আমার নৌকা ভ্রমনের কিছু মুহূর্ত || 10% Beneficiary To @shy-fox 🦊

in hive-129948 •  3 years ago 
আজ বুধবার • ২৪ই ফাগুন • ১৪২৮ বঙ্গাব্দ • ৯ মার্চ -২০২২


সুপ্রিয় আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।



PicsArt_03-09-11.01.26.jpg

ভ্রমণ করতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রায় প্রত্যেকটা মানুষই ভ্রমণ করতে ভালোবাসে। আর সেটা যদি হয় নৌকাভ্রমণ তাহলে তো কোন কথাই নেই। নীল আকাশের নিচে দিয়ে নৌকায় করে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। ভ্রমণ করলে আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারি অনেক অজানা বিষয় জানতে পারি, তাই আমাদের সকলেরই উচিত মাঝে মাঝেই কোথাও না কোথাও ভ্রমণে যাওয়া। আজ আমি নৌকায় করে কুড়িগ্রাম জেলা থেকে রৌমারী উপজেলা যাব। সেই ভ্রমণ কাহিনীটি আপনাদের মাঝে আজ উপস্থাপন করব আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20220308_135112.jpg

W3w Location

IMG_20220308_135117.jpg

W3w Location

কুড়িগ্রাম সদর থেকে চিলমারী নদীবন্দর যেতে সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা। সেখানে আমরা চাইলে বাস দিয়ে যেতে পারি অথবা সিএনজি দিয়েও যেতে পারি। বাস আসতে অনেকটা সময় লাগে, আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি দেরি না করে সিএনজিতে উঠে পড়ি। কুড়িগ্রাম সদর থেকে আমি রওনা দেই দুপুর একটায়।

IMG_20220308_135635.jpg

W3w Location

IMG_20220308_140134.jpg

কুড়িগ্রাম থেকে বেরোতে বেরোতে আমার একটু দেরী হয়ে গিয়েছিল। আমার আরও ৩০ মিনিট আগে রওনা দেওয়া উচিত ছিল। যাইহোক আমি সিএনজিওয়ালা মামাকে বললাম আমার নৌকো ধরতে হবে তাই একটু তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সে বলল সমস্যা নেই নৌকো ছাড়ার আগেই আমাকে সে ঘাটে পৌঁছে দেবে। আমি সিএনজি এর পিছনে বসে ছিলাম যেন রাস্তাঘাটের ছবি তুলতে পারি।

IMG_20220308_140601.jpg
IMG_20220308_145026.jpg

শহরের ছোঁয়া পেরিয়ে যখন একটু গ্রামের দিকে ঢুকতে ধরলাম তখনো কেমন যেন পরিবেশটা ভালো লাগতে শুরু করলো। চারিদিকে সবুজ আর সবুজ ভালো লাগার মত একটা পরিবেশ ছিল সেখানকার। রাস্তার দু'পাশে গাছ তার পাশে ফসলের ক্ষেত তার মাঝ দিয়ে যাচ্ছিলাম সত্যি খুবি ভালো লাগছিল।

IMG_20220308_150432.jpg

W3w Location

সিএনজিওয়ালা মামার কথামতো সে আমাকে ঠিক টাইমেই নৌকা ঘাটে পৌঁছে দিয়েছে। নৌকা ঘাটে এসে দেখি নৌঘটি আছে। যতক্ষণ নওগাঁতে পরিমাণ মত লোক না হয় ততক্ষণ তারা নৌকা ছাড়ে না। গিয়ে দেখলাম নৌকাতে বেশি লোকই নেই তাই বুঝে গেলাম যে নৌকো ছাড়তে আরও দেরি আছে।

IMG_20220309_105606.jpg

W3w Location

নৌকা ছাড়ায় আরো দেরি ছিলো আর আমি দুপুরেও খাই নি তাই ঘাটের উপরের দোকান গুলো থেকে একটু নাস্তা করে নিয়ে আবার নৌকায় এসে বসি।

IMG_20220308_150937.jpg

W3w Location

IMG_20220308_151253.jpg

W3w Location

দেখতে দেখতে নৌকায় অনেক লোক হয়ে গেলো। তখনই আর একটা যাত্রিবাহী নৌকা সেই ঘাটে এসে পৌছালো। তা দেখে ভাবতে লাগলাম এতো মানুষ যায় কোথায় আবার আসেই বা কোথায় থেকে হাহাহা।

IMG_20220308_153910.jpg

W3w Location

IMG_20220308_154153.jpg

W3w Location

অনেকটা সময় বসে থাকার পর নৌকা ছেড়ে দিলো। সত্যি বলতে গেলে বসে থাকতে থাকতে বিরক্ত লাগা শুরু হয়েছিলো, তার উপর ছিলো প্রচুর রোদ। ঠিক ১ঃ৩১ মিনিটে আমাদের নৌকা টি ঘাট ত্যাগ করে। নৌকা ছাড়ার পর সব বিরক্তি নিমিষেই দূর হয়ে গেলো নদীর সুদ্ধ বাতাস গায়ে লেগে।

IMG_20220308_164636.jpg

W3w Location

IMG_20220308_164644.jpg

W3w Location

নৌকায় সবাই সবার মত যাচ্ছেই কেউ কারোর সাথে কথা নেই, আমার আবার একা একা বেশিক্ষণ ভালো লাগছিলো না তার উপর সূর্যি মামা উপর থেকে প্রচুর তাপ দিচ্ছিলো। তাই যাত্রার মজাটা এটু বারানোর জন্য হেডফোন বের করে গান শুনতে শুরু করলাম। ভালই লাগছিলো।

IMG_20220308_163924.jpg

W3w Location

IMG_20220308_162036.jpg

W3w Location

নৌকা ভ্রমন করবো কিন্তু ছবি তুলবো না তা কি হয়? ক্যামেরা নেই তো কি হয়েছে নিজের মুঠোফোন বের করেই অনেক গুলো ছবি তুলে নেই। সূর্য পানি তে পরার কারনে পানি গুলো দেখতে খুবই সুন্দর চকচকে লাগছিলো তাই ছবি তুলে নিয়েছিলাম।

IMG_20220308_172046.jpg
IMG_20220308_171438.jpg

দেখতে দেখতে সূর্যি মামা অনেকটা নিচে নেমে গিয়েছে, তখন আর তার তাপ আমার কাছে তাপ মনে হচ্ছিলো না। বরং ভালোই লাগছিলো। নদীর ঠান্ডা বাতাস তখন গায়ে লাগছিলো, বেশ দারুণ একটা অনুভুতি।

IMG_20220308_173709.jpg

W3w Location

IMG_20220308_173610.jpg

W3w Location

আড়াই ঘন্টা যাত্রা করার পর আমরা আমাদের গন্তব্য স্থলে পৌছে যাই। নদীতে পানি কম থাকার কারনে সময়টা অনেক বেশি লেগেছিল। এমনি ভড়া মৌসুমে এক থেকে দেড় ঘন্টার মত সময় লাগে। এই ছলো নৌকা ভ্রমণের আমার কিছু মুহূর্ত আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে আসার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো সবার জন্য।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnMqDPMwPqFHimR5p.png

ছবি গুলো তোলার মাধ্যমRedmi 9
ছবি তুলেছেমাহির শাহরিয়ার ইভান (@mahir4221)

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnMqDPMwPqFHimR5p.png

image.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।
FacebookTwitterYouTube

standard_Discord_Zip.gif

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

JOIN WITH US ON DISCORD SERVER

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নৌকা ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। অনেকদিন হয়ে গেছে নৌকা ভ্রমন করা হয় না। আপনি খুবই সুন্দর ভাবে আপনার নৌকা ভ্রমনের কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

নৌকা ভ্রমণ কাহিনী টা বেশ মজার ছিল আপনার দেখে মনে হচ্ছে। আসলে সময় পেলে ভ্রমণ জন্য বের হয়ে পড়ি আমিও। ভ্রমণ করলে মন সতেজ হয়ে যায়।আর অনেক অজানা তথ্য পাওয়া যায়।

জিভে নৌকা ভ্রমণ করতে সত্যি অনেক মজার। ধন্যবাদ।

ভাইয়া আপনার নৌকা ভ্রমণের গল্প পড়ে খুবই ভালো লাগলো। আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য অনেকটা সময় নৌকা ভ্রমণ করেছেন এবং সেই সাথে খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। বোঝাই যাচ্ছে আপনি নৌকা ভ্রমনের সময় অনেক আনন্দ করেছেন। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

নৌকা ভ্রমনে খুব সুন্দর মুহূর্ত পার করেছেন দেখছি নদীতে নৌকা নিয়ে ঘুরতে সত্যি খুব মজা লাগে আমাদের এলাকাতে বর্ষার সময় এইরকম ঘোরাঘুরি হয় নৌকা নিয়ে নদী ভ্রমণের সময় খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখতে বেশ আকর্ষনীয় লাগছে ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মুহূর্তে আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আদলেই ভ্রমন একমাত্র জিনিস যা মানুষ এর মন কে ফ্রেশ করে দেই।আমরাও এভাবে অনেক নোকা ভ্রমন করেছি এখনো করি ভালই লাগে।ধন্যবাদ আপনার সুন্দর সময়টা শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য।

ভাইয়া আপনি আজকে নৌকা ভ্রমনের অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আমি নৌকা ভ্রমন করতে অনেক ভালোবাসি। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

আমি একবার নৌকা ভ্রমণ করেছিলাম। স্কুলের বন্ধুরা মিলে অনেক মজা হয়েছিলো। আসলে বন্ধুরা মিলে কোথাও গেলে অনেক মজা মাস্তি হয়। আপনার নৌকা ভ্রমণের ছবিগুলো ছিলো মনমুগ্ধকর। আসলে বিকালের সময় আকাশের কালার অনেক সুন্দর থাকে।

ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

রোদ বেশি না থাকলে নৌকার ছাদে ভ্রমনের মজাই আলাদা। এটা যারা না করেছে তারা বুঝতেই পারবে না। আমার কেন জানি নদীতে ঘুরতে গেলে মনটা উদাস হয়ে যায়। দারুন একটা অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের সাথে। শুভকামনা রইল।

উদাস কেনো হয় ভাইয়া? আমার তো ভালই লাগে। আর নৌকার সাদে সত্যিই অনেক মজা। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এর জন্য ।

নৌকা ভ্রমন করতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে নৌকায় বসে নৌকা ভর্তি না হওয়া পর্যন্ত অন্য যাত্রীদের জন্য কঠোর রোদে বসে নৌকার উপর অপেক্ষা করাটা ভীষণ বিরক্তিকর ভাইয়া। তবে আপনি খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলোও ভীষণ সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

জি ভাইয়া ঠিক বলেছেন। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এর জন্য।

image.png

ধন্যবাদ

ওয়াও! আপনার নৌকা ভ্রমনের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে প্রতিটা ফটোগ্রাফি এত চমৎকার হয়েছে যে আপনাকে ভাষায় বোঝাতে পারব না। তবে সব থেকে বেশি ভালো লেগেছে সূর্য পানির উপর পড়েছে জন্য পানি জ্বলজ্বল করছিল সেই ছবিটা। আমার অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

নৌকাটি ছাড়ার সময় অনেক অপেক্ষা করতে হয়েছিল ভাই আপনাকে প্রায়ই এক ঘন্টা 31 মিনিটের মত‌ । অপেক্ষা করার বিষয়টি সত্য নয় বিরক্তিকর তবুও ভাই আপনার নৌকা ভ্রমণের অভিজ্ঞতা টা বেশ চমৎকার ছিল নৌকায় উঠতে আমি অনেক ভালবাসি আমাদের এদিকে ঈদ যখনই হয় তখন আমরা ঘুরতে যায় এবং একদিন একটা পার্কে সেদিন একটা নৌকায় চড়ে ছিলাম সে দিনটি আজও স্মরণীয় আছে । আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল।

জি ভাইয়া সত্তি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তবে নৌকা ছাড়ার পর আর খারাপ লাগেনি। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

ভাই ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে নদীপথের ভ্রমণগুলোতে প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপভোগ করা যায়। আপনার ভ্রমণের মুহূর্তের ফটোগ্রাফি এবং সেইসঙ্গে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সবকিছুই খুব সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

আপনি খুবই সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার গল্পটি পড়ে খুবই ভালো লাগলো। দেখে মনে হচ্ছে মুহুর্তটি খুবই আনন্দের সাথে কাটিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আপনার মতামত দিয়ে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।

আপনার নৌকা ভ্রমন এর অনুভূতি জানতে পেরে অনেক ভালো লাগলো ভাই। খুব সুন্দর করে সব কিছুর বর্ননা করেছেন। তাই বেশি ভালো লেগেছে। সাথে কিছু সুন্দর সুন্দর ছবি দিয়েছেন এতো পড়তে অনেক মজা লেগেছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য ভাই। এভাবেই এগিয়ে যান।

ধন্যবাদ আপনার মতামত দেয়ার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

নৌকা ভ্রমনে যে কিরকম একটা আনন্দ পাওয়া যায় সেটা বলে বুঝানোর মতো না। যদিও এই অভিজ্ঞতা আমার খুব একটা নেই কিন্তু একবার আমি নৌকা ভ্রমণে গিয়েছিলাম দারুন ছিল সেই অভিজ্ঞতা। আজ আপনার এই নৌকা ভ্রমণ দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল। আর ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ ছিল।

নৌকা ভ্রমনের সত্যিই খুবই আনন্দ উপভোগ করা যায়। অনেক অনেক ধন্যবাদ মুন্না ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। নদীর ফটোগ্রাফি দেখতে আসলেই খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর মনের ভেতর একটি শান্তি অনুভব হয়। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমার মাঝে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

ইভান প্রতিটি ছবি অসাধারণ সুন্দর ছিল ♥️
আমি তো রিতিমত প্রতিটি ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম ♥️
বিশেষ করে সূর্যাস্তের ছবিগুলো অসাধারণ সুন্দর ছিল।
অনেক অনেক দোয়া রইল এগিয়ে যাও ✨

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য। দোয়া করবেন আমার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

বাহ আপনি নৌকায় খুব সুন্দর মুহূর্ত উপভোগ করলেন। এরকম নৌকায় ঘুরতে আমি খুবই পছন্দ করি। বর্ষাকালে মৌসুমে নৌকায় প্রচুর ঘুরাঘুরি করা হয়। আপনার নৌকা ঘুরাঘুরি মুহূর্তটা দেখে আমার অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।