"INDEPENDENC DAY" হলিউড মুভি রিভিউ || 10% Beneficiary To @shy-fox 🦊

in hive-129948 •  3 years ago  (edited)
আজ বুধবার • ২৫ শে জ্যৈষ্ঠ • ১৪২৯ বঙ্গাব্দ • ০৮ জুন -২০২২


সুপ্রিয় আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।



মুভিপ্রেমীদের জন্য আবারো আরেকটি মুভি রিভিউ পোস্ট নিয়ে হাজির হলাম। বিগত সময়ে আমি আপনাদের মাঝে অনেক মুভিররিভিউ করেছি আশা করি আমার করা মুভি রিভিউ গুলো আপনাদের কাছে ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি খুব গুছিয়ে পুরো মুভি রিভিউ আপনাদের মাঝে উপস্থাপন করার, যেন পুরো মুভির কাহিনীটা আপনাদের সুবিধা হয়।

আজ আপনাদের মাঝে আমি যেই মুভি রিভিউ করব এই মুভিটি স্পেস রিলেটেড সাইন্স ফিকশন মুভি। এই মুভিতে আপনারা স্পেসশিপ ফাই টেকনোলজি সহ এলিয়েন এবং মানুষের জোরদার একশন দেখতে পারবেন। যে একশন আপনার কাছে ভালো লাগবেই লাগবে।

এই মুভিটি আমি কাল রাতে দেখেছি এর আগেও দু-একবার দেখেছিলাম, আমার কাছে এই মুভিটি এতটাই ভাল লেগেছিল যে আজ ভাবলাম আপনাদের মাঝে এই রিভিউ উপস্থাপন করা যাক। তাহলে চলুন দেখে আসা যাক মুভিটির রিভিউ।



⊕ INDEPENDENC DAY ⊕

মুভির ট্রেইলার

image.png

মুভির কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী
মুভিINDEPENDENC DAY (২০১৬)
পরিচালকরোনাল্ড ইমারিচ
লেখকনিকোলাস রাইট, জেমস এ ওডস, ডিএন ডেভিলিন
অভিনয়েলিয়াম হেমসওর্থ, জেফ গোল্ডব্লাম, বিল পুলমান, মাইকা মনরিও,জেসি টি উচার, ছেলা ওয়ার্ড, উইলিয়াম ফিচটনার,
মুভির ধরনএকশন, অ্যাডভেঞ্চার, সাইন্স ফিকশন
নাটকের সময়১ ঘন্টা ৫৯ মিনিট

image.png

মূল কাহিনি

Screenshot_20220608_171721.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220608_171727.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

মুভির শুরুতে আপনারা একটি এলিয়েন স্পেসশিপ এর ভেতর দেখতে পারবেন একটি এলিয়েনের হাত, সেই এলিয়েনের হাতটি একটি নিউজ চালু করে যেখানে পৃথিবী নিয়ে কিছু একটা বলা হয়।

তারপর সেখানের প্রেসিডেন্ট বলে পৃথিবীতে অন্যান্য দেশের সাথে আর যুদ্ধ হচ্ছে না, তারা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে এবং পৃথিবীতে স্পেস ডিফেন্স তৈরি করেছে।

Screenshot_20220608_173215.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220608_173233.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তার পরের ছেলে আমরা দেখতে পারবো ছাদের উপরে মানুষ ডিফেন্স তৈরি করেছে এবং সেখানে কিছু একটা গরমিল হয়ে যায়। কিন্তু জ্যাক মরিসন নামের একজন স্পাইসজেট এর মাধ্যমে সেই গরমিল টা ঠিক করে। কিন্তু সেই গরমিল টা ঠিক করার পরেও তাকে সেখানে ইনচার্জের অনেক গালিগালাজ শুনতে হয়।

Screenshot_20220608_175653.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220608_175702.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তারপর একদিন হঠাৎ একটি গোল বস্তু এসে চাঁদের মাটি নিজের দিকে আকর্ষিত করতে থাকে এবং সেখানে ডিফেন্স টিমে টা দেখে ভয় পেয়ে যায়। তারা ঠিক বুঝতে পারছিল না এটা কি জিনিস। তাই তারা পৃথিবীর ডিফেন্স টিমের সাথে ভালভাবে ডিসকাস করে যে এটাকে কি করা যায়। শেষমেশ তারা ঠিক করে সেই বস্তুটিকে তারা অ্যাটাক করবে, এবং অ্যাটাক করেও দেয়।

Screenshot_20220608_180737.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220608_180754.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তারপর কিছুক্ষণ পর তারা সেই গোল বস্তুটিকে উদ্ধার করতে যায়, তখনই চাঁদের দিকে এগোতে থাকে বিশাল বড় একটি স্পেস শিপ। যেই স্পেসশিপ চাঁদের সেই ডিফেন্স এরিয়া কে ধ্বংস করে পৃথিবীর দিকে অগ্রসর হতে থাকে। ততক্ষনে পৃথিবীতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

Screenshot_20220608_181023.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220608_181030.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তারপর সেই বড় স্পেসশিপ যখন পৃথিবীর উপরে চলে আসে তখন সেই স্ত্রী শিপটি পৃথিবীর সবকিছুকে নিজের দিকে আকর্ষিত করতে। তারপর মানুষ জাতির বুঝতে বেশি দেরি হয়না যে এই স্পেসশিপ কোন শয়তান এলিয়েনের স্পেসশিপ এবং তারা পৃথিবী কে ধ্বংস করার উদ্দেশ্যেই পৃথিবীর দিকে এসেছে।

Screenshot_20220608_181325.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220608_181355.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

সেই স্পেসশিপটি এতটাই বড় ছিল যে স্পেসশিপ পৃথিবীর বিশাল বড় এরিয়াকে নিজের দখলে নিয়ে নিয়েছিল। এবং সে সমুদ্রের মধ্য দিয়ে পৃথিবীর মাঝ বরাবর ড্রিলিং করা শুরু করে পৃথিবীকে ধ্বংস করার উদ্দেশ্যে। এরই মধ্যে পৃথিবীর ডিফেন্স টিম সেই এলিয়েন স্পেসশিপটিকে ধ্বংস করার পরিকল্পনা বানিয়ে ফেলে।

Screenshot_20220608_181818.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220608_181836.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

পরিকল্পনা মোতাবেক স্পেস ডিফেন্স টিম সেই স্পেসশিপের উপর হামলা করে, কিন্তু সেই স্পেসশিপের ডিফেন্স এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর ডিফেন্স টিম সেই স্পেসশিপের সামনে কিছু করে উঠতে পারছিল। তারপর তারা সেই স্পেসশিপের ভিতরে প্রবেশ করে সেই এলিয়েনদের কুইন কে ধ্বংস করার উদ্দেশ্যে। কিন্তু কুইন তার নিজের সুরক্ষা কবচ চালু করে দেয় ফলে পৃথিবীর ডিফেন্স টিম কুইন কে ধ্বংস করতে ব্যর্থ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে।

Screenshot_20220608_182508.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তারপর তারা এও বুঝতে পারে যে এই স্পেসশিপের ভেতরে কুইন কে ধ্বংস করা সম্ভব নয়। এরই মধ্যে তারা চাঁদ থেকে যেই গোল শিপটি উদ্ধার করেছিল সেটা থেকে তারা তথ্য জানতে পারে যে সেই গোল শিপটি সেই এলিয়েন গুলোর বড় শত্রু। তারপর তারা নতুন করে পরিকল্পনা করে এই বস্তুটিকে দিয়েই তারা সেই কুইন কে আকৃষ্ট করে নিয়ে আসবে এবং ধ্বংস করে দেবে।

Screenshot_20220608_182754.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220608_182818.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220608_182828.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তারপর সেই গোল শিপটির জালে ফাঁসিয়ে তারা কুইন কে বাহিরে আনতে সক্ষম হয়। তারপর বাহিরে এসেও কুইন তার সুরক্ষা কবচ পড়েছিল তাই তাদের অনেক কষ্টের সেই সুরক্ষা কবচ ভেঙ্গে ফেলতে হয়। সেই সুরক্ষা কবচ ভাঙ্গার অনেকক্ষণ পর অব্দি যুদ্ধ চলতেই থাকে, তারপর অনেকক্ষণ যুদ্ধ চলার পর পৃথিবীর স্পেস ডিফেন্স টিম সেই কুইন কে মারতে সক্ষম হয়।

তারপর কুইন মরে যাওয়ার পর বড় স্পেসশিপ সহ বাকি সব ছোট স্পেসশিপ গুলো পৃথিবী ছেড়ে পালাতে শুরু করে। আর এখানেই মুভি শেষ হয়ে যায়।

image.png

⊕ নিজস্ব মতামত ⊕

যারা স্পেস রিলেটেড সাইন্স ফিকশন মুভি গুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি অসাধারণ মুভি হবে বলে আমি আশা করি। এই মুভিতে আপনারা এলিয়েন্স এবং মানুষের জোরদার একশন দেখতে পারবেন তাই একশন প্রেমীদের জন্য এটা একটি অসাধারণ মুভি হবে। সব মিলিয়ে এই মুভিটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারাও এই মুভিটি দেখবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে।

image.png

⊕ IMDb রেটিং ⊕
• ৫.২/১০

image.png

⊕ নিজস্ব রেটিংস ⊕
অভিনয়৮/১০
কাহিনী৯/১০
সব মিলিয়ে৮.৫/১০

image.png



image.png

PicsArt_03-22-02.27.17.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।

FacebookTwitterYouTube

image.png

standard_Discord_Zip.gif

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

JOIN WITH US ON DISCORD SERVER

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সরি রিভিউ টি স্কিপ করে গেলাম ব্রো।এখনো দেখি নি😁।রোনাল্ড ইমারিচ এর নাম শুনেই ভাবলাম মুভিটি দেখা দরকার।ধন্যবাদ ভাই চমৎকার একটি মুভি রিভিউ তুলে ধরার জন্য।

রোনাল্ড ইমারিচ আসেই বস। মুভিটি দেখে নেবেন অনেক ভালো লাগবে।

এই সিনেমাটি আমি অনেক আগেই দেখেছি। আমার প্রিয় সাইন্স ফিকশন মুভি গুলোর মধ্যে এটাও একটা। কাহিনী বেশ ভালো তবে শেষের দিকে কিছুটা কাটুনের ভাব চলে এসেছে। যাইহোক আপনার সিনেমা রিভিউ গুলো খুবই ভালো লাগে। শুভকামনা আপনার জন্য

আসলেই মুভিটি দারুন ভাই। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শেষ এর দিকে কাটুনের ভাব হলেও খারাপ লাগে নি।