আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি @mahmuda002
from Bangladesh
বাংলা ভাষায় ব্লগিং এর "আমার বাংলা ব্লগ"এর সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
---|
আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হয়েছি। আজ অনেকদিন যাবত পর আপনাদের মাঝে আবার একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। অসুস্থ থাকায় এতগুলো দিন কাজ করতে পারি নাই। আল্লাহর অশেষ রহমতে এখন মোটামুটি অনেকটাই ভালো আছি।তাই আবার কাজে ফিরে আসলাম। আশা করি আমার আজকের এই কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত। অসুস্থ না হলে বুঝা যায় না সুস্থতা করত বড় নেয়ামত আমাদের জন্য। আজ প্রায় তিন সপ্তাহ যাবৎ হসপিটাল ডক্টর এভাবেই চলছে দিন। ছোট বাচ্চা নিয়ে অসুস্থ হলে পরিবারের লোকজন এবং নিজের অনেকটা কষ্ট হয়ে যায়। যাইহোক আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছি তাই কাজে ফিরে আশায় উত্তম।
❤️এক গুচ্ছ অনু কবিতা।❤️
অনু কবিতা-১
তুমি আমি দুজনে বসে আছি নিরালায়,
হাতে হাত রেখে চোখে রেখে চোখ,
কত কথা বলতে চায়,
তবুও মন কেন বারেবার বাঁধা দেয়!
অনু কবিতা-২
তোমার ঐ শীতল চোখের চাউনিতে,
ডুবে যেতে ইচ্ছে করে অতল সমুদ্রে।
তুমি মায়াবতী, কেমন আছে ওই মায়ায়!
যে মায়ার বন্ধন থেকে আজো পেলাম না মুক্তি।
অনু কবিতা-৩
মন খারাপ বেকার মেয়েকে জিজ্ঞেস করি মেঘ,
তুই আগে তো উদাস কেন বলতো?
মেঘ আমার প্রশ্নের উত্তরের জবাব দিল একটু হেসে,
আচ্ছা তুই কি বোকা বলতো!
আজই ঝড় বাতাসে আমার মন ভাসে না রে,
তাইতো উদাস আমি।
অনু কবিতা-৪
বনের ওই দূরের একটি পাখি করে ডেকে যাচ্ছিল সকাল থেকে,
ওর ডাক শুনে মন যেন কেমন ছটফটিয়ে উঠলো,
না জানি আজ আবার কি হয়!
ওমা! তার খানিক পরেই দেখি পাশের বাসার মেয়েটা আর নাই।
পোস্ট বিবরণ
শ্রেণী | অনু কবিতা |
---|---|
ডিভাইস | redmi12 |
লেখক | @mahmuda002 |
লোকেশন | মেহেরপুর |
আজ আমি প্রথম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম।আমার লেখা আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
<center>👩🦰আমার নিজের পরিচয়👩🦰</center>
আমি মাহমুদা রত্না। আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামের মেয়ে। আর মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের বউ। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন করছি কুষ্টিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে,ক্রাফট এর কাজ করতে অনেক পছন্দ করি। বর্তমানে আমি ফ্রীল্যান্সিং সেক্টরে ডিজাইন এবং এসইও পদে কাজ করছি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (১৯ - ১১ - ২০২৩) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
তাহলে তো প্রায় বেশ কয়েকদিন হসপিটাল ডক্টর দৌড়াদৌড়ি করতে হয়েছে। এখন সুস্থ আছেন জেনে ভালো লাগলো। যাইহোক খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে তিন নং অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাকি প্রত্যেকটা কবিতাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলেছেন আপু ছোট বাচ্চা নিয়ে এরকম অসুস্থ হলে পরিবার এবং নিজের অনেক কষ্ট হয়। তবে এখন আপনি সুস্থ এটা যেন বেশ ভালো লাগলো। আজকে দারুন একটি কবিতা লিখেছেন। তবে আপু আপনার শেষের কবিতার শেষ লাইনটা পড়ে একটু বেশি মজা পেলাম। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনু কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আর অনু কবিতা গুলো পড়ে আরো বেশি ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার অনু কবিতাগুলো মন ছুঁয়ে গেছে, বিশেষ করে মন খারাপ বেকার মেয়েকে জিজ্ঞেস করি মেঘ নামের কবিতাটি। আপনার লেখনীতে এক অনন্য সৌন্দর্য আছে যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। আপনার সুস্থতা ও সৃজনশীলতার জন্য শুভ কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে কাজের প্রতি আরো আগ্রহী করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit