ডাই"এসো নিজে করি"// হুপের ওপর পুতুল তৈরি।

in hive-129948 •  7 months ago 

" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "

আমি @mahmuda002
বাংলাদেশ থেকে।
০৮ মাহরাম ১৪৪৬। ৩১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ।

১৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ।



🥀 ষড়ঋতুর বর্ষাকাল।

আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


🌺ডাই পোস্ট।


IMG_20240624_183237.jpg


সুস্থতা মানুষের অনেক বড় নেয়ামত। যারা অসুস্থ হয় তারাই খুব ভালো করে বুঝতে পারে৷ আমি প্রায়শই অসুস্থ থাকি। আজ বেশ কয়েকদিন ধরেই আমি অনেক অসুস্থ এজন্য ঠিক মতো কাজ করতে পারছি না। প্রায় তিন সপ্তাহ ধরে কোনো কাজই করতে পারি নাই। তবে যাই হোক আল্লাহর রহমতে এখন একটু সুস্থ হওয়ায় আবারও কাজে ফিরে আসার চেষ্টা করছি। বেশ কিছুদিন ধরেই রিমঝিম বারিপাত হতেই আছে। এই যে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে এত জল জমে আছে। প্রকৃতি ও রঙিন হয়ে উঠেছে। সবুজ যেন সবুজের প্রাণ ফিরে পেয়েছে। তবুও গরমের কিন্তু কমতি নেই। বৃষ্টি থেমে যাওয়ার পরপরই গরম তার নিজস্ব রূপে ফিরে আসে। গরম যেন বলতে চাইছে কিরে আমাকে বিদায় দিবি? আমি তো যাব না তোদের ছেড়ে। তবে যাই হোক মানুষ যে এই বৃষ্টিতে তীব্র গরমের হাত থেকে মুক্তি পেয়েছে একটু স্বস্তি পেয়েছে এতেই শান্তি। তবে অনেক অনেক জায়গায় এই ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। আমাদের জীবন সুখময় হলেও তাদের জীবনে কিন্তু নেমে এসেছে দুঃখের জোয়ার।


🌹উপকরণ সমূহ।


IMG_20240623_100428.jpg


ক্রমিক নম্বরউপাদান
কাপড়।
কেঁচি।
সুঁচ।
সুতা।
মার্কার পেন।


🥀পোস্ট তৈরির ধাপ সমূহ।


🌺 ১ নং ধাপ।


IMG_20240623_135024.jpg

প্রথমে লাল কাপড়টিকে ফ্রেমে আটকিয়ে নিয়েছি। এরপর এর ওপর মার্কার পেন দিয়ে ডিজাইন করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌺 ২ নং ধাপ।


IMG_20240624_083708.jpg

এরপর ডিজাইন গুলো সুঁচ ও সুতার সাহায্যে সুন্দর করে সেলাই করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌺 ৩ নং ধাপ।


IMG_20240624_083849.jpg

এবার কাপড়ের থেকে ডিজাইন করে নেওয়া অংশটাকে কেটে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌺 ৪ নং ধাপ।


IMG_20240624_104345.jpg

এরপর সাদা কাপড়টি ফ্রেম দিয়ে আটকিয়ে নিয়েছি। এরপর কাপড়ের ওপর কালার করে সেখানে মার্কার পেন দিয়ে একটি পুতুলের ছবি এঁকে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌺 ৫ নং ধাপ।


IMG_20240624_113452.jpg

এরপর পুতুলের চুল ও হাতে থাকা ফুলের তোড়া সুতা দিয়ে সেলাই করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌺 ৬ নং ধাপ।


IMG_20240624_120546.jpg

এরপর পুতুলের জামাটিতে কালার করে ডিজাইন করে নিয়েছি। এবং নিচের অংশে লাল কালারের লেহেঙা বানিয়ে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌺 ৭নং ধাপ।


IMG_20240624_121728.jpg

এবার এর ওপর আমার আগে করা ডিজাইন কাপড়টিকে সেলাই করে নিয়েছি এবং পরিপূর্ণ লেহেঙ্গা বানিয়ে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌺 ৮নং ধাপ।


IMG_20240624_125725.jpg

এবার পুতুলের দুই পাশে পর্দা বানিয়ে নিয়েছি এবং সেগুলোর ওপর ডিজাইন করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌺 ৯ নং ধাপ।


IMG_20240624_135654.jpg

এবার ফ্রেমের পাশ থেকে বাড়তি কাপড়গুলো কেটে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌺 ১০ নং ধাপ।


IMG_20240715_213355.jpg

ব্যস এভাবেই ধাপে ধাপে তৈরি করে নিলাম হুপের ওপর পুতুল। এটি সম্পূর্ণ তৈরি করার পর আমি আমার ঘরের দেয়ালে টাঙিয়ে রেখেছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ডিভাইস redmi12
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি ডাই পোস্ট


👩‍🦰আমার নিজের পরিচয়👩‍🦰


আমি মাহমুদা রত্না। আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামের মেয়ে। আর মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের বউ। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন করছি কুষ্টিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে,ক্রাফট এর কাজ করতে অনেক পছন্দ করি। বর্তমানে আমি ফ্রীল্যান্সিং সেক্টরে ডিজাইন এবং এসইও পদে কাজ করছি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (১৯ - ১১ - ২০২৩) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকারভাবে হুপের উপর পুতুল তৈরি করছেন আপু। দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। এই ধরনের আর্ট গুলো দেয়ালের সাথে টাঙিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। খুবই ভালো লাগলো আপনার পোস্ট ধন্যবাদ আপু।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

ওয়াও অসাধারণ হুপের উপর পুতুলটি দেখে আমি ভাবছিলাম যে কি প্রতিভা আপু আপনার। একসময় আমিও এই সুই সুতার অনেক কাজ জানতাম এখন না করায় সব ভূলে গেছি। আজ আপনার হুপের উপর পুতুলটি সত্যি অনেক প্রশংসনীয়।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

হুপের উপর পুতুল তৈরি করেছেন। অসম্ভব সুন্দর হয়েছে আপু আপনার বানানো এই ডাই প্রজেক্ট টা।খুবই চমৎকার সহজ ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর করার জন্য।

খুবই সুন্দর একটা জিনিস তৈরী করলেন আপু। পুতুলটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাকে ধন্যবাদ হুপের উপর এতো সুন্দর পুতুল তৈরীর ধাপ গুলো শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

হুপের ওপর পুতুল তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। অসাধারণ হয়েছে আপু। বিশেষ করে পুতুলটি দেখতে বেশি সুন্দর হয়েছে। এরকম কোন উপহার তৈরি করে কাউকে দিলে সে অনেক খুশি হয়ে যাবে। অসাধারণ হয়েছে আপনার পোস্ট।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনার অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লেগেছে। এতদিন পর তবুও আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন দেখে ভালো লাগলো। আপনার এই সুন্দর আইডিয়াটা সত্যি মুগ্ধ হওয়ার মত ছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনার এ হাতের কাজ। হুপের উপর অনেক সুন্দর করেই পুতুল তৈরি করেছেন আপনি। প্রথমেই কাপড়ের মধ্যে সুন্দর করে ডিজাইন করার কারণে বেশি ভালো লাগতেছে দেখতে। আপু আপনার এই হাতের কাজ দেখলে সবাই অনেক মুগ্ধ হয়ে যাবে। এগুলো তৈরি করে কাউকে উপহার দিলেও খুশি হয়।

ঠিকই বলেছেন আপু এটা তৈরি করে কাউকে উপহার দিলে সে অনেক খুশি হবে৷ ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

শর্ট ভিডিওর মধ্যে এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি আমি দেখেছিলাম। আমার কাছে তো বিষয়টা অনেক ভালোই লাগে। আর আজকে আপনি এটা সুন্দর করে তৈরি করেছেন নিজ হাতে, এটা দেখে তো অসম্ভব ভালো লাগলো। কাপড়ের মাধ্যমে সুন্দরভাবেই এটা তৈরি করা হয়েছে। এই পুতুলটার পেছনের অংশ দেখতে অনেক সুন্দর লাগতেছে। জামাটার ডিজাইন এক কথায় দারুন হয়েছে। আপনি অনেক নিখুঁতভাবে পুরোটা সম্পূর্ণ করেছেন আপু। আপনার দক্ষতা মূলক কাজ সবসময় দেখতে চাই।

আপু এত অসুস্থতার মাঝেও আপনি এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার জন্য দোয়া রইল যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। আপনার হাতের এত সুন্দর কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম এটা কোনো পেইন্টিং হবে। কিন্তু পরে বুঝতে পারলাম সম্পূর্ণ কাজ সুঁই সুতার মাধ্যমে করেছেন। আপনার হাতের কাজের প্রশংসা না করলেই নয়। আশা করি সামনে এমন আরও অনেক কাজ দেখতে পাবো। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।