মুভির শুরুতে আপনারা একটি এলিয়েন স্পেসশিপ এর ভেতর দেখতে পারবেন একটি এলিয়েনের হাত, সেই এলিয়েনের হাতটি একটি নিউজ চালু করে যেখানে পৃথিবী নিয়ে কিছু একটা বলা হয়।
তারপর সেখানের প্রেসিডেন্ট বলে পৃথিবীতে অন্যান্য দেশের সাথে আর যুদ্ধ হচ্ছে না, তারা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে এবং পৃথিবীতে স্পেস ডিফেন্স তৈরি করেছে।
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
তার পরের ছেলে আমরা দেখতে পারবো ছাদের উপরে মানুষ ডিফেন্স তৈরি করেছে এবং সেখানে কিছু একটা গরমিল হয়ে যায়। কিন্তু জ্যাক মরিসন নামের একজন স্পাইসজেট এর মাধ্যমে সেই গরমিল টা ঠিক করে। কিন্তু সেই গরমিল টা ঠিক করার পরেও তাকে সেখানে ইনচার্জের অনেক গালিগালাজ শুনতে হয়।
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
তারপর একদিন হঠাৎ একটি গোল বস্তু এসে চাঁদের মাটি নিজের দিকে আকর্ষিত করতে থাকে এবং সেখানে ডিফেন্স টিমে টা দেখে ভয় পেয়ে যায়। তারা ঠিক বুঝতে পারছিল না এটা কি জিনিস। তাই তারা পৃথিবীর ডিফেন্স টিমের সাথে ভালভাবে ডিসকাস করে যে এটাকে কি করা যায়। শেষমেশ তারা ঠিক করে সেই বস্তুটিকে তারা অ্যাটাক করবে, এবং অ্যাটাক করেও দেয়।
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
তারপর কিছুক্ষণ পর তারা সেই গোল বস্তুটিকে উদ্ধার করতে যায়, তখনই চাঁদের দিকে এগোতে থাকে বিশাল বড় একটি স্পেস শিপ। যেই স্পেসশিপ চাঁদের সেই ডিফেন্স এরিয়া কে ধ্বংস করে পৃথিবীর দিকে অগ্রসর হতে থাকে। ততক্ষনে পৃথিবীতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
তারপর সেই বড় স্পেসশিপ যখন পৃথিবীর উপরে চলে আসে তখন সেই স্ত্রী শিপটি পৃথিবীর সবকিছুকে নিজের দিকে আকর্ষিত করতে। তারপর মানুষ জাতির বুঝতে বেশি দেরি হয়না যে এই স্পেসশিপ কোন শয়তান এলিয়েনের স্পেসশিপ এবং তারা পৃথিবী কে ধ্বংস করার উদ্দেশ্যেই পৃথিবীর দিকে এসেছে।
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
সেই স্পেসশিপটি এতটাই বড় ছিল যে স্পেসশিপ পৃথিবীর বিশাল বড় এরিয়াকে নিজের দখলে নিয়ে নিয়েছিল। এবং সে সমুদ্রের মধ্য দিয়ে পৃথিবীর মাঝ বরাবর ড্রিলিং করা শুরু করে পৃথিবীকে ধ্বংস করার উদ্দেশ্যে। এরই মধ্যে পৃথিবীর ডিফেন্স টিম সেই এলিয়েন স্পেসশিপটিকে ধ্বংস করার পরিকল্পনা বানিয়ে ফেলে।
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
পরিকল্পনা মোতাবেক স্পেস ডিফেন্স টিম সেই স্পেসশিপের উপর হামলা করে, কিন্তু সেই স্পেসশিপের ডিফেন্স এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর ডিফেন্স টিম সেই স্পেসশিপের সামনে কিছু করে উঠতে পারছিল। তারপর তারা সেই স্পেসশিপের ভিতরে প্রবেশ করে সেই এলিয়েনদের কুইন কে ধ্বংস করার উদ্দেশ্যে। কিন্তু কুইন তার নিজের সুরক্ষা কবচ চালু করে দেয় ফলে পৃথিবীর ডিফেন্স টিম কুইন কে ধ্বংস করতে ব্যর্থ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে।
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
তারপর তারা এও বুঝতে পারে যে এই স্পেসশিপের ভেতরে কুইন কে ধ্বংস করা সম্ভব নয়। এরই মধ্যে তারা চাঁদ থেকে যেই গোল শিপটি উদ্ধার করেছিল সেটা থেকে তারা তথ্য জানতে পারে যে সেই গোল শিপটি সেই এলিয়েন গুলোর বড় শত্রু। তারপর তারা নতুন করে পরিকল্পনা করে এই বস্তুটিকে দিয়েই তারা সেই কুইন কে আকৃষ্ট করে নিয়ে আসবে এবং ধ্বংস করে দেবে।
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
মুভি থেকে নেয়া স্ক্রীনশট
তারপর সেই গোল শিপটির জালে ফাঁসিয়ে তারা কুইন কে বাহিরে আনতে সক্ষম হয়। তারপর বাহিরে এসেও কুইন তার সুরক্ষা কবচ পড়েছিল তাই তাদের অনেক কষ্টের সেই সুরক্ষা কবচ ভেঙ্গে ফেলতে হয়। সেই সুরক্ষা কবচ ভাঙ্গার অনেকক্ষণ পর অব্দি যুদ্ধ চলতেই থাকে, তারপর অনেকক্ষণ যুদ্ধ চলার পর পৃথিবীর স্পেস ডিফেন্স টিম সেই কুইন কে মারতে সক্ষম হয়।
তারপর কুইন মরে যাওয়ার পর বড় স্পেসশিপ সহ বাকি সব ছোট স্পেসশিপ গুলো পৃথিবী ছেড়ে পালাতে শুরু করে। আর এখানেই মুভি শেষ হয়ে যায়।

যারা স্পেস রিলেটেড সাইন্স ফিকশন মুভি গুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি অসাধারণ মুভি হবে বলে আমি আশা করি। এই মুভিতে আপনারা এলিয়েন্স এবং মানুষের জোরদার একশন দেখতে পারবেন তাই একশন প্রেমীদের জন্য এটা একটি অসাধারণ মুভি হবে। সব মিলিয়ে এই মুভিটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারাও এই মুভিটি দেখবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে।


অভিনয় | ৮/১০ |
কাহিনী | ৯/১০ |
সব মিলিয়ে | ৮.৫/১০ |



আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।


Support
@heroism Initiative by Delegating your Steem Power
JOIN WITH US ON DISCORD SERVER
সরি রিভিউ টি স্কিপ করে গেলাম ব্রো।এখনো দেখি নি😁।রোনাল্ড ইমারিচ এর নাম শুনেই ভাবলাম মুভিটি দেখা দরকার।ধন্যবাদ ভাই চমৎকার একটি মুভি রিভিউ তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রোনাল্ড ইমারিচ আসেই বস। মুভিটি দেখে নেবেন অনেক ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সিনেমাটি আমি অনেক আগেই দেখেছি। আমার প্রিয় সাইন্স ফিকশন মুভি গুলোর মধ্যে এটাও একটা। কাহিনী বেশ ভালো তবে শেষের দিকে কিছুটা কাটুনের ভাব চলে এসেছে। যাইহোক আপনার সিনেমা রিভিউ গুলো খুবই ভালো লাগে। শুভকামনা আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই মুভিটি দারুন ভাই। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শেষ এর দিকে কাটুনের ভাব হলেও খারাপ লাগে নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit