আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি শেয়ার করতে যাচ্ছি অন্নদাশঙ্কর রায়ের লেখা কবিতা, নেমন্তন্ন। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ.......
আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমাদের ইস্কুলে যে লাইব্রেরী ছিল ওই লাইব্রেরির ছোটদের কবিতা এবং গল্পের বই পড়ার মাধ্যমে আমার বই পড়ার প্রতি একটি আকর্ষণ জন্মায়। তখন থেকেই আমার অন্নদাশঙ্কর রায়ের লেখাগুলো খুবই ভালো লাগতো। অন্নদাশঙ্কর রায়ের বিভিন্ন কবিতা রয়েছে যেগুলো খুবই মজার এবং বাচ্চাদের জন্য আকৃষ্ট করে এমন কিছু কবিতা। তো আমি সেই সময় অন্নদাশঙ্কর রায়ের কবিতা গুলো নিজের পাঠ্য বইয়ের পড়া বাদ দিয়ে মুখস্ত করতাম। এবং স্কুলে যে কবিতা আবৃত্তির অনুষ্ঠান হতো সেখানে কবিতা বলে অনেক সময় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি। সেই ভালো লাগা থেকে আজ আমি আপনাদের মাঝে এই অন্নদাশঙ্কর রায়ের একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করি আপনাদের কবিতাটি অনেক ভালো লাগবে।
যাচ্ছ কোথা?
চাংড়িপোতা।
কিসের জন্য?
নেমন্তন্ন।
বিয়ের বুঝি?
না, বাবুজি।
কিসের তবে?
ভজন হবে।
শুধুই ভজন?
প্রসাদ ভোজন।
কেমন প্রসাদ?
যা খেতে সাধ।
কী খেতে চাও?
ছানার পোলাও।
ইচ্ছে কী আর?
সরপুরিয়ার।
আঃ কী আয়েস।
রাবড়ি পায়েস।
এই কেবলি?
ক্ষীর কদলী।
বাঃ কী ফলার!
সবরি কলার।
এবার থামো।
ফজলি আমও।
আমিও যাই?
না, মশাই।
✳️ কিছু তথ্য✳️
কবিতা :- নেমন্তন্ন।
লেখক :- অন্নদাশঙ্কর রায়।
✳️কবিতা আবৃতি :- মাহমুদা।✳️
https://youtube.com/shorts/_sxJnjiOdqo?si=M76o2r7_r4gk5GS6
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | কবিতা |
---|---|
কবিতা আবৃতি | @mahmuda002 |
ডিভাইস | redmi 12 |
লোকেশন | গাংনী,মেহেরপুর |
👩🦰আমার নিজের পরিচয়👩🦰
আমি মাহমুদা রত্না। আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামের মেয়ে। আর মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের বউ। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন করছি কুষ্টিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে,ক্রাফট এর কাজ করতে অনেক পছন্দ করি। বর্তমানে আমি ফ্রীল্যান্সিং সেক্টরে ডিজাইন এবং এসইও পদে কাজ করছি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (১৯ - ১১ - ২০২৩) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
নেমন্তন্ন এই কবিতাটি আমার খুবই পছন্দ। এক কথায় পড়লে ইচ্ছে করে বারবার পড়েই যায়। আপু আপনার কন্ঠে কবিতাটি শুনতে পেরে খুবই ভালো লাগলো। ছোটবেলা থেকে এই কবিতাটি আমি অনেক বেশি পছন্দ করি। আমার আজকে খুবই ভালো লাগলো আপু আপনার কবিতা আবৃত্তি পোস্ট দেখে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit