আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি।আজকে আপনাদের সামনে শেয়ার করবো " বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী নিয়ে।"
আজ আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলা শুরু করলে হয়তো শেষ করে উঠতে পারবো না। মনের গহীনে আকুলতা থেকেই যাবে।একজন মানুষকে চেনা যায় তার ধর্ম দিয়ে।পদার্থের যেমন ধর্ম রয়েছে মানুষেরো তেমনি ধর্ম রয়েছে।কাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও তাই।তিনি ইসলাম ধর্মাবলম্বী। তবে তিনি নানা গোলক ধাঁধার জন্ম দিয়ে গিয়েছেন।তিনি ইসলাম ধর্মের হলেও আমার দৃষ্টিতে তিনি ছিলেন ইসলাম ধর্মের পাশাপাশি প্রেম ধর্মের অনুসারী। তিনি প্রতিদিনই নানান কিছুর প্রেমে পড়তেন।এই প্রেম আমার আপনার মতো যেই সেই প্রেম না।এই প্রেম ছিলো অনন্য লেভেল এর।তার প্রেম ছিলো প্রকৃতির প্রতি, অভাগা মানুষের প্রতি, অবহেলিত জনগোষ্ঠীর প্রতি।তাঁর প্রেম ছিলো সকলের প্রতি।তাঁর গভীর প্রেম ছিলো সৃষ্টিকর্তার প্রতি।তিনি সৃষ্টিকর্তার প্রেমে মজে লিখেছেন অসংখ্য প্রেম সঙ্গীত।প্রত্যেক ভালোবাসাতেই যতবেশি ভালোবাসা থাকবে ততোবেশি অভিমান থাকবে।নজরুলের ক্ষেত্রেও সেইম ছিলো।তিনি যেমন ভালোবেসে অসংখ্য সৃষ্টিকর্ম রচনা করেছেন তেমনি অভিমান করেও রচনা করেছেন।তাই নজরুলকে বলাই যায় তিনি একজন প্রেমের কবি।
আমার নজরুল ভক্ত হওয়ার কারণ :
আমি যখন খুব ছোট তখন আমি একটি কবিতা পড়েছিলাম।কবিতাটির নাম ছিলো 'সংকল্প'। যা ছিলো কাজী নজরুল ইসলামের কবিতা।কবিতায় তিনি লিখেছিলেন-
"থাকবো নাকো বদ্ধ ঘরে,
দেখবো এবার জগৎটাকে।
কেমন করে ঘুড়ছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ হতে দেশ দেশান্তরে, ছুটছে তারা কেমন করে।
কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে।"
এবং লাস্টের দুইটি লাইন ছিলো আরো আকর্ষণীয় -
"পাতাল ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুঁড়েঃ,
বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে।"
কবির এই কবিতার মূলভাব ছিলো এমন যে, এই বিশ্বের অনেক রহস্য অজানা। তা জানতে চাওয়া তাড়না।এই কবিতাটি পড়ার পরে আমার মনেও অজানাকে জানার এক বিশাল আগ্রহ জন্মে।এই থেকেই নজরুল চর্চার শুরু। নজরুল নিয়ে আগ্রহ বাড়তে শুরু করে।বিদ্রোহী কবিতা পড়ে শরীরে বিদ্রোহী ভাব আসে নি এমন কাউকে পাওয়া অসম্ভব। এই কবিতাটি পড়লে অথবা শুনলে শরীরে কাটা দিয়ে উঠে।নজরুল সত্যিই অমায়িক। অনন্য উচ্চতার উনি।
কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম :
কবির সৃষ্টিকর্ম আমাদের প্রেরণা জায়গা ।কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ লেখনী, কবিতা ও গান বিশ শতকের সকল আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালি জাতিকে জুগিয়েছে অনুপ্রেরণা, শক্তি ও বিশ্বাস ।তাঁর লিখা গান এখনো আমাদের উজ্জীবিত করে, প্রেরণা জুগায়।এছাড়াও নজরুল অসংখ্য গজল রচনা করেছেন। করেছেন অনেক শ্যামা সঙ্গীত রচনা যা এখনো সেরা।এখন পর্যন্ত এতো সুন্দর গজল ও শ্যামা সঙ্গীত আর কেউ রচনা করতে পারেন নি।এমন কিছু গজল ও শ্যামা সঙ্গীত তার রয়েছে।এছাড়াও কবি বাংলা সাহিত্যের অনেক অবদান রেখেছেন।বাংলা সাহিত্যের বিকাশে অনেক অবদান রেখেছেন।তাঁর অনেক লিখার জন্য তাঁকে কারাবরণও করতে হয়েছে।
কবির জন্ম ও মৃত্যু :
প্রিয় কবি ইংরেজি ১৮৯৯ সালের ২৪শে মে এবং বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে তিনি জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর ডাক নাম ছিলো ‘দুখু মিয়া’। এরপর মাত্র ৪২ বছর বয়সেই তাঁর লেখালেখি বন্ধ হয়ে যায় তিনি আক্রান্ত হন এক দুরারোগ্য রুগে। হারিয়ে ফেলেন বাকশক্তি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৯ শে আগষ্ট ১৯৭৬ সালে ঢাকাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছবিগুলো তৈরি করতে আমি ব্যবহার করেছি :
Device | Oppo A95 |
---|---|
Designer | mahmudul01 |
App | Canva |
আজ এই পর্যন্তই। সকলের প্রতি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর শুভেচ্ছা রইলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/MahmudulK59125/status/1794454849196798128?t=oo-Kk6GejCc1sBu8jkPRKQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
থাকব নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগত টাকে। ছোটবেলা এই কবিতা টা খুবই পছন্দের ছিল। কবি নজরুল যেমন ছিল প্রেমের কবি তেমনই ছিল বিদ্রোহী কবি। চারিদিক থেক উনার গুণ ছিল। নজরুল আমারও অনেক পছন্দের একজন ব্যক্তিত্ব। দারুণ লিখেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোষ্ট লেখার সাথে সাথে নিয়ম কানুনগুলোর প্রতিও যত্নশীল হওযা প্রয়োজন, না হলে কোন কিছুই যথাযথভাবে উপস্থাপন করতে পারবেন না। বিশেষ করে মার্কডাউন এর বিষয়গুলো খুবই গুরুত্বপূণ। যেমন উপরের কবিতার লাইনগুলো মার্কডাউনের ভিতর রাখার দরকার ছিলো। কারন সেগুলো আপনার নিজের লেখা না।
মার্কডাউন সম্পর্কে বিস্তারিত দেখতে পারেন নিচের লিংক হতে-
https://steemit.com/hive-129948/@abb-school/level-03-lecture-sheet
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit