আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি কবিতা আবৃত্তি। এই কবিতাটি আমার অনেক পছন্দের। কবিতাটি আমি প্রথম শুনেছিলাম আমার মামাতো ভাইয়ের মোবাইলে। কবিতাটি আবৃত্তি করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনার কন্ঠে এতটাই ভালো লেগেছিল যে মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলাম এবং বেশ কয়েকবার শোনার পর কবিতাটি মুখস্ত হয়ে গিয়েছিল। আমি এই কবিতাটি আমাদের কলেজের বার্ষিক প্রতিযোগিতাতেও আবৃত্তি করেছিলাম। এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রধান অতিথির অনেক পছন্দ হয়েছিল এবং তিনি আমাকে পুরস্কৃত করেছিলেন। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিলো অবহেলা
ভেবেছিলাম, অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত!
দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা
মধ্য দুপুরের তির্যক রোদের মতো
অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিলো অনাকাঙ্ক্ষিত অবহেলা
আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম
আমার দীনদশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কি না
ছিলো না
বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়
তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিলো নির্মোহ নিঃসংকোচিত
আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ-দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম
তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা
উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়
কি মিলেছিলো?
ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনূঢ়ার মতো এক তাল
অবজ্ঞা
তাও সয়ে গিয়েছিলো একটা সময়
ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম
তোমাদের জয়গানে করতালিতে নতজানু থেকেছিলো আমার চাপা আক্ষেপ লজ্জা
বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোঁবে না
জয়নুলের রঙ নিয়ে কল্পনার বেসাতি
হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা
বা ফুল, পাখি, নদীর কাব্যালাপে কারা মশগুল হলো, এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো
এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হবো, সেই অমিত শক্তিও আমার ছিলো না
মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিলো না
শুধু ছিলো অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা
হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে
তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিলো
হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিলো তোমার দৃষ্টিতে
ওইটুকুই আমার যা পাওয়া
আমি ঝড়ে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া
তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে
উপেক্ষার দেয়াল ডিঙিয়ে
ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি
এ কথা জানে শুধু অন্তর্যামী
অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম
এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষা কাচের দেওয়াল, অবজ্ঞা কুচকুচে অন্ধকার
এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুঁৎকারে
একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেবো
এমন ভাবাবেগও ছিলো আকাশের কার্নিশে লেপ্টে থাকা পেঁজা মেঘের মতো
ঐ মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি
তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি
অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে
সেকি!
কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা
স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা
আর তারুণ্যকে ম্রিয়মাণ করে রাখার অবজ্ঞা
ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন
আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি
কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা
আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝড়ে পড়ছে নক্ষত্র
এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালের মিহিন কষ্ট চেপে হয়েছো লাবণ্যময় পাষাণ, পাথর
এটাও দেখতে পাই অন্তরদৃষ্টি দিয়ে
আমি জানি, দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেতো কবিতার রূপ
সেই অবহেলা হতো বসন্ত স্বরুপ
আপু আপনি দারুন কবিতা আবৃতি করেন। আর আপনার কবিতা আবৃত্তির দক্ষতা দেখে সত্যি মুগ্ধ হয়েছি। আজকে আপনি দারুন একটি কবিতা আবৃতি করে সবার মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন তো আপু। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার কবিতা আবৃত্তি। এই সুন্দর কবিতাটি আমাদের মাঝে আবৃত্তি করে শোনানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আবৃত্তি করে শুনিয়েছেন। আপনার কন্ঠে এই কবিতা শুনে অনেক ভালো লাগলো আমার। খুবই সুন্দর হয়েছে আপনার কন্ঠে কবিতা আবৃত্তি। খুব সুন্দরভাবে আপনি লাইন বায় লাইন বলার চেষ্টা করেছেন। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আবৃত্তি করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি এই কবিতা আপনার কলেজের বার্ষিক প্রতিযোগিতায় আবৃত্তি করে পুরষ্কার পেয়েছেন জেনে ভালো লাগলো। আপু আমি মনে হয় এই প্রথম আপনার কবিতা আবৃত্তি শেনেছি। আপনার আবৃত্তি অসাধারণ হয়েছে আর আপনার মিষ্টি কণ্ঠে এত সুন্দর আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। সম্পূর্ণ কবিতা খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কবিতা টা আমি সর্বপ্রথম শুনেছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায় এর কন্ঠে। ঐদিন অসাধারণ লেগেছিল। তারপর থেকে প্রায়ই শুনতাম কবিতা টা। কবিতা টা দারুণ আবৃত্তি করেছেন আপু। আপনার আবৃত্তি টাও বেশ চমৎকার হয়েছে। সুন্দর ক্লিয়ার উচ্চারণ। সবমিলিয়ে দারুণ ছিল আবৃত্তি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো বেশ দারুন কবিতা আবৃত্তি করেন আপু। আপনার কন্ঠেকন্ঠে এর আগে মনে হয় না কবিতা আবৃত্তি শুনেছি। সত্যি মুগ্ধ হয়ে গেলাম আপনার কবিতা আবৃত্তি শুনে। এই কবিতাটা আমারও ভীষণ পছন্দের। আপনি দারুন দক্ষতার সাথে কবিতাটা আবৃত্তি করেছেন। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু উৎসাহ মুলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit