লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @mahmud-ashik

in hive-129948 •  3 years ago 

সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম, অন্য ধর্মের ভাই বোন দের প্রতি অনেক অনেক শুভ কামনা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমি আলহামদুলিল্লাহ ভাল আছি।

আমি মাহমুদ আশিক, (Steemit id: @mahmud-ashik)। আমি আমার বাংলা ব্লগ abb-school এর ১৯ তম ব্যাচের ছাত্র।
আমি প্রথমেই ধন্যবাদ জানায়, সেই সকল শিক্ষকমন্ডলীদের যারা অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের সাথে আমাদের level-1 এর ক্লাস গুলো পরিচালিত করেছেন, যার ফলে আমি অনেক অজানা বিষয় শিখতে পেরেছি।

আজ আমি level-1 হতে যা যা অর্জন করেছি, তা আপনাদের মাঝে উপস্থাপন করবো।

A1.jpg

কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

উত্তরঃ- স্প্যাম হলো অপ্রাসঙ্গিক বিষয়সমূহকে বোঝায়, যা বারবার হয়। আর এই ধরনের কাজকে স্প্যামিং বলে। যেমন- ভ্রমণে গিয়ে একবার ছবি তুলে সে ছবি পরবর্তীতে বারবার ব্যাবহার করা, পোস্টে কোনো ব্যাক্তিকে অপ্রয়োজনীয় মেনশন দেওয়া, অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যাবহার করা।

ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তরঃ- অন্যের ফটো ব্যাবহার করা ফটো কপিরাইট। অনলাইন থেকে বিভিন্ন ছবি ডাউনলোড করে, তা ব্যবহার করা ফটো কপিরাইট।

তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

উত্তরঃ-
https://pixabay.com
https://www.freeimages.ccom
https://unsplash.com

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

উত্তরঃ- পোস্ট গুলো বিষয় ভিত্তিক ভাবে আলাদা করতে, এবং সহজে খুজে বের করতে পোস্ট করার সময় ট্যাগ ব্যাবহার করা হয়। রেসিপি পোস্ট এর ক্ষেত্রে রেসিপি সংক্রান্ত কিছু শব্দ যেমন recipe curry fish Bangladesh ইত্যাদি ট্যাগ। ভ্রমণের পোস্টের ক্ষেত্রে ভ্রমণ সংক্রান্ত শব্দ যেমন travel travelling tour visit Bangladesh ইত্যাদি শব্দ ট্যাগ হিসেবে ব্যবহৃত হয়।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তরঃ-
১. ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম কোনো লেখা ।
২. চাইল্ড পর্নোগ্রাফিক বিষয়ক যে কোনো কনটেন্ট ।
৩. নারী বিদ্বেষমমূলক পোস্ট ।
৪. সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক যে কোনো পোস্ট ।
৫. রাজনৈতিক পোস্ট ।
৬. মিথ্যা গুজব, কুসংস্কার জাতীয় পোস্ট ।
৭. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট।
৮. শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট ।

প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ- অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়াকে প্লাগিয়ারিজম বলে। অথবা অন্যের লিখা কিছুটা পরিবর্তন করেও তা নিজের নামে চালিয়ে দেওয়ায় হলো প্লাগিয়ারিজম।

re-write আর্টিকেল কাকে বলে?

উত্তরঃ- কোনো অথেন্টিক সোর্স থেকে কোনো তথ্য নিয়ে তা নিজের মতো করে সাজিয়ে লিখাকে re-write বলে। re-write এর ক্ষেত্রে নিজের লিখা ৭৫ শতাংশ হতে হবে।

ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

উত্তরঃ- ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে যে যে বিষয় উল্লেখ করতে হবে, তা হলো –
১. রেফারেন্স সোর্সগুলি উল্লেখ করতে হবে।
২. ৭৫%-৮০% লেখা সম্পূর্ণ মৌলিক হতে হবে।
৩. তথ্য গুলো ইনভার্টেড কমার মধ্যে উল্লেখ করতে হবে।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তরঃ- একটি মাত্র ছবি, বা, ১০০ ওয়ার্ডের কম লেখা দিয়ে যে কোনো পোস্ট করাকে ম্যাক্রো পোস্ট বলা হয়। এ ধরনের পোস্ট ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

উত্তরঃ- প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো লিখেছেন। কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত যেকোনো ছবি ব্যবহার করলেই সেটি ফটো কপিরাইট হবে। এ সমপর্কে আমাদের অনেক সচেতন থাকতে হবে। কপিরাইট ফ্রি ছবি ব্যবহার করতে হবে আমাদের।

কপিরাইট আইন বিষয়ে সচেতন করানোর জন্যে ধন্যবাদ

  ·  3 years ago (edited)

লেভেল-1 অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুলো শেখানো হয়। এখানে শেখানো বিষয়ে আপনি ভুল করলে সেটা একেবারে নীতিবাচক প্রভাব ফেলে। যাইহোক লেভেল-1 এর মতো যেন বাকি লেভেলগুলো অতিক্রম করতে পারেন সেই কামনা করি। আপনার জন্য শুভকামনা।।

উত্তরঃ- প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে।

আমার মনে হয় এটা চারটা পোস্ট হবে।।

কিন্তু আমি তো জানি ২৪ ঘন্টায় ৩ টা পোস্ট করা যায়। বিভ্রান্তিতে পড়ে গেলাম

আপনি লেভেল ওয়ান হতে শেখার বিষয়গুলো খুব ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পরবর্তী লেবেলের এর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতিও শুভকামনা রইলো

বিষয়গুলো বেশ ভালই বুঝতে পেরেছেন আপনার পোষ্ট থেকে বোঝা যাচ্ছে। চেষ্টা করবেন এগুলো মেনে চলতে। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। ধন্যবাদ আপনাকে।

ইনশাআল্লাহ, সবসময় উপরোক্ত বিষয়গুলো মেনে চলবো।