
YouTube |
---|
ভাই আপনার বাগানের ফুলের ফটোগ্রাফি ও গাছের ফটোগ্রফি গুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, বাগান করা ছোটবেলার শখ, ফুল বাগান করা আমার খুবই পছন্দ ও শখের একটি কাজ, আপনার ফুলের মধ্যে আমার সব ফুল ও গাছ ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রঙ্গন ফুল। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এত সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন দারুন এক কথায় অসাধারণ ফটোগ্রাফি। আপনার তো একটা বাগান আছে বেশ ভালই সময় কাটানো হয় বাগানে। ছবিগুলো দারুন। বিশেষ করে আমার কাছে কাটা গাছের ছবিটি দারুণ লেগেছে। এই কাটামুকুট গাছটি আমি এর আগে কখনো দেখিনি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। শুভ কামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল সবসময়ই ভালোবাসি♥️ ফুল দেখলেই মনটা ভরে যায়। আপনার ছবিগুলো ভালো ছিল সামনে আরো ভালো ছবি পাবো আশাকরি।
চেষ্টা চালিয়ে যেতে হবে সবসময়ই ভালো করার।
শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালোবাসা অবিরাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit